Gmail একাউন্টে 2-Step ভেরিফিকেশন চালু করার উপায়। Two-Step Verification On

Gmail 2-Step ভেরিফিকেশন হচ্ছে Gmail একাউন্টের জন্য এক ধরনের সিকিউরিটি। আমাদের জিমেইল যেন অন্য কেউ ব্যবহার বা হ্যাক করতে না পারে সেই কারণে Gmail একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন' চালু করতে হয়।

Two-Step Verification On


অনেকের জিমেইল অ্যাকাউন্ট থাকলেও সেই Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করতে হয় তা জানে না। যদি আপনি জিমেইল একাউন্টে 2-Step ভেরিফিকেশন চালু করার উপায় না জানেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে কিভাবে Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয় তার সম্পূর্ণ আলোচনা করব।


Gmail টু স্টেপ ভেরিফিকেশন চালু করার সুবিধা :

Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার সুবিধা অনেক। আমরা Gmail অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে অনলাইনে প্রায় সকল অ্যাকাউন্ট খুলে থাকি। বিশেষ করে কাউকে ই-মেইল পাঠানো, প্লে স্টোরে লগইন করা, Youtube Account খোলা, অনলাইনে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ওয়েবসাইটের একাউন্ট খোলা ইত্যাদি কাজের জন্য জিমেইল ব্যবহার করা হয়ে থাকে। 




যদি আমাদের Gmail হ্যাক হয়ে যায় অথবা অন্য কেউ ব্যবহার করে তাহলে আমাদের অনলাইনে থাকা সকল একাউন্ট এর তথ্য হ্যাকার খুব সহজে দেখতে পারবে। তাই আমাদেরকে অবশ্যই আমাদের Gmail অ্যাকাউন্ট নিরাপদ রাখা জরুরি। জিমেইল অ্যাকাউন্ট নিরাপদে রাখার সবথেকে বড় উপায় হচ্ছে 2-Step ভেরিফিকেশন চালু করা। মূলত যখন আমরা Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করব তখন আমাদেরকে মোবাইল নাম্বার দেওয়ার ফলে আমাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোড আসবে। এই কোড দিয়ে আপনাকে লগইন করতে হবে। এখানে সুবিধা হচ্ছে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জানলেও নাম্বারে আসা সেই কোড না জানার ফলে সে আপনার জিমেইল ব্যবহার করতে পারবে না। 


Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম :

Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে Chrome অথবা যেকোন ব্রাউজার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে নিন। এখন আপনার জিমেইলটি 2-Step ভেরিফিকেশন চালু করতে সরাসরি myaccount.google.com/security লিংকে প্রবেশ করুন। 




ধাপ - ০১ : লিংকে সরাসরি আসার পর সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করলে 2-Step Verification নামের একটি অপশন রয়েছে, যা মূলত অফ দেখতে পারবেন। আর টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হলে 2-step verification অপশনে ক্লিক করুন।



ধাপ - ০২ : এখন Get Started অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৩ : এখন এখানে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Next অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৪ : এখন Continue অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৫ : এখানে আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চান তা দিয়ে Text Message অপশন সিলেক্ট করে Continue/Send অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৬ : Continue/Send অপশনে ক্লিক করার পর নাম্বারে আসা ৬ সংখ্যার কোডটি বসিয়ে Next অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৭ : এখন এখান থেকে Turn On অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৮ : Turn On অপশনে ক্লিক করার সাথে সাথে 2-Step ভেরিফিকেশন চালু হয়ে যাবে। 



আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে Gmail একাউন্টে 2-Step ভেরিফিকেশন' চালু করে নিতে পারবেন এই রকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।

Post a Comment

0 Comments