ডিগ্রি ১ম বর্ষ (২০-২১) পরীক্ষার রেজাল্ট প্রকাশ - Degree 1st Year Result 2023

ডিগ্রি প্রথম বর্ষ (২০২০-২০২১) শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত, মান্নোনয়ন পরীক্ষার্থীদের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ। 

Degree 1st Year Result 2023

আগামী ১৯ জুলাই ২০২৩ ৪.০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এ ফল প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল আজ ১৯ জুলাই সন্ধ্যা ৮.০০টায় প্রকাশ করা হবে। সারাদেশের ৭০২টি কেন্দ্রে ১৯৯২টি কলেজের সর্বমোট ২ লাখ ৩৪ হাজার ৩৪১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৮৭ দশমিক ৭৮ শতাংশ। 



প্রকাশিত ফলাফলে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ইহা বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এ ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে অনলাইনে ফলাফল পুুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।

Tag : Degree result check, degree 1st year result, ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট, ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট প্রকাশ, রেজাল্ট প্রকাশ, ডিগ্রি রেজাল্ট ২০২৩, ১ম বর্ষ রেজাল্ট ২০২৩, ২০-২১ ডিগ্রি রেজাল্ট, ডিগ্রি রেজাল্ট, degree result publish, result degree 1st year, degree book list

অনলাইনে NU ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি 

উপায় - ০১ : ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি পরিক্ষার রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/। রেজাল্ট দেখার উপায় না জানলে এখনি জেনে নিন কিভাবে ঘরে বসে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখতে হয়



উপায় - ০২ : যদি ইন্টারনেট সার্ভার সমস্যার জন্যে রেজাল্ট দেখতে সমস্যা হয় তাহলে আপনি এসএমএস এর মাধ্যমে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট দেখতে পারবেন। তার জন্যে নিচের ধাপটি অনুসরণ করুন।

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন : NU <Space> DEG <Space> আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে।

NU <Space> DEG <Spacce> Roll Number And Send To 16222 Number

উদাহরণ : NU DEG 344555 SEND 16222

ডিগ্রিসহ শিক্ষামূলক যাবতীয় যেকোন তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। 



-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

1 Comments

Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)