যত দিন যাচ্ছে, ফেসবুক নিত্যনতুন আপডেট নিয়ে আসছে। এর’ই মধ্যে ফেসবুক পোস্টের লাইক এবং রিয়াক্ট সংখ্যা হাইড করা যায় এমন একটি আপডেট ফেসবুকে চালু হয়ে গেছে, যা অনেকে জানে না কিংবা জানলে তা কিভাবে করতে হয় তার আইডিয়া নেই। যারা জানেন না যে কিভাবে ফেসবুক পোস্টের লাইক এবং রিয়াক্ট সংখ্যা হাইড করতে হয় তাদের জন্যে আজকের এই আর্টিকেল। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলার মধ্যে ফেসবুক খুবই জনপ্রিয়। ছোট থেকে বড় সবাই এখন ফেসবুকে মগ্ন। শুধু বিনোদন কিংবা সময় কাটানোর উদ্দেশ্যে নয়, এখন প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে টাকা আয় করার মাধ্যমও এই ফেসবুক। যারা ফেসবুক ব্যবহার করছেন, আর নতুন আপডেটগুলা সম্পর্কে জানেন না তারা আমাদের সাইটে সবার আগে সকল আপডেট জানতে পারবেন। আজকে আমরা জানব ফেসবুকে আপনার পোস্ট রিয়েক্ট দিলেও তা কতটি তা অন্য কেউ জানবে না অর্থাৎ তা হাইড থাকবে।
ফেসবুক পোস্টের রিয়াক্ট সংখ্যা হাইড করার নিয়ম :
ধাপ - ০১ : প্রথমে আমাদের ফেসবুক আইডিটি লগইন করে নিতে হবে। তারপর সরাসরি Settings and Privac অপশনে ক্লিক করে সেটিংসে চলে আসুন।
0 Comments
post a comment
Emoji