অদ্ভুত সব মজার ধাঁধা। বাংলা গুগলি। নতুন নতুন ধাঁধা।

ধাঁধা পড়তে ও জানতে যেমন ভালো লাগে তেমনি কেউ প্রশ্ন করলে তার সঠিক উত্তরটা দিতে পারলেও আমাদের অনেক ভালো লাগে। যারা Gugli Dhadha জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। Dhadha মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা ধাঁধা অনেক পছন্দ করে। প্রতিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজার সব অদ্ভুত ধাঁধা। 

অদ্ভুত সব মজার ধাঁধা। বাংলা গুগলি। নতুন নতুন ধাঁধা।

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

গুগলি ধাঁধা : চার কোলে চার খুঁটি মাঝখানেতে ভিটা, টানলে দেখবে সাদা খাইতে কিন্তু মিঠা।

উত্তর : গাভীর দুধ

গুগলি ধাঁধা : নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা ?

উত্তর : আঠার হাজার পাতা 

গুগলি ধাঁধা : কী যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না?

উত্তর : রাস্তা। 

গুগলি ধাঁধা : উড়তে পেখম বীর, ময়ূর সে নয়। মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।

উত্তর : মশা

গুগলি ধাঁধা : কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে, মানুষ নেই?

উত্তর : মানচিত্রে। 

গুগলি ধাঁধা : ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।

উত্তর : তালাচাবি



হাসির ধাঁধা : বিয়ের সময় দাদা দেয় একবার, সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।

উত্তর : সিঁদুর

হাসির ধাঁধা : শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে।

উত্তর : সিগারেট

হাসির ধাঁধা : বাঘের মত লাফ দেয়, কুকুরের মত বসে, হাঁসের মত ভাসে। 

উত্তর : ব্যাঙ

হাসির ধাঁধা : অল্পে লাগে না ভালো, বেশি দিলে বিষ। শাশুড়ি বলে বউকে, ঠিক মতন দিস। 

উত্তর : লবণ

হাসির ধাঁধা : পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়। 

উত্তর : বাতাস। 

হাসির ধাঁধা : হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে। 

উত্তর : লজ্জাবতী লতা। 

হাসির ধাঁধা : আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণি। দেখতে এসে সবাই ক্ষণিক ভুলে ব্যথার বাণী।’

উত্তর : সিনেমা বা নাটক

হাসির ধাঁধা : সাগরে থাকি ,বাজারে থাকি, থাকি রান্নাঘরে, রান্নায় কম পড়লে সবাই রাগটি করে। 

উত্তর : লবণ

হাসির ধাঁধা : একটুখানি গাছে তিল ঝুরঝুর করে। একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে। 

উত্তর : শিশির

হাসির ধাঁধা : দাঁত আছ তবু পারে না খেতে, তাকে দিয়ে কাজ হয় দিনে বা রাতে। 

উত্তর : চিরুনি

হাসির ধাঁধা : কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি ব্যবহার করে ? 

উত্তর : আপনার নাম। 

হাসির ধাঁধা : কোন দেশে মাটি নেই ?

উত্তর : স্বন্দেশ। 


গুগলি ধাঁধা, হাসির গুগলি, কঠিন গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, বাংলা গুগলি, ছোটদের ধাঁধা, গুগলি প্রশ্ন, গুগলি ধাঁধা উত্তর সহ, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, মজার গুগলি ধাঁধা, গুগলি ধাধা, হাসির ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, বাংলা গুগলি ধাঁধা, gugli dhadha, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি প্রশ্ন ও উত্তর,

হাসির ধাঁধা : নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়। 

উত্তর : কাজল। 

হাসির ধাঁধা : এমন একটা গাই আছে, যা দেই তাই খায়, কিন্তু পানি দিলে মরে যায়।

উত্তর : আগুন

Googly Dhadha : কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউ তো দেখে না।’

উত্তর : ডুমুর

Googly Dhadha : ফস করে রেগে যাই জ্বলি দপ করে, বাক্স এ সারি সারি ঘুমে থাকি পড়ে?

উত্তর : দেশলাই। 

Googly Dhadha : দশ মাথা এক হাত চলমান তাঁবু, রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু। 

উত্তর : ছাতা। 

Googly Dhadha : প্রাণ নাই বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।

উত্তর : ছায়া। 

Googly Dhadha : মধ্যখানে একটু পানি চুনকাম করা ঘর, ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।

উত্তর : ডিম

Googly Dhadha : পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ, বৃদ্বকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ।

উত্তর : বাঁশ

Googly Dhadha : এক ঘরে এক থাম, বলো তার কী নাম ?

উত্তর : ছাতা

Googly Dhadha : এক আছে এক বুড়ি। চোখ তার বারো কুড়ি!

উত্তর : আনারস

Googly Dhadha : চার রূপসী চার রং মিলন হলে এক রং।

উত্তর : পান-চুন-খয়ের-সুপারী।



Googly Dhadha : কোন মাসে শনিবার নেই ?

উত্তর : সমাস। 

Googly Dhadha : তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। মাঝের অক্ষর ছেরে দিলে হয় গানের শোভা। শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা ?

উত্তর : বিছানা।

বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, মজার ধাঁধা, গুগলি বই, ছোটদের মজার ধাঁধা, মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর, মজার গুগলি, কঠিন ধাঁধা, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন, মজার প্রশ্ন ও উত্তর, ধাঁধা ও উত্তর, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, বাংলা মজার ধাঁধা, নতুন ধাঁধা, মজার প্রশ্ন, bangla googly dhadha, ধাঁধা প্রশ্ন উত্তর, ধাঁধা প্রশ্ন, googly dhadha, ধাঁধা উত্তর সহ সহজ, ধাঁধা উত্তর সহ ছবি, 

Googly Dhadha : আমি তুমি একজন, দেখিতে এক রুপ, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।

উত্তর : নিজের ছবি

Googly Dhadha : হাত আছে পা নেই, বুক তার ফাটা। মানুষ গিলে খায়, নাই তার মাথা। 

উত্তর : শার্ট

Googly Dhadha : রাজুর বাবার চার ছেলে - রাম, শ্যাম, যদু, আর চতুর্থজন কে?

উত্তর : রাজু। 

Googly Dhadha : নয়ের ডানপাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন?

উত্তর : বাঁ পাশে বসিয়ে। 

Googly Dhadha : কোন গান গাওয়া যায় না। 

উত্তর : বাগান। 

মজার ধাঁধা : হাত নেই পা নেই আমি রসিক নাগর, অনায়াসে পার হই অকূল সাগর। 

উত্তর : সাপ

মজার ধাঁধা : সব কিছু পাড়ি দিয়ে যায়, নদীর কাছে গেলে থেমে যায়। 

উত্তর : রাস্তা 

মজার ধাঁধা : রাঙা বিবি জামা গায়, কাটলে দুই খান হয়। 

উত্তর : মসুরির ডাল

বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, মজার ধাঁধা, গুগলি বই, ছোটদের মজার ধাঁধা, মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর, মজার গুগলি, কঠিন ধাঁধা, রোমান্টিক ধাঁধা উত্তর সহ

মজার ধাঁধা : আমি যারে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম। সে যখন চলে গেলো, তখন তারে নিয়ে এলাম। কী আনতে গিয়ে কী দেখলো?

উত্তর : বৃষ্টি ও পানি

মজার ধাঁধা : আম নয় জাম নয়, গাছে নাহি ধরে। সব লোকে ফল বলে, জানে শুধু তারে।’

উত্তর : পরীক্ষার ফল

মজার ধাঁধা : সবুজ হাড়ি হাটে যায়, হাটে গিয়ে চিমটি খায়। বুড়ো হলে কেটেকুটে ডুগডুগি বাজায়। 

উত্তর : লাউ

মজার ধাঁধা : কথা ও ছবি হাওয়ায় ভাসে দেখে যে সবাই ঘরে বসে। 

উত্তর : টেলিভিশন

মজার ধাঁধা : কায়স্ত অস্ত্র ছাড়া, পাঁঠা ছাড়ল পা। লবঙ্গে বঙ্গ ছাড়া, এনে দেব তা।’

উত্তর : কাঁঠাল

মজার ধাঁধা : চার কোলে চার খুঁটি মাঝখানেতে ভিটা, টানলে দেখবে সাদা খাইতে কিন্তু মিঠা। 

উত্তর : গাভীর দুধ



মজার ধাঁধা : বাঘের মত লাফ দেয়, কুকুরের মত বসে, হাঁসের মত ভাসে। 

উত্তর : ব্যাঙ

মজার ধাঁধা : কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।

উত্তর : দস্তানা

মজার ধাঁধা : থাকে না চোখে, রয় না আকাশে। ফুল বাগানে ফুল হয়ে মিটি মিটি হাসে।

উত্তর : নয়নতারা

মজার ধাঁধা : এখান থেকে মারলাম থাল, থাল গেল বরিশাল। গাড়ি চড়ে লোকের কাঁধে, ঝোলা পুড়ে গেল বিষ খাল। 

উত্তর : চিঠি

মজার ধাঁধা : উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবেচিন্তে বলে ফেলো তা। 

উত্তর : তাল

মজার ধাঁধা : আশি টাকার খাসি, নব্বই টাকার পোস্ত। এক পিঠ দেখা যায়, আর পিঠ কই দোস্ত? 

উত্তর : আকাশ

মজার ধাঁধা : প্রেমের প্রতীক এক পাঁচ অক্ষরের নাম। শেষের তিন ছেড়ে দিলে, অনেক তার দাম। 

উত্তর : তাজমহল

মজার ধাঁধা : সবার ঘরে সবার কাছে, আমার যে থাকা। ছয় মাস সঙ্গে থাকি, ছয় মাস একা। 

উত্তর : হাতপাখা


গুগলি ধাঁধা প্রশ্ন, মজার প্রশ্ন ও উত্তর, ধাঁধা ও উত্তর, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, বাংলা মজার ধাঁধা, নতুন ধাঁধা, মজার প্রশ্ন, bangla googly dhadha, ধাঁধা প্রশ্ন উত্তর, ধাঁধা প্রশ্ন, googly dhadha, ধাঁধা উত্তর সহ সহজ, ধাঁধা উত্তর সহ ছবি

ধাঁধা প্রশ্ন : আছে কল, আছে জল, মাটি, পাতা রস, অনল, পবন, ধুম্র সবার পরশ। মুখে মুখে কহে কথা, এক বোল বলে, না চুমিলে রহে চুপ, হাতে মুখে চলে।

উত্তর : সাজানো হুক্কা

ধাঁধা প্রশ্ন : বলতে পারো নাকি, কার লেজ কেটে দিলে প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে? 

উত্তর : কলেজ

ধাঁধা প্রশ্ন : কারো সঙ্গে এলে যায় না ফেলে রাখা, একলা দেখে তাকে তুচ্ছ মনে রাখা। 

উত্তর : শূন্য

ধাঁধা প্রশ্ন : আশ্চর্য বাদ্যযন্ত্র জুড়ি মেলা ভার সে যদি বাজ খায় থাকে তার ‘তার’। তার যদি কেটে যায় তবু নিঃসন্দেহে, অর্ধেকের বেশি ছাড়াও বিদ্যমান সে।

উত্তর : সেতার

ধাঁধা প্রশ্ন : আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি। 

উত্তর : জিহ্বা। 

ধাঁধা প্রশ্ন : আমি কাদাঁই, আমি হাসাই, নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার বানী। 

উত্তর : সিনেমা বা নাটক। 

ধাঁধা প্রশ্ন : কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়। 

উত্তর : বালিশ। 

ধাঁধা প্রশ্ন : এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার গড়া। 

উত্তর : ঝিনুক। 

ধাঁধা প্রশ্ন : আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে, মাও বলে তাই।’- কাকে সবাই মামা বলে?

উত্তর : চাঁদ

ধাঁধা প্রশ্ন : আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম,  মানুষ সে নয় ভাই সুস্বাদু একটি ফল।’

উত্তর : নাশপাতি

ধাঁধা প্রশ্ন : কোন হাস ডিম পারে না?

উত্তর : ইতিহাস। 



ধাঁধা প্রশ্ন : কোন চুড়ি খাওয়া যায়?

উত্তর : খিচুড়ি।
 
ধাঁধা প্রশ্ন : কার নাম বললেই তা ভেঙে যায়?

উত্তর : নিস্তব্ধতা। 

ধাঁধা প্রশ্ন : লম্বা ১টা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি। 

উত্তর : মোমবাতি। 

ধাঁধা প্রশ্ন : অন্ধ দিয়ে শুরু তার, সত্য দুই পিছে। সবটা মিলে খুঁজে বেড়াই মায়া জালের নিচে। 

উত্তর : কলুক

ধাঁধা প্রশ্ন : একটি শিক্ষকে আছে, পণ্ডিতে নেই। আবার কাননে আছে, বাগানে নেই। 

উত্তর : ক

ধাঁধা প্রশ্ন : তিন অক্ষরে নাম তার চোখের প্রদর্শনী, প্রথম অক্ষর কেটে দিলে তৃষ্ণা পায় বুঝি। মাঝের অক্ষর কেটে দিলে রং হয় জানি, শেষের অক্ষর কেটে দিলে কঠোর পরিশ্রমী।

উত্তর : কাজল (জল, কালো, কাজ)

গুগলি ধাঁধা প্রশ্ন, মজার প্রশ্ন ও উত্তর, ধাঁধা ও উত্তর, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, বাংলা মজার ধাঁধা, নতুন ধাঁধা, মজার প্রশ্ন, bangla googly dhadha, ধাঁধা প্রশ্ন উত্তর, ধাঁধা প্রশ্ন, googly dhadha, ধাঁধা উত্তর সহ সহজ, ধাঁধা উত্তর সহ ছবি, 

bangla googly : শুঁড় দিয়া কাজ করি, নহি আমি হাতি। পরহিতে খাঁটি সদা, তবু খাই লাথি। 

উত্তর : ঢেঁকি

bangla googly : বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে,পানির মধ্যে ছেড়ে দিলে, ছোলা হয়ে ভাসে।

উত্তর : ব্যাঙ

bangla googly : কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।

উত্তর : পুকুর/দিঘী

bangla googly : কাজ করি সুড় দিয়ে নই আমি হাতি। পরের উপকার করি, তবু খাই লাথি।

উত্তর : ঢেঁকি

bangla googly : ঢোকে না, তবুও ঢোকাও, কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?

উত্তর : হাতের চুড়ি

bangla googly : ঘষা দিলে মিটে আশা, নইলে পড়ে সব নিরাশা ।

উত্তর : ম্যাচ/কাঠি

bangla googly : নড়ে চড়ে পড়ে না, সরে সরে সরে না। 

উত্তর : চোখ

bangla googly : নয়নে নয়নে থাকে, নয়নের কেউ নয়। 

উত্তর : কাজল



bangla googly : মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে। 

উত্তর : ঘড়ি

বাংলা ধাঁধা, bangla dhadha, গুগলি ধাঁধা প্রশ্ন, মজার প্রশ্ন ও উত্তর, ধাঁধা ও উত্তর, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, বাংলা মজার ধাঁধা, নতুন ধাঁধা, মজার প্রশ্ন, bangla googly dhadha, ধাঁধা প্রশ্ন উত্তর, ধাঁধা প্রশ্ন, googly dhadha, ধাঁধা উত্তর সহ সহজ, ধাঁধা উত্তর সহ ছবি, 

নতুন ধাঁধা : বলতে পারো নাকি, কার লেজ কেটে দিলে প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?

উত্তর : কলেজ

নতুন ধাঁধা : মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে?

উত্তর : বদনা

নতুন ধাঁধা : কার মাথা আছে, কিন্তু বুদ্ধি নেই?

উত্তর : ছাতা। 

নতুন ধাঁধা : উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস। 

উত্তর : জাম্বুরা

নতুন ধাঁধা : আশি টাকার খাসি, নব্বই টাকার পোস্ত। এক পিঠ দেখা যায়, আর পিঠ কই দোস্ত?

উত্তর : আকাশ

নতুন ধাঁধা : একটা ছোট ঘরে, অনেক মাথা ধরে। 

উত্তর : দেশলাই

নতুন ধাঁধা : কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউ তো দেখে না। 

উত্তর : ডুমুর

নতুন ধাঁধা : গাছ নেই, শুধু পাতা মুখ নেই, কত কথা জীবন সঙ্গী করো যদিও পাও তার দেখা।

উত্তর : বই।

নতুন ধাঁধা : শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।

উত্তর : পাখা।

নতুন ধাঁধা : হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।

উত্তর : টাকা।

নতুন ধাঁধা : কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়?

উত্তর : জবা। (উল্টালে বাজপাখি হয়)

গুগলি ধাঁধা, হাসির গুগলি, কঠিন গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, বাংলা গুগলি, ছোটদের ধাঁধা, গুগলি প্রশ্ন, গুগলি ধাঁধা উত্তর সহ, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, মজার গুগলি ধাঁধা

নতুন ধাঁধা : কোন মাসে আঠাশ দিন আছে?

উত্তর : সব মাসে। 

নতুন ধাঁধা : কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে?

উত্তর : সাত-সতেরো। 

হাসির গুগলি : কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছায় না। 

উত্তর : আগামীকাল। 

হাসির গুগলি : কোন ডিম একেবারেই পুষ্টিকর নয়?

উত্তর : ঘোড়ার ডিম।  

হাসির গুগলি : এখানে আছে সেখানে আছে, শরীর আছে মুখ আছে। মুখ দিয়ে কাগজ ফুটাই, তারপর কাগজে থেকে যাই। 

উত্তর : আলপিন

হাসির গুগলি : কোন সে সরস ফল বলো দেখি ভাই, ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই। টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন, দেশের সস্তা ফল নাম বল এখন। 

উত্তর : আনারস 



হাসির গুগলি : কী শুধু ওপরে যায় কিন্তু নিচে নামে না?

উত্তর : তোমার বয়স। 

হাসির গুগলি : কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়?

উত্তর : নয়-ছয়। 

হাসির গুগলি : কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?

উত্তর : বৃষ্টি। 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments