ডিগ্রী ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Degree 2nd year

কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা, তার’ই সুবাদে আমরা নিয়ে এসেছি বাংলা জাতীয় ভাষা বিষয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু ক বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি এগুলা আপনাদের কাজে লাগবে। পরীক্ষায় প্রশ্ন কমন পাবার জন্যে এসব প্রশ্নোত্তরের পাশাপাশি বিগত সালের সকল প্রশ্নপত্র অনুসরণ করুন। কেননা ডিগ্রি ফাইনাল পরীক্ষাতে আমরা অধিকাংশ সময় দেখি যে বিগত সালের প্রশ্নগুলা থেকে ঘুরে ফিরে প্রশ্ন করা হয়ে থাকে।

বাংলা জাতীয় ভাষা গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আবারও বলছি এগুলা পড়লে আপনি ভালো নম্বর পেয়ে যাবেন বিষয়টা এমন না। ভাগ্য সহায় হলে হয়তো কমবেশি কমন পাবেন। তাই এর পাশাপাশি পাঠ্যবইও অনুসরণ করুন। মূলত যারা বিভিন্ন কাজে ব্যস্ততার মাঝেও পরীক্ষায় অংশগ্রহন করবে ওই তাদের শেষ সময়ে একটু প্রস্তুতি নেওয়ার জন্যে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা। যেন শেষ সময়ে কিছুটা হলেও ধারণা নিয়ে হলে প্রবেশ করতে পারে।


ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১

বাংলা জাতীয় ভাষা, বিষয় কোড: ১৩১০০১

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)


১) আত্ম-বিলাপ কবিতাটি কে লিখেছেন ? 

উত্তর : মাইকেল মধুসূদনদত্ত। 

২) বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য কোনটি ? 

উত্তর : মেঘনাদবধ ।

৩) আত্ম-বিলাপ কবিতায় কবি কালসিদ্ধ কি ফেলেছেন ?

উত্তর : আত্ম-বিলাপ কবিতায় কবি কালসিদ্ধ মূল্যবান সময় ফেলেছেন। 

8) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ? 

উত্তর : ১৯১৩ সালে ।

৫) ক্ষণপ্রভা শব্দের অর্থ কী ? 

উত্তর : বিদ্যুৎ বা বিজলি ।



৬) জীবনানন্দ দাশ কোন ধরনের কবি ? 

উত্তর : রূপসী বাংলার কবি। 

৭) নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভূল করে? এটি কোন কবিতার চরণ ? 

উত্তর : সোনালি কাবিন-৫

৮) গুরুচন্ডালী দোষ কি ?

উত্তর : সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে

৯) সুরবালার স্বামীর নাম কী ?

উত্তর : রামলোচন বাবু

১০) একরাত্রির গল্পের নায়িকার নাম কি ?

উত্তর : সুরবালা

১১) বাংলা জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক হয়েছে ? 

উত্তর : রাজা রাম মোহন রায়কে ।

১২) যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে ? 

উত্তর : ব্যক্তিগত জীবনে।

১৩) বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাটছেন ? 

উত্তর : হাজার বছর ।

১৪) আয়না গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন ? 

উত্তর : আবুল কালাম শাসসুদ্দিনকে।

১৫) মাইকেল মধুসূদন দত্ত্বের সনেটের বাংলা নাম কী ?

উত্তর : চতুর্দশপদী কবিতা |

১৬) বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে ? 

উত্তর : প্রভাব নক্ষত্র বা সূর্য ।

১৭) রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেছেন ? 

উত্তর: জেলখানায় ।

১৮) রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ? 

উত্তর : রাজদ্রোহীর।

১৯) সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে ?

উত্তর : বৈরাগীরা ।

২০) কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয় ? 

উত্তর : সংস্কৃতিবান মানুষেরা। 



২১) প্রশ্নঃ কলিমন কে ? 

উত্তর : রজসের স্ত্রী

২২) সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ ? 

উত্তর : বিশ্বাস হারানো।

২৩) চৈতী হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো ? 

উত্তর : হিজল গাছের ডালে।

২৪) 'বার বার ফিরে আসে' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের ?

উত্তর : দুঃসময়ের মখোমুখি।

২৫) চৈতী হাওয়া কবিতায় কবির কেন মালা গাথা হয়নি ?

উত্তর : ডোর খুজে পাওয়ার কারণে মালা গাথা হয়নি ৷

২৬) সোনালী কাবিন-৫ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত ?

উত্তর : 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত।

২৭) একরাত্রি গল্পের নায়িকার নাম কী ? 

উত্তর : সুরবালা।

২৮) একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল ? 

উত্তর : জজ আদালতের হেডক্লার্ক ।

২৯) পুই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি ? 

উত্তর: ক্ষেন্তি।

৩০) ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন ?

উত্তর : চিরজাগ্রত বিবেক ও পবির্ত আত্মার সাথে তুলনা করেছেন

৩১) সভ্যতার সংকট প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত ? 

উত্তর : কালান্তর অন্তগত

৩২) প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন ?

উত্তর : মানসিক যৌবনকে।



৩৩) কাকে সাহিত্য সম্রাট বলা হয় ? 

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৪) কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধগ্রন্থের নাম লেখ

উত্তর : শ্বাশত বঙ্গ ।

৩৫) শামসুর রহমান কোন ধরনের কবি ? 

উত্তর : আধুনিক নাগরিক কবি। 

৩৬) বার বার ফিরে আসে কবিতাটি কোন চেতনা ধারণ করেছে ? 

উত্তর : দেশপ্রেমের।

৩৭) আঙ্গিক বিচারে সোনালী কাবিন কোন ধরনের কবিতা ? 

উত্তর : সনেটধর্মী কবিতা

৩৮) বিদিশা কী ? 

উত্তর : বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী। 

৩৯) প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয় ? 

উত্তর : খনা খুলে দেয় ।

৪০) সংস্কৃতি কথা প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কি ? 

উত্তর : অন্যায় ও নিষ্ঠুরতা।

৪১) কলিযুগেও দুনিয়ার ধর্ম আছে-এটি কার উক্তি ? 

উত্তর : এমদাদের। 

৪২) পুইমাচা ছোটগল্পে ক্ষেত্তির মায়ের নাম কী ? 

উত্তর : অন্নপূর্ণা । 

৪৩) বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন তুলনা করা হয়েছে ? 

উত্তর : জাগরণের প্রভাব নক্ষত্র বা প্রভাত সূর্য ।

৪৪) চৈতী হাওয়া কবি কার খোপায় কি গুঁজে দিতেন ?

উত্তর : চাপা ফুল গুজে দিতেন।

৪৫) ডাহকের সুরে কীসের ইঙ্গিত থাকে ?

উত্তর : ডাহুক কবিতায় কবির মতে ডাহুক সুরে মূলত অদৃষ্টলোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে।

৪৬) ক্ষেন্তি কোন রোগে মারা যায় ? 

উত্তর : বসন্ত ।

৪৭) প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয় ? 

উত্তর : ১৯৩৭ সালে 

৪৮) আমুর গ্রামের নাম কী ? 

উত্তর : নয়নচারা ।



৪৯) আত্মবিলাপ শব্দের অর্থ ক?

উত্তর : একান্ত ব্যক্তিক অনুভূতিজাত ক্রন্দন। 

৫০) ধীবর কিসের লোভে অতল জলে ডুবে? 

উত্তর : মুক্তা ফলের

৫১) ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তগত? 

উত্তর : জন্মদিনে

৫২) চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ কি?

উত্তর : বিরহের যন্ত্রনা

৫৩) উচাটন শব্দের অর্থ কি?

উত্তর : উন্মাতাল

৫৪) বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম লিখ?

উত্তর : বিদিশা ও শ্রাবন্তী

৫৫) মানস প্রিয়া কে?

উত্তর : বনলতা সেন

৫৬) ধীবর কিসের লোভে অতল জলে ডুবে? 

উত্তর : মুক্তা ফলের

৫৭) ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তগত? 

উত্তর : জন্মদিনে

৫৮) চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ কি?

উত্তর : বিরহের যন্ত্রনা

৫৯) উচাটন শব্দের অর্থ কি?

উত্তর : উন্মাতাল

৬০) বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম লিখ?

উত্তর : বিদিশা ও শ্রাবন্তী

৬১) মানস প্রিয়া কে?

উত্তর : বনলতা সেন

৬২) শিখা পত্রিকার মুলমন্ত্র কি ছিল? 

উত্তর : জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব ।

৬৩) ডিরোজি কোন স্কুলের শিক্ষক?

উত্তর : হিন্দু কলেজের



৬৪) যতমত তত পথ কথাটি কে বলেছেন/ এর প্ৰবতকে?

উত্তর : রামকৃষ্ণ পরমহংস

৬৫) বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?

উত্তর : রামকৃষ্ণ পরমহংস

৬৬) রাজবন্দী জবান বন্দি প্রবন্ধ টি কোথায় প্রকাশিত হয়?

উত্তর : ধুমকেতু পত্রিকায়

৬৭) বহুভঙ্গিম অর্থ কি?

উত্তর : বহু প্রকার অভিব্যক্তি আছে এমন।

৬৮) ধর্মকে কারা কালচার বলে পালন করে? 

উত্তর : সাধারন লোকেরা।

৬৯) বাংলার নবজাগরণ প্রভাত নক্ষত্র কে? 

উত্তর : রাজা রামমোহন রায়

৭০) রাজবন্দী জবানবন্দিতে লেখক কে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? 

উত্তর : লেখক কে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

৭১) নয়নচারা গল্পে আমু কে?

উত্তর : নয়ন চারা গল্পের বানভাসী মানুষ ।

৭২) নয়ন চারা গল্পের অসহায় ছিন্নমূল মানুষের প্রতিনিধি কে?

উত্তর : আমু

৭৩) গহুরালীর গ্রামের নাম কি?

উত্তর : মাউলতলা

৭৪) সুহাস পেশায় কী?

উত্তর : নাপিত

৭৫) হলুদ রঙ ঝুলছে কথাটির অর্থ কি /

উত্তর : দোকানে ঝোলানো ক কড়ি কলা

৭৬) এটা নতুন জিবনের রাস্তা মুলত উক্তিটি কার?

উত্তর : গহুরালি'র

৭৭) ভিখু কাকে হত্যা করেন?

উত্তর : বসির কে



আশা করি উপরোক্ত প্রশ্নোত্তরগুলা আপনাদের একটু হলেও কাজে লাগবে। এইরকম গুরুত্বপূর্ণ যেকোন বিষয়ের প্রশ্নোত্তর পেতে আামদের সাথে থাকুন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments