আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের অনেক কারণে হার্ডডিস্ক অথবা এসএসডির সিরিয়াল নাম্বার জানার দরকার হয়। বিশেষ করে এইসব প্রোডাক্টের ওয়ারিন্টি চেক করতে বেশি ভূমিকা রাখে। এখন কথা হচ্ছে এই সিরিয়াল নাম্বার কিভাবে জানতে পারবো, তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেলটি । তো চলুন জেনে নেওয়া যাক।
ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার কম্পিউটার এর নিচের দিকে থাকা Type here to search অপশনে ক্লিক করে এখানে Command prompt লিখে সার্চ করুন।
ধাপ - ০২ : সার্চ করার পর উপরের দিকে আপনি Command prompt নামে একটি সফটওয়্যার দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিন।
ধাপ - ০৩ : Command prompt এ ক্লিক করার পর আপনি ঠিক নিচের মতো দেখতে পাবেন। এখন এখানে আপনি C:\Users\-------> এর পর wmic diskdrive get model,name,serialnumber লিখে এন্টার বাটন ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি আপনার কম্পিউটারে থাকা এসএসডি ও হার্ডডিস্কের সিরিয়াল নাম্বার দেখতে পাবেন।
আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে আপনি হার্ডডিস্ক অথবা এসএসডি ‘র সিরিয়াল নাম্বার বের করে নিতে পারবেন। এই রকম কম্পিউটারের নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji