ধাঁধা পড়তে ও জানতে যেমন ভালো লাগে তেমনি কেউ প্রশ্ন করলে তার সঠিক উত্তরটা দিতে পারলেও আমাদের অনেক ভালো লাগে। যারা Dhadha জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। ধাঁধা মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা Dhadha অনেক পছন্দ করে। প্রতিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কালিদাস পন্ডিতের মজার সব সেরা সেরা ধাঁধা।
ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক ধাঁধাগুলা।
কালিদাস পন্ডিতের মজার সব ধাঁধা
গুগলি ধাঁধা : আচ্ছা কইনতো দেখি – কোন পাখির ডিম নাই । এটা কি ?
উঃ বাদুর
গুগলি ধাঁধা : জলে বই স্থলে বই জল বিনে কিছু নাই – এটা কি ?
উঃ বরফ
গুগলি ধাঁধা : জোরে যদি মার তারে কাদবে বেশি জোরে – এটা কি ?
উঃ ঘন্টা
গুগলি ধাঁধা : আচ্ছা কইনতো দেখি – ভোঁ ভোঁ করে, ভোমর সে নয় উপুড় হয়ে মাটি খুড়ে মুরগী ও নয়।
উঃ লাটিম
গুগলি ধাঁধা : এক বুড়ির বার ছেলে বার ঘরে তিনশ পয়ষট্টি ছেলে – এটা কি ?
উঃ ক্যালেন্ডার
গুগলি ধাঁধা : এক শিং বার পা কোন প্রাণীর আছে, জলেতে বাস করে ডিম পাড়ে গাছে ।
উঃ চিংড়ি মাছ
গুগলি ধাঁধা : মুখ আছে জিহ্বা আছে খঅয় কেবল নাড় খেঅদার সৃষ্টি নয় জীব হিংস করে, নাভী চীন মারলে ভীষন শব্দ করে –
উঃ বন্দুক
হাসির ধাঁধা : আচ্ছা বলেন তো দেখি, ঘরের পিছনে গাই, এক বিয়ানে নাই – এটা কি ?
উঃ কলাগাছ
হাসির ধাঁধা : জন্মে সাদা কর্মে কালা গলায় লোহার হার, লাফ দিয়ে আহার করে লম্ব লেজ তার ।
উঃ জাল
হাসির ধাঁধা : জলের মাধে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী, শেষের অক্ষর কেটে দিলে হয় মহারাণী -
উঃ মাছ।
হাসির ধাঁধা : বাপ তারে জন্ম দিল, মা ছিল না ঘরে মাটিতে উৎপন্ন হয়, গাছে নাহি ফলে –
উঃ বেলে গাছ।
হাসির ধাঁধা : আচ্ছা কইনতো দেখি – জামাই এলো কাজে, বলতে পারি নি লাজে আমার একটা কাজ আচে দুই ঠ্যাংয়ের মাঝে।
উঃ গাই দুহানো
হাসির ধাঁধা : যুবতী এক নারী ঘুমিয়ে বসে আছে দিবার সময় কান্নাকাটি, ভেতরে গেলে হাসে।
উঃ শাঁখা পরানো।
হাসির ধাঁধা : দুই কোনা মধ্যেখানে, সময়ে সময়ে যোগায় দেনা তার বেতরে লম্বা একটা আসে যায়, তোমরা যা মনে করেছ তা নয় – বলেত তো দেখি এটা কি ।
উঃ সূচ ও সুতা।
হাসির ধাঁধা : বলেনতো দেখি রক্তে ডুবুডুবু কাজলের ফোঁটা এক কথায় যে বলতে পারে সে দোহার বেটা –
উঃ জবাফুল।
[গুগলি ধাঁধা, হাসির গুগলি, কঠিন গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, বাংলা গুগলি, ছোটদের ধাঁধা, গুগলি প্রশ্ন, গুগলি ধাঁধা উত্তর সহ, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, মজার গুগলি ধাঁধা, গুগলি ধাধা, হাসির ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, বাংলা গুগলি ধাঁধা, gugli dhadha, কঠিন ধাঁধা উত্তর সহ]
ধাঁধা প্রশ্ন : জলে তার জীবন কাটে, নদী-নালা পুকুর ঘাটে – তাহলে তা কি ?
উঃ জেলে
ধাঁধা প্রশ্ন : মা হলো লতা, বাপ হলো ছতা বেটি হলো সুন্দরী বেটা ডাকুল ডুমা –
উঃ লাউ
ধাঁধা প্রশ্ন : আচ্ছা কইনতো দেখি – ডাড় মটমট বাকলে খড়ি, তার পাতায় হয় তরকারী।
উঃ পাট গাছ।
ধাঁধা প্রশ্ন : পাতাটি ঢোলা, ফলটি কুঁজো তাতে হয় দেবতা পূড়ো ।
উঃ কলা
ধাঁধা প্রশ্ন : আচ্ছা কইনতো দেখি – তিন তিরিক্ষে পাতা, গায়ের দহরে কাঁটা খাইতে মধু ফালাতে আটা।
উঃ বেল।
ধাঁধা প্রশ্ন : চিরিক চিরিক পাতা, জয়নগুর যাতা, ডান্ডা পানি খাতা।
উঃ তরমুজ
ধাঁধা প্রশ্ন : কাঁধে আই এ কাধে যায়, বিনা দোষে মার খায় – এটা কি ?
উঃ ঢোল
ধাঁধা প্রশ্ন : কাঁচতে মানিতে ফল, সর্বলোকে খঅয় – পাকলে মাণিকের ফল গড়াড়ড়ি খায় -
উঃ ডুমুর
হাসির গুগলি : উড়ে যায় পক্ষী, জড়ে যায় বিল, সোনার ঢাকনি রূপার খিল।
উঃ উড়োজাহাজ
হাসির গুগলি : আচ্ছা বলেনতো দেখি – চারটি ঘড় উপুর করা তার ভিতরে মধু ভরা।
উঃ গরুর বাঁট
হাসির গুগলি : হাট্টিমা-টিম-টিম, আছড়ালে ভাঙে না শরালে ডিম ?
উঃ সরষে
হাসির গুগলি : গাঙ্গের পারে মরিচ ডুলুম ডুলুমকরে একটা মরিচ ভাইঙ্গা দিলে গাল ফুলাইয়া মরে।
উঃ চুন
হাসির গুগলি : বনেতে বাহির হলো টিয়া, সুনার মোকট দিয়া। যদি টিয়া মনে করে, উপ মাটি চুর করে। এটা কি?
উঃ লাঙ্গল।
মজার ধাঁধা : এমন কোন ফুল যার নাম উল্টে দিলে হয় তা পাখির নাম ?
উঃ জবা।
মজার ধাঁধা : আল্লাহর কি কুদরত লাটির ভিতর শরবত ?
উঃ আখ।
[রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন, মজার প্রশ্ন ও উত্তর, ধাঁধা ও উত্তর, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, বাংলা মজার ধাঁধা, নতুন ধাঁধা, মজার প্রশ্ন, bangla googly dhadha, ধাঁধা প্রশ্ন উত্তর, ধাঁধা প্রশ্ন, googly dhadha, ধাঁধা উত্তর সহ সহজ, ধাঁধা উত্তর সহ ছবি]
মজার ধাঁধা : বলেন তো দেখি – কালিদাসের ছোট বেলার কথা ৯০০০ হাজার তেতুল গাছে কয় হাজার পাতা ।
উঃ ১৮০০০ পাতা
মজার ধাঁধা : ছোট ছোট ছেলে মেয়ে নৌকার পানি সেচে বিষ পোকা কামড় দিলে চিৎকাত হয়ে নাচে।
উঃ ধানের খই।
মজার ধাঁধা : ছোট ছোট ছেলে মেয়ে দুধ ভাত খায়, বড় বড় ড়াছের সাথে যুদ্দ করতে যায়।
উঃ কুঠার
মজার ধাঁধা : শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয় – বলেনতো দেখি এটা কি ?
উঃ দরজার খিল।
মজার ধাঁধা : মা ও মেয়ে নৌকা বায় এক কথায় কি বলা যায় ?
উঃ মাঝি
মজার ধাঁধা : বাঘের মত লাফ দেয়, বিড়ালের মতো বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে ?
উঃ ব্যাঙ
মজার ধাঁধা : বাজাইলে বাজে, সাজাইলে সাথে থাকে সে হাট-খোলার মাঝে –
উঃ মাটির পাতিল
মজার ধাঁধা : সোখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিড়ে আলো বের হয়, বলো তো দেখি তা কি ?
উঃ মেঘ
মজার ধাঁধা : আসলে সে পুরুষ নয়, তবুও তারে পুরুষ কয় ?
উঃ কালপুরুষ।
মজার ধাঁধা : মুখ থেকে বসি বারে রক্ত কালো কালো, শিক্ষিত জনের কাছে সে বড় ভাল ?
উঃ কলম
মজার ধাঁধা : এখন মিয়া কন দেখি – কোন সেই কবি, পাচঁ অক্ষরের নাম তার। শেষের তিন অক্ষর বাদ দিলে মৌচাকেতে রয় ?
উঃ মধুসুদন
মজার ধাঁধা : বৃক্ষ নই তুবু শাখা আছে মোর সব সময় থাকি আমি-মাথারি উপর ? বলেন তো দেখি এটা কি ?
উঃ হরিণের শিং
মজার ধাঁধা : আমি তুমি একজন দেখিতে স্বরূপ, আমি কত কথা কই তুমি কেন থাকচুপ ?
উঃ ছবি
মজার ধাঁধা : গাছ নাই, আছে পাতা, মুখ নাই বলে কথা ?
উঃ বইয়ের পাতা
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji