বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর অন্যতম একটি হলো নগদ। বাংলাদেশের অধিকাংশ নাগরিক নগদ একাউন্ট ব্যবহার করে থাকে, কিন্তু অনেকে নগদ একাউন্ট ব্যবহারের সুবিধা জানে না বা জানার চেষ্টাও করে না। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জন্যে নগদ একাউন্টের ১২টি সুবিধা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন জেনে নেওয়া যাক।
নগদ একাউন্টের সুবিধা সমূহ :
প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব নিয়মে গ্রাহকদের জন্যে কিছু সুবিধা প্রদান করে থাকে। নগদও তার ব্যাতিক্রম নয়। নগদ একাউন্টও তাদের গ্রাহকদের জন্যে বেশ কিছু সুবিধা প্রদান করছে, আর তা হচ্ছে,
১) ফ্রিতে নগদ একাউন্ট খোলা : নগদে নতুন গ্রাহক হিসেবে যোগ দেওয়ার জন্য অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মতোই আপনাকে কোনো রকম ফি প্রদান করতে হবে না। এমনকি নতুন একাউন্ট একটিভ করতেও কোন রকম ক্যাশ ইন করার দরকার হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি নগদ একাউন্ট খোলতে পারবেন।
২) বাটন মোবাইলে নগদ একাউন্ট করার সুবিধা : নগদ একাউন্টের সবচেয়ে বড় সুবিধা হলো স্মার্টফোন না থাকলেও বাটনফোনে শুধুমাত্র Nagad ussd code *167# ডায়াল করে একাউন্ট ওপেন করে নিতে পারবে। এই সুবিধা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এখনো শুরু করতে পারেনি। অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট করতে যেখানে ছবি তোলা এবং ভোটার আইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক, সেখানে নগদে এসব না দিলেও চলে।
৩) নগদ রেজিস্ট্রেশন অফার : নগদে একাউন্ট করার সাথে ইনস্ট্যান্ট আপনার একাউন্টে ২৫ টাকা বোনাস পাবেন। তাছাড়া, মাঝে-মধ্যে ক্যাম্পেইন চলে যে, প্রথমবার নির্দিষ্ট এমাউন্ট রিচার্জ বা প্রথম লেনদেন করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। সেক্ষেত্রে, ওয়েলকাম বোনাস আরো বেশি হয়ে থাকে।
৪) নগদে সেন্ড মানি একদম ফ্রি : নগদের জনপ্রিয়তা বাড়ার পিছনে বিকাশের সেন্ড মানিতে টাকা কর্তন করার সিদ্ধান্তের বড় হাত রয়েছে। বিকাশ এখন ১০০ টাকার বেশি সেন্ড মানি করলেই ৫ টাকা কেটে নিচ্ছে! সেখানে নগদ আপনাকে অ্যাপ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করার সুবিধা দিচ্ছে। তবে USSD পদ্ধতি তথা নগদ কোড *167# ডায়াল করে সেন্ড করলে নগদেও প্রতি সেন্ড মানিতে ৫ টাকা কাটবে।
৫) নগদে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ : নগদ একাউন্টের সুবিধাগুলোর মাঝে গ্রাহকের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে ক্যাশ আউট চার্জ। নগদ বর্তমানে সবচেয়ে কম রেটে ক্যাশ আউট করার সুবিধা দিচ্ছে। নগদ অ্যাপ থেকে ভ্যাটসহ প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৪৯ টাকা এবং নগদ কোড *167# দিয়ে USSD পদ্ধতিতে প্রতি হাজার টাকা ক্যাশ আউট করার জন্য ১২.৯৯ টাকা চার্জ কাটবে। সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ২৫০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন। এক মাসে সর্বোচ্চ ২০ বার এবং সর্বমোট ১৫০০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন।
৬) নগদের ফ্রি ক্যাশ ইন সুবিধা : নগদ একাউন্টে টাকা যুক্ত করার জন্য আপনাকে কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হবে না। এক মাসে সর্বোচ্চ ২৫ বারে সর্বমোট ২০০০০০ (দুই লাখ) টাকা ফ্রি ক্যাশ ইন করতে পারবেন। নগদে সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ ইন করা যায় এবং একবারে নগদে সর্বোচ্চ ৩০০০০ টাকা ক্যাশ ইন করা যায়।
৭) নগদ থেকে মোবাইল রিচার্জ করার সুযোগ : বাংলাদেশের যেকোন মোবাইল অপারেটর এর যেকোন নাম্বারে দিন-রাত ২৪ ঘন্টা রিচার্জ করতে পারবেন। নগদ একাউন্টের রিচার্জ করার সুবিধার পাশাপাশি শুধুমাত্র নগদ ব্যবহারকারীদের জন্য সকল অপারেটরে স্পেশাল প্যাকেজ থাকে। এসব সাশ্রয়ী প্যাকেজ কেবল নগদ অ্যাপ দিয়ে রিচার্জ করলেই নিতে পারবেন।
৮) পেমেন্ট করার সুবিধা : কেনাকাটা করতে যাচ্ছেন? অতিরিক্ত টাকা নেওয়া মানেই অতিরিক্ত রিস্ক। তাছাড়া অন্যান্য ঝামেলা তো থাকেই। এসব সমস্যা থেকে মুক্তি পেতে শপগুলোতে এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা রাখে। আর জনপ্রিয় Mobile Banking নগদ তার গ্রাহকদের সুবিধা দিতে দেশের প্রায় সকল জনপ্রিয় ব্রান্ড ও শপেই নগদের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রেখেছে। এছাড়াও বর্তমান সময়ে নগদে পেমেন্ট করলে বিভিন্ন উপহার তো রয়েছে।
৯) নগদে বিল পে করার সুযোগ : বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য বিল দেওয়ার জন্য কি লাইনে দাড়াঁনোর কষ্ট করছেন? কিংবা অতিরিক্ত ফি দিয়ে কোনো দোকানে গিয়ে জমা দিচ্ছেন?নগদ একাউন্টের বিল পে করার সুবিধা নিতে পারছেন না! এখন সকল বিল নগদের মাধ্যমে ঘরে বসে নিশ্চিন্তে নিজে নিজেই পে করতে পারবেন। নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জেনে নিন।
১০) নগদ টাকা রেখে মুনাফা লাভের সুবিধা : নগদে টাকা জমা রাখলে মুনাফা লাভের সুযোগ দেয়। এজন্য কোনো নির্দিষ্ট মাসের ব্যালেন্স কখনো ১০০০ টাকার নিচে আসা যাবে না। এছাড়া, আপনার একাউন্ট টাইপ রেগুলার হতে হবে, এবং মুনাফা অপশন অন থাকতে হবে। তবে একজন মুসলিম হিসেবে কখনোই আপনার মুনাফা নেওয়া ঠিক হবে না। কারণ, ইসলামে সুদকে হারাম করা হয়েছে।
১১) নগদ ইসলামিক মোবাইল ব্যাংকিং সুবিধা : একজন মুসলিম হিসেবে আপনি কোনো ভাবেই মুনাফা নিতে পারেন না। তবে যেহেতু বর্তমানে ব্যাংকিং ছাড়া চলা প্রায় অসম্ভব, তাই নগদ ইসলামিক শরীয়াহ মেনে চলতে সুদমুক্ত ইসলামিক নগদ একাউন্ট সেবা চালু করেছে। এতে আপনার নগদ একাউন্টে টাকা থাকলেও কোনো প্রকার মুনাফা পাবেন না। আপনার একাউন্টটি ইসলামিক করার জন্য My Nagad মেন্যুতে ট্যাপ করলে Account Type পাবেন। বর্তমানে Regular করা থাকলে Islamic করে দিন। ইসলামিক নগদ একাউন্টের রং সবুজ হয়ে যাবে।
১২) ব্যাংক ও কার্ড থেকে নগদে টাকা আনার সুবিধা : নগদ একাউন্টের টাকা শেষ, আপনার ব্যাংক একাউন্ট কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে তো টাকা আছে! তাহলে কোনো চিন্তা নেই। নগদ অ্যাপ থেকে নিজেই নগদে টাকা নিয়ে আসতে পারবেন কোনো চার্জ ছাড়াই।
আশা করি বুজতে পারছেন। এই ছিল নগদ একাউন্টের ১২টি সুবিধা। নগদ একাউন্ট সম্পর্কে যেকোন তথ্য ও সর্বশেষ অফার জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji