সকল সিমের বিরক্তিকর এসএমএস বন্ধ করার উপায়। All Sim SMS Off Code

কিছুক্ষণ পর পর আমরা আমাদের মোবাইলে বিভিন্ন প্রোমোশনাল/বিরক্তিকর এসএমএস পেয়ে থাকি সিম কোম্পানিগুলা থেকে। প্রতিদিন অতিরিক্ত এসএমএস আসার কারণে আমরা সকলেই এক প্রকার বিরক্ত হয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, আমরা চাইলে’ই এসব প্রমোশনাল/বিরক্তিকর এসএমএসগুলা আসা বন্ধ করে দিতে পারি। তবে সমস্যা হচ্ছে অনেকেই জানেন না যে কিভাবে এসব প্রমোশনাল/বিরক্তিকর এসএমএস বন্ধ করতে হয়, তাদের জন্যে আজকের এই আর্টিকেল।

All Sim SMS Off Code


মূলত সিম অপারেটর/কোম্পানিগুলা তারা তাদের সেবা আমাদেরকে জানানোর জন্য নিত্যদিন বিভিন্ন এসএমএস পাঠিয়ে থাকে আর তা হচ্ছে প্রমোশনাল এসএমএস। কিন্তু তাদের এই ম্যাসেজ যখন দিনে অনেকবার আসে তখন আমাদের কাছে বিরক্তিকর হয়ে উঠে। আর সে জন্যে আমরা সবাই চাই এসব ম্যাসেজ যেন আমাদের মোবাইলে না আসে। ‍কিন্তু অনেকে জানে না এগুলা কিভাবে বন্ধ করতে হয়, যার জন্যে অনেকে নিকস্থ মোবাইল ফেক্সিলোড দোকানে গিলে সহযোগিতা চায়। কিন্তু আপনি ঘরে বসে এখন এসব বিরক্তিকর ম্যাসেজগুলা বন্ধ করে রাখতে পারবেন, কিভাবে যেকোন সিমের এসব এসএমএস বন্ধ করবেন তার বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হলো।


প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম :

গ্রামীণফোন (জিপি) সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম : গ্রামীণফোনে প্রমোশনাল/বিরক্তিকর এসএমএস বন্ধ করার জন্যে মোবাইল থেকে ডায়াল করুন *১২১*১১০১#। ডায়াল করার পর গ্রামীণফোনে আসা সকল এসএমএস খুব সহজে আপনি বন্ধ করে নিতে পারবেন।



বাংলালিংক (BL) সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম : বাংলালিংক সিমে প্রমোশনাল/বিরক্তিকর এসএমএস বন্ধ করার জন্যে মোবাইল থেকে ডায়াল করুন *১২১*৮*৬#। ডায়াল করার পর বাংলালিংকে আসা সকল এসএমএস খুব সহজে আপনি বন্ধ করে নিতে পারবেন।


রবি ও এয়ারটেল সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম : রবি সিমে প্রমোশনাল/বিরক্তিকর এসএমএস বন্ধ করার জন্যে মোবাইল থেকে ডায়াল করুন *৭#। ডায়াল করার পর নতুন একটি পেজ দেখতে পাবেন, তাতে ২ লিখে রিপ্লাই করলে রবি সিমে আসা সকল এসএমএস খুব সহজে আপনি বন্ধ করে নিতে পারবেন। (একই পদ্ধতিতে আপনি এয়ারটেল সিমের বিরক্তিকর এসএমএসও বন্ধ করে রাখতে পারবেন)।

টেলিটক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম : অন্যান্য সকল সিমের চেয়ে টেলিটক সিম অনেকটা আলাদা, কেননা দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর হচ্ছে এই টেলিটক সিম। টেলিটক সিমে খুব বেশি প্রমোশনাল/বিরক্তিকর এসএমএস আসে না। যেহেতু টেলিটক থেকে বেশি প্রমোশনাল এসএমএস আসে না তাই টেলিটকের প্রমোশনাল এসএমএস বন্ধ করার প্রয়োজন হয়না। তবে এখন পর্যন্ত টেলিটক প্রমোশনাল এসএমএস বন্ধ করার সুবিধা নিয়ে আসে নি। যদি পরবর্তীতে টেলিটক প্রমোশনাল এসএমএস বন্ধ করার সুবিধা আনে তাহলে আপনাদের জানানো হবে।

আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার সিম থেকে একটি মাত্র কোড ব্যবহার করে এসব বিরক্তিকর এসএমএস বন্ধ করে রাখতে পারবেন, যেকোন সিমের নিত্যনতুন অফার জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments