জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে জিমেইল একাউন্টের জন্য এক ধরনের সিকিউরিটি। আমাদের জিমেইল যেন অন্য কেউ ব্যবহার বা হ্যাক করতে না পারে সেই কারণে জিমেইল একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন' চালু করতে হয়।
অনেকের জিমেইল অ্যাকাউন্ট থাকলেও সেই জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করতে হয় তা জানে না। যদি আপনি জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার উপায় না জানেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি আপনাদেরকে কিভাবে জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করতে হয় তার সম্পূর্ণ আলোচনা করব।
জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু করার সুবিধা :
Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার সুবিধা অনেক। আমরা Gmail অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে অনলাইনে প্রায় সকল অ্যাকাউন্ট খুলে থাকি। বিশেষ করে কাউকে ই-মেইল পাঠানো, প্লে স্টোরে লগইন করা, Youtube Account খোলা, অনলাইনে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ওয়েবসাইটের একাউন্ট খোলা ইত্যাদি কাজের জন্য জিমেইল ব্যবহার করা হয়ে থাকে।
যদি আমাদের Gmail হ্যাক হয়ে যায় অথবা অন্য কেউ ব্যবহার করে তাহলে আমাদের অনলাইনে থাকা সকল একাউন্ট এর তথ্য হ্যাকার খুব সহজে দেখতে পারবে। তাই আমাদেরকে অবশ্যই আমাদের Gmail অ্যাকাউন্ট নিরাপদ রাখা জরুরি। জিমেইল অ্যাকাউন্ট নিরাপদে রাখার সবথেকে বড় উপায় হচ্ছে 2-Step ভেরিফিকেশন চালু করা। মূলত যখন আমরা Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করব তখন আমাদেরকে মোবাইল নাম্বার দেওয়ার ফলে আমাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোড আসবে। এই কোড দিয়ে আপনাকে লগইন করতে হবে। এখানে সুবিধা হচ্ছে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জানলেও নাম্বারে আসা সেই কোড না জানার ফলে সে আপনার জিমেইল ব্যবহার করতে পারবে না।
Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম :
Gmail একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে Chrome অথবা যেকোন ব্রাউজার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে নিন। এখন আপনার জিমেইলটি টুস্টেপ ভেরিফিকেশন চালু করতে সরাসরি myaccount.google.com/security লিংকে প্রবেশ করুন।
ধাপ - ০১ : লিংকে সরাসরি আসার পর সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করলে 2-Step Verification নামের একটি অপশন রয়েছে, যা মূলত অফ দেখতে পারবেন। আর টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হলে 2-step verification অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৫ : এখানে আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চান তা দিয়ে Text Message অপশন সিলেক্ট করে Continue/Send অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৬ : Continue/Send অপশনে ক্লিক করার পর নাম্বারে আসা ৬ সংখ্যার কোডটি বসিয়ে Next অপশনে ক্লিক করুন।
এই ছিল Gmail একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন' চালু করার নিয়ম। এখন চলুন জিমেইল একাউন্টের ভেরিফিকেশন বন্ধ করার নিয়ম জেনে নেওয়া যাক।
জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার নিয়ম :
অনেকেই জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পর বিভিন্ন কারণে সেটি বন্ধ করতে চায়। যদি আপনি জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চান তাহলে নিচের নিয়মগুলা অনুসরণ করুন।
জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অফ করার জন্য প্রথমে Chrome অথবা যেকোন ব্রাউজার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন করে নিন। এখন আপনার জিমেইলটি টুস্টেপ ভেরিফিকেশন অফ করতে সরাসরি myaccount.google.com/security লিংকে প্রবেশ করুন।
ধাপ - ০১ : আমাদেরকে এই টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার জন্য প্রথমে টু-স্টেপ ভেরিফিকেশন' অপশনে ক্লিক করুন।
ধাপ - ০২ : টু স্টেপ ভেরিফিকেশন অপশনে প্রবেশ করার পর আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Next অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : TURN OFF করে দেওয়ার সাথে সাথে টু-স্টেপ ভেরিফিকেশন বন্ধ হয়ে যাবে, যা আপনি আপনার জিমেইলে নোটিফিকেশন দেখতে পাবেন।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি জিমেইল টু-স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করতে পারবেন। এই রকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji