হারিয়ে যাওয়া সিম বন্ধ করার উপায়। Sim Bondho Korar Upay

বর্তমানে আমাদের মোবাইল ফোনে ব্যবহৃত সিমগুলা অনেকটা ছোট, যার কারণে দেখা যায় আমাদের অনেকের সিম কোন না কোন কারণে হারিয়ে যায়। আমাদের হারানো সিম যদি কেউ কুড়িয়ে পেয়ে অবৈধ কাজে ব্যবহার করে তাহলে কিন্তু সমস্যা দেখা দিবে। এখন কথা হচ্ছে সিম হারিয়ে গেলে আমাদের কি করণীয়। তা নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল। তো চলুন জেনে নেওয়া যাক।

হারিয়ে যাওয়া সিম বন্ধ করার উপায়

আমি আপনি কেউ’ই চাই না আমাদের ব্যক্তিগত সিম অন্যকেউ ব্যবহার করুক। কারণ কুড়িয়ে পাওয়া সিম দিয়ে কিছু মানুষ অবৈধ কাজ করে থাকে। যার জন্যে পরবর্তী সময়ে উক্ত সিমের মালিককে চরম মূল্য দিতে হয়। কারণ আমাদের সিমগুলা উত্তোলনের সময় আমাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তুলে থাকি। এছাড়াও আমাদের পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে সকল একাউন্ট যেমন, ফেসবুক বা ব্যাংক একাউন্ট খোলা হয়ে থাকে সেগুলো অন্যকেউ ব্যবহার করতে পারে। তাই আমাদের সকল তথ্য সুরক্ষিত রাখতে আমাদের হারিয়ে যাওয়া সিম অবশ্যই বন্ধ করতে হবে।

হারানো সিম বন্ধ করার উপায় :

আমাদের কোন সিম যদি হারিয়ে যায়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উক্ত সিম অপারেটর অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করা। অবশ্যই অফিসে যাওয়ার সময় আমাদের হারিয়ে যাওয়া সিমটি যে আইডি কার্ড ও যে মানুষটির ফিঙ্গার দিয়ে নেওয়া হয়েছে তাকে সরাসরি উপস্থিত থাকতে হবে। অফিসে গিয়ে তাদের যেকোন কর্মকর্তাকে আপনার হারিয়ে যাওয়া সিমটি বন্ধ করার কথা বললে উনারা আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইবে, যে নাম্বারটি বন্ধ করতে চান উক্ত নম্বরটি তাদের বলতে হবে। সবকিছু ঠিকঠাক হলে উনারা তাৎক্ষণিক আপনার হারিয়ে যাওয়া সিমটি বন্ধ করে দিবে। 

আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার হারিয়ে যাওয়া সিম বন্ধ করে নিতে পারবেন। আমাদের সাইটের আর্টিকেলগুলা যদি আপনার উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর এরকম নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড অনুসরণর করুন।

Post a Comment

0 Comments