ইউটিউবের ভিডিও ব্লগ পোস্টে সংযুক্ত করার নিয়ম।

প্রায় সময় দেখা যায়, বিভিন্ন ব্লগ পোস্টে ইউটিউবের ভিডিও। যারা ব্লগিং করেন, বিশেষ করে যারা নতুন তাদের অনেকে জানে না যে কিভাবে ইউটিউবের এই ভিডিও ব্লগ পোস্টে যু্ক্ত করতে হয়। যারা ব্লগ পোস্টে নিজের ইউটিউব ভিডিও ব্লগ পোস্টে সংযুক্ত করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তাদের জন্যে আজকের এই আর্টিকেলটি।

ইউটিউবের ভিডিও ব্লগ পোস্টে সংযুক্ত করার নিয়ম

ইউটিউবের যে ভিডিওটি আপনি আপনার ব্লগ পোস্টে দেখাতে চান সেই ভিডিওটি প্রথমে Embed করতে হবে।ভিডিও Embed করার জন্যে একটি কোড প্রয়োজন। এখন কথা হচ্ছে উক্ত কোড কিভাবে পাবেন ও তা কিভাবে ব্লগে সংযুক্ত করবেন তা নিয়ে থাকছে আজকের এই আলোচনা।


ইউটিউবের ভিডিও ব্লগ পোস্টে যুক্ত করার নিয়ম :

ধাপ - ০১ : প্রথমে যেকোন একটি ব্রাউজার থেকে সরাসরি ইউটিউবে প্রবেশ করুন। যদি আপনি মোবাইলের মাধ্যমে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আগে ডেক্সটপ মোডটি অন করে নিবেন।


ধাপ - ০২ : তারপর আপনি যে ভিডিওটি Embed করতে চান সেই ভিডিওতে প্রবেশ করে উক্ত ভিডিওর নিচে শেয়ার অপশনে ক্লিক করুন।


ধাপ - ০৩ : শেয়ার অপশনে ক্লিক করার পর বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, এখান থেকে Embed নামক অপশনে ক্লিক করতে হবে।  



ধাপ - ০৪ : Embed অপশনে ক্লিক করার পর একটি কোড দেখতে পারবেন। এখন এই কোডগুলো আমাদেরকে কপি করতে হবে। 


ধাপ - ০৫ : কোডগুলো কপি করার পর আপনি যে ব্লগার ওয়েবসাইটের পোস্টে সংযুক্ত করতে চান উক্ত পোস্টে চলে আসুন। ব্লগ পোস্টে প্রবেশ করার পর HTML VIEW অপশনে ক্লিক করুন। তারপর যে স্থানে আপনি তা বসাতে চান উক্ত স্থানে কপি করা কোডটি পেস্ট করে দিন। পোস্টটি সম্পূর্ণ হলে তা পাবলিশ করে দিন। 


ধাপ - ০৬ : এখন যদি আপনি উক্ত পোস্টে প্রবেশ করেন, তাহলে দেখতে পাবেন ব্লগ পোস্টের মাঝে সুন্দর করে ইউটিউবের সেই ভিডিওটি ইমডেড হয়েছে।


আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি ইউটিউবের যেকোন ভিডিও এম্বেড করে ব্লগ পোস্টে সংযুক্ত করতে পারবেন। এই রকম নিত্যনতুন যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments