বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার উপায়। How to open Bkash Merchant Account

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হলো ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান উদ্যোক্তা এবং অনলাইন ভিত্তিক উদ্যোক্তাদের জন্য বিকাশের পক্ষ থেকে এমন একটি একাউন্ট, যার মাধ্যমে সেবা প্রদানের বিপরীতে পেমেন্ট নেয়া যাবে। একাউন্ট খোলার জন্যে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বারের মালিকানার প্রমাণ অবশ্যই প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলবেন।

বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার উপায়।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন করতে যা প্রয়োজন হবে :

১) নিজ নামে নিবন্ধিত একটি বৈধ মোবাইল নাম্বার যাতে কোন বিকাশ একাউন্ট ইতিমধ্যে খোলা নেই, তা বিকাশ পার্সোনাল একাউন্ট একাউন্ট খোলার জন্য ব্যবহার করতে হবে।

২) একটি বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

৩) মোবাইল সিমের মালিকানার প্রমানপত্র থাকতে হবে।

৪) নিজের ছবি তুলতে হবে।

৫) ব্যবসায়িক ঠিকানা যদি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অথবা কক্সবাজার জেলায় হয়, তাহলে অবশ্যই পেশার প্রমানপত্র সংযুক্ত (/আপলোড) করতে হবে।

৬) যাকে নমিনি হিসেবে নির্বাচন করবেন তার নাম আপনার জাতীয় পরিচয়পত্রে (যেমনঃ পিতা/মাতা/স্বামী/স্ত্রী) উল্লেখ থাকলে, নমিনির জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্ত করা ঐচ্ছিক; অন্যক্ষেত্রে (যেমনঃ ভাই/বোন/ছেলে/মেয়ে/অন্যান্য) নমিনির জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্ত করা আবশ্যক হবে।

৭) ছবি/স্ক্রিনশট সংযোজনের ক্ষেত্রে অবশ্যই JPEG/JPG ফরম্যাটে সংযোজন করতে হবে।

৮) ছবি/স্ক্রিনশট -এর ফাইল সাইজ ১০ মেগাবাইট (10 MB) -এর মধ্যে রাখা উচিত হবে।



বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন করার পদ্ধতি :
ধাপ - ০১ : বিকাশ ওয়েবসাইট থেকে ‘বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট’ -এ ক্লিক করুন।
ধাপ - ০২ : নিয়ম ও শর্তসমূহে সম্মতি দিয়ে আবেদন করুন।
ধাপ - ০৩ : যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তা দিন; এবং অপারেটর সিলেক্ট করুন।
ধাপ - ০৪ : এসএমএস এ আসা ‘রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড’ দিয়ে মোবাইল নাম্বার যাচাই করুন।
ধাপ - ০৫ : এবার একটি রেজিস্ট্রেশন ফর্মে ব্যাক্তিগত তথ্য দিন।
ধাপ - ০৬ : তারপর আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য দিন।
ধাপ - ০৭ : আপনার নমিনি সম্পর্কে তথ্য দিন।
ধাপ - ০৮ : এবার আপনার নিজের ছবি তুলুন ও প্রয়োজনীয় কিছু ছবি বা স্ক্রিনশট আপলোড করুন।
ধাপ - ০৯ : সবশেষে রেজিস্ট্রেশনের জন্য তথ্য জমা দিন।

এরপর আবেদন আইডিসহ একটি অভিনন্দন বার্তা পাবেন। আবেদন আইডি দিয়ে আপনার আবেদন এর স্ট্যাটাস দেখতে পারবেন। আপনার প্রদত্ত সব তথ্য যাচাই বাছাই শেষে আবেদনটি গ্রহণ করে বিকাশ পার্সোনাল একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আপনি একটি ‘অভিনন্দন’ বার্তা এসএমএস -এর মাধ্যমে পাবেন। এরপর *২৪৭# ডায়াল করে, একাউন্টের পিন সেট করে ব্যবহার শুরু করতে পারবেন।



‘ভেরিফিকেশন কোড’ দিয়ে ঠিকানা যাচাই করার নিয়ম :

আপনার ব্যবসায়িক ঠিকানায় প্রেরিত ‘ওয়েলকাম লেটার’ -এ প্রদত্ত কোডটি দিয়ে খুব সহজেই আপনার ব্যবসায়িক ঠিকানা যাচাই করতে পারবেন। ব্যবসায়িক ঠিকানা যাচাই করতে হোম পেইজ থেকে নির্ধারিত লিংকে প্রবেশ করুন। এখন আপনার ‘মোবাইল নাম্বার’, ‘ভেরিফিকেশন কোড’ এবং ‘জন্ম তারিখ’ লিখুন। আপনার প্রদত্ত তথ্যগুলো সঠিক হলে আপনার ব্যবসায়িক ঠিকানার ভেরিফিকশন হয়ে যাবে এবং আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

‘রেজিস্ট্রেশন স্ট্যাটাস’ জানার উপায় :

আপনার বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশনের আবেদনটি সফলভাবে সাবমিট হলে স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখতে পারবেন, যাতে একটি আবেদন আইডি থাকবে। এই আবেদন আইডিটি দিয়ে খুব সহজেই আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি জানতে পারবেন। রেজিস্ট্রেশন স্ট্যাটাস জানতে হোম পেইজ থেকে নির্ধারিত লিংকে প্রবেশ করুন। এখন আপনার মোবাইল নাম্বার এবং আবেদন আইডিটি লিখুন। আপনার প্রদানকৃত তথ্যসমূহ সঠিক হলে আপনি আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস জানতে পারবেন।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের সুবিধাসমূহ :
১) বিকাশ নির্ধারিত এজেন্সির মাধ্যমে অথবা আবেদনকারী নিজেও সেলফ রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই একাউন্ট খুলতে পারবেন। 
২) বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নেই। 
৩) আবেদনকারী তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট এর পাশাপাশি একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নতুন মােবাইল নাম্বার দিয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে পারবেন। 
৪) একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডারকে, গ্রাহক তার বিকাশ অ্যাপ থেকে, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট গেটওয়ে এবং পেমেন্ট লিংক ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
৫) পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডার যেকোনো বিকাশ কাস্টমার কে টাকা পাঠাতে পারবেন। 
৬) পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডার যেকোনাে সময় বিকাশ এজেন্ট অথবা অনুমােদিত এটিএম এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। 
৭) একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডার আরেকজন পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডারকে অথবা বিকাশ এর অন্য যেকোনো মার্চেন্টকে ব্যবসায়িক প্রয়ােজনে টাকা পাঠাতে পারবেন। 

৮) একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডার, বিকাশ মার্চেন্ট অ্যাপ অথবা বিকাশ এর অন্যান্য পেমেন্ট প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন, যা কিনা তার ব্যবসার পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে।

Post a Comment

0 Comments