এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)
ধাপ - ১ : এটিএম বুথে আসার : আপনার ব্যাংকের কার্ড সাপোর্ট করে এমন একটি এটিএম বুথে চলে আসুন।
ধাপ - ২ : কার্ড ঢোকান : বুথে আসার পর, মেশিনে আপনার কার্ডটি ঢোকান। কার্ড স্লট সাধারণত এটিএম-এর ডানদিকে থাকে। ঢোকানোর সময় কার্ড উল্টো করে ঢোকাবেন না। কার্ডের চিপ উপরের পাশে সামনের দিকে রেখে ম্যাশিনে কার্ডটি প্রবেশ করান। (প্রয়োজনে ওখানে থাকা সিকিউরিটির সাহা্য্য নিন)
ধাপ - ৩ : পিন লিখুন : কার্ড ঢুকানোর পরবর্তী ধাপ হল আপনার গোপন পিন (PIN) নম্বর প্রবেশ করানো। আপনার পিন প্রবেশ করার সময় আপনার হাত দিয়ে কীপ্যাডটি সিকিউর করতে ভুলবেন না, অর্থাৎ ঢেকে রাখুন, যাতে আশেপাশে কেউ থাকলে এটি দেখতে না পায়।
ধাপ - ৪ : লেনদেনের ধরণ সিলেক্ট করুন : পিন দেয়ার পর, আপনাকে আপনার লেনদেনের ধরন নির্বাচন করতে বলা হবে। অর্থাৎ আপনি কি টাকা বের করতে চান নাকি ঢোকাতে চান না অন্য কিছু। অপশন গুলির তালিকা থেকে “Withdraw” সিলেক্ট করুন, অর্থাৎ আপনি টাকা বের করতে চান। সিলেক্ট করা হলে Next অপশনে চলে আসুন।
ধাপ - ৫ : টাকার পরিমাণ লিখুন : আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তার পরিমাণ লিখুন। ম্যাশিনের স্ক্রিনের পূর্বনির্ধারিত কোনো এমাউন্ট থেকে আপনি বেছে নিতে পারেন, অর্থাৎ সেখানে ৫০০, ১০০০, ২০০০ এমন কিছু এমাউন্ট দেয়া থাকতে পারে। আপনার সুবিধা মতো একটি এমাউন্ট লেখার অপশনও পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করুন।
ধাপ - ৬ : অর্থ প্রদানের জন্য অপেক্ষা করুন : আপনি টাকার পরিমাণটি প্রবেশ করানোর পরে, এটিএম আপনার অ্যাকাউন্টের সকল বিবরণ যাচাই করবে এবং তারপরই নগদ প্রদান করবে।
ধাপ - ৭ : প্রয়োজনে আপনার রসিদ নিন : লেনদেন সম্পূর্ণ হলে, ম্যাশিন জিজ্ঞাসা করবে যে আপনি রসিদ চান কিনা। রসিদ দরকার না হলে না দিয়ে লেনদেন সম্পন্ন করুন। আপনি যদি রসিদ সংগ্রহ করেন তবে এর জন্য আলাদা ফি কাটার সম্ভাবনা আছে।
ধাপ - ৮ : লেনদেন শেষ করুন : অবশেষে, এটিএম-এ “Cancel” বা “Exit” বোতাম টিপলে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। CRM ম্যাশিন থেকে এই কার্ডটি সংগ্রহ করুন।
ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন ব্যাংকে কিছু বিষয়ে একটু পরিবর্তন থাকতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে আপনি উপরোক্ত নিয়মগুলা দেখতে পারবেন। তারপরও টাকা উত্তোলনের পূর্বে ভালো ভাবে আপনার কার্ডের টাকা উত্তোলনের পদ্ধতিটি জানার চেষ্টা করুন ব্যাংক থেকে।
কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার নিয়ম
কিছু কিছু ব্যাংক আছে যারা কোনো কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার অনুমতি দেয়। যেমন : ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক। ইসলামী ব্যাংকের টাকা উইথড্র করার জন্য তাদের মোবাইল এপ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে এপের মাধ্যমে একটি টোকেন সংগ্রহ করতে হবে। সেই টোকেন দিয়ে এটিএম থেকে টাকা তুলতে হবে। এক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ তারা কাটে না।
আবার ডাচ বাংলার ক্ষেত্রে আছে তাদের এমএফএস সার্ভিস রকেট। রকেট থেকে এটিএম-এ টাকা ট্রান্সফার দিয়ে আপনি আপনার টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার কাছ থেকে ক্যাশ আউট চার্জ কেটে নেয়া হবে, বিশেষ করে পার্সনাল একাউন্ট হলে, তবে সেলারি একাউন্ট থেকে আবার কাটা হয় না।
এটিএম থেকে টাকা তোলার সময় সতর্কতা :
এটিএম থেকে টাকা উঠাতে হলে আপনাকে CRM ম্যাশিনের নির্দেশনা গুলো বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে। ম্যাশিনের স্ক্রিনে থাকা নির্দেশনা গুলো ফলো করে আপনি খুব সহজে আপনার কাজটি সম্পন্ন করে নিতে পারবেন। প্রায় সব ব্যাংকের এটিএম বুথের টাকা তুলার নিয়ম গুলো প্রায় একই। ছোট খাটো কিছু পার্থক্য থাকতে পারে। আর কার্ড ভেদে আপনার টাকা তোলার ফেসিলিটিতেও কিছুটা ভিন্ন থাকতে পারে। তাই আগে যাচাই করে সিউর হয়ে নিন, তাপরপর টাকা তুলুন।
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji