Gmail একাউন্টে 2-Step ভেরিফিকেশন বন্ধ করার উপায়। Two-Step Verification Off

অনেকেই Gmail টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পর বিভিন্ন কারণে সেটি বন্ধ করতে চায়। কিন্তু অনেকে জানে না যে কিভাবে এই অপশটি অফ করতে হয়। যদিও এটি অফ করার কোন প্রয়োজন পড়ে না, তারপরেও যদি কেউ 2-Step ভেরিফিকেশন বন্ধ করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে।

Two-Step Verification Off

অনেকেই Gmail টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পর বিভিন্ন কারণে সেটি বন্ধ করতে চায়। যদি আপনি Gmail টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চান তাহলে নিচের নিয়মগুলা অনুসরণ করুন।


Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অফ করার জন্য প্রথমে Chrome অথবা যেকোন ব্রাউজার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে নিন। এখন আপনার জিমেইলটি টু-স্টেপ ভেরিফিকেশন অফ করতে সরাসরি myaccount.google.com/security লিংকে প্রবেশ করুন। 




জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার নিয়ম :

ধাপ - ০১ : আমাদেরকে এই টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার জন্য প্রথমে টু-স্টেপ ভেরিফিকেশন' অপশনে ক্লিক করুন।



ধাপ - ০২ : টু স্টেপ ভেরিফিকেশন অপশনে প্রবেশ করার পর আপনার Gmail একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Next অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৩ : এখন আপনাকে TURN OFF অপশনে ক্লিক করে তা TURN OFF করে দিতে হবে।



ধাপ - ০৪ : TURN OFF করে দেওয়ার সাথে সাথে টু-স্টেপ ভেরিফিকেশন বন্ধ হয়ে যাবে, যা আপনি আপনার জিমেইলে নোটিফিকেশন দেখতে পাবেন।



আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি জিমেইল টু-স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করতে পারবেন। এই রকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।

Post a Comment

0 Comments