রাজনৈতিক সিভি তৈরীর ফরমেট। রাজনৈতিক সিভি লেখার নিয়ম। Cv Word Docx File Free Download

বর্তমান সময়ে যেকোন রাজনৈতিক ব্যক্তি তার রাজনৈতিক ক্যারিয়ারকে উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলতে ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনে যুক্ত হতে একটা ভালো ও উচ্চমানসম্পন্ন রাজনৈতিক সিভির প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশ ভাষার প্রেক্ষাপটে রাজনৈতিক বায়োডাটাগুলা মূলত বাংলা ভাষায় তৈরি করা হয়ে থাকে। 

রাজনৈতিক সিভি তৈরীর ফরমেট।

একটি ভালো রাজনৈতিক সিভি আপনার ক্যারিয়ারকে সবার সামনে ভালোভাবে ফুটিয়ে তুলতে অনেকাংশে সাহায্য করে। কিন্তু অনেকে জানে না কিভাবে একটি রাজনৈতিক সিভি তৈরী করতে হয়। কোথা থেকে রাজনৈতিক সিভি তৈরীর ফরমেট সংগ্রহ করতে হয়। অনলাইনে নানা বিষয়ে সিভি ফরমেট পেলেও রাজনৈতিক বিষয়ে সিভি ফরমেট খুজে পাওয়া কষ্টকর। তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাজনৈতিক সিভি তৈরীর ফরমেট ও সিভি লেখার পদ্ধতি। তো চলুন জেনে নেওয়া যাক।

মূলত রাজনৈতিক সিভিতে ব্যাক্তিগত ও পারিবারিক তথ্য, রাজনৈতিক ক্যারিয়ার, সামাজিক কর্মকান্ড সব কিছু তুলে ধরা হয়ে থাকে। পারিবারিক তথ্য বলতে পরিবারের কেউ রাজনীতিতে ভালো ক্যারিয়ার গঠন করলে তাকে হাইলাইট করা। নিজে যদি পূর্বে রাজনৈতিক কোন সংগঠনে যুক্ত হয়ে থাকেন তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলা, সামাজিক কর্মকান্ডে ভূমিকা থাকলে তা সিভিতে উল্লেখ করা ইত্যাদি।



প্রথমে সিভিতে আপনি আপনার উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করুন। তারপর রাজনৈতিক অবস্থান তুলে ধরুন অর্থাৎ এতদিন আপনি কোথায় কোথায় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। পূর্বে রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় আপনার ভূমিকাগুলা ফুটিয়ে তুলার চেষ্টা করুন। পরিবারের কেউ যদি রাজনীতিতে যু্ক্ত থেকে থাকে তাহলে তাদের নাম ও রাজনীতে থাকা তাদের অবস্থান প্রকাশ করুন। আপনার ব্যক্তিগত অর্জনগুলা সিভিতে যথাসম্ভব তুলে ধরা চেষ্টা করুন।  সর্বশেষ আপনি আপনার ব্যক্তিগত তথ্যাবলি অর্থাৎ নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও ভবিষৎ ঠিকানা, লিঙ্গ, ধর্ম ইত্যাদি দিয়ে দিন।

রাজনৈতিক সিভির ফরমেট নমুনা। রাজনৈতিক সিভির ফরমেট নমুনা। রাজনৈতিক সিভির ফরমেট নমুনা। (সিভিটি দেখতে ঠিক এমন হবে)

রাজনৈতিক সিভির ফরমেট নমুনা

রাজনৈতিক সিভির ফরমেটটি ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করে নির্ধারিত সময় অপেক্ষা করার পর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, অথবা গুগল ড্রাইভে নিয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে একটি জিপ ফাইল দেখতে পাবেন যা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত (পাসওয়ার্ড : tokiunlimited.com)। 



This Timer Code

Toki Unlimited
File Type: রাজনৈতিক সিভি তৈরীর ফরমেট
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog



সবকিছু ঠিকঠাক থাকলে এই রাজনৈতিক সিভিটি ৩-৪ পৃঃ হবে। আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি একটি রাজনৈতিক সিভি করে নিতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজনীয় যেকোন ডকুমেন্টস ও ফরমেট ফ্রিতে পেতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।

Post a Comment

0 Comments