বিকাশ মার্চেন্ট একাউন্টে টাকা পাঠানোর নিয়ম। Bkash Merchant Account

আপনি যদি একজন বিকাশ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই একাউন্ট থেকে লেনদেন করার খাতিরে বিকাশ মার্চেন্ট একাউন্টে টাকা পাঠানোর নিয়ম না জানলে তা জানার চেষ্টা করবেন। বিকাশ মার্চেন্ট একাউন্টে আপনি যদি টাকা পাঠাতে চান তাহলে আপনি চাইলে ভিন্ন দু’টি উপায়ে টাকা পাঠাতে পারবেন। এর মধ্যে থেকে একটি হলো বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে এবং অন্যটি হলো ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে। তাহলে এবার জেনে নেয়া যাক, এই দুইটি উপায়ে কিভাবে একাউন্ট থেকে টাকা পাঠানো যাবে।

বিকাশ মার্চেন্ট একাউন্টে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ মার্চেন্ট একাউন্ট টাকা পাঠানোর নিয়ম

ইউএসএসডি কোড ডায়াল করে :

আপনি যদি ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ মার্চেন্ট একাউন্টে টাকা পাঠাতে চান, তাহলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন। বিকাশ মার্চেন্ট একাউন্টে আপনি যদি টাকা পাঠাতে চান, তাহলে অন্যান্য নাম্বারে যেভাবে টাকা পাঠান ঠিক একই রকমভাবে টাকা পাঠাতে পারবেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভাল এবং সেই বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়, আর সেটি হল বিকাশ মার্চেন্ট একাউন্টে সেন্ড মানি করা যাবে না, অর্থাৎ আপনি যদি মার্চেন্ট একাউন্টে টাকা পাঠাতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ইউএসএসডি কোড মেনু থেকে Payment অপশনটি সিলেক্ট করে তারপরে অন্যান্য ইন্সট্রাকশন কত করে টাকা পাঠাতে হবে।মূলত সেন্ড মানি এর বদৌলতে আপনি যদি পেমেন্ট অপশনটি বেছে নেন এবং তার পরবর্তী স্টেপ অন্যান্য কার্যক্রমের মত করে নেন, তাহলেই মার্চেন্ট একাউন্টে টাকা পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।



১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান

২। “পেমেন্ট” সিলেক্ট করুন

৩। আপনি যে মার্চেন্টকে পেমেন্ট করতে চান তার মার্চেন্ট বিকাশ একাউন্ট নাম্বার দিন

৪। আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান তার পরিমাণ লিখুন

৫। আপনার কেনাকাটার একটি তথ্যসূত্র দিন (আপনি আপনার লেনদেনের উদ্দেশ্য একটি শব্দের মধ্যে উল্লেখ করতে পারেন, উদাহরণস্বরূপ, বিল)*

৬। কাউন্টার নাম্বারটি লিখুন (কাউন্টারে অবস্থানরত বিক্রেতা আপনাকে নাম্বারটি বলে দেবেন)*

৭। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।



অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর নিয়ম :

আপনি যখনই বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে মার্চেন্ট একাউন্টে টাকা পাঠাবেন, তখন পূর্বে উল্লেখিত নিয়ম অনুযায়ী টাকা পাঠাতে হবে। অর্থাৎ অন্যান্য যেকোন পার্সোনাল একাউন্টে আপনি যেভাবে টাকা পাঠান, ঠিক একই রকমভাবে টাকা পাঠাবেন শুধুমাত্র সেন্ড মানি এর বদৌলতে পেমেন্ট অপশনটি সিলেক্ট করে নিবেন। বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি যদি টাকা পাঠাতে চান, তাহলে......

ধাপ - ০১ : প্রথম’ত, বিকাশ এপের মধ্যে আপনার ইনফর্মেশন দেওয়ার মাধ্যমে লগ-ইন করে নিন। যখন’ই লগ-ইন করার কাজ সম্পন্ন করে নিবেন তখন এখানে থাকে অনেকগুলো অপশন এর মধ্য থেকে “পেমেন্ট” নামের একটি অপশন পাবেন, এই অপশনটির মধ্যে ক্লিক করতে হবে।

Bkash Merchant Account



ধাপ - ০২ : পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এবার যে একাউন্টে টাকা পাঠাতে চান, সেই নাম্বারটি দিয়ে দিন।

Bkash Merchant Account

ধাপ - ০৩ : নাম্বার দেওয়ার পর টাকার পরিমাণ এবং পিন নাম্বার দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন। 

Bkash Merchant Account

আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি যেকোন বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট এর মাধ্যমে বিকাশ মার্চেন্ট একাউন্টে টাকা পাঠাতে পারবেন। বিকাশ সম্পর্কে যেকোন খুটিঁনাটি তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments