বিজয় বায়ান্নোর মাধ্যমে বাংলা স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ ও সংশোধক বর্ণ লেখার উপায় - bijoy bayanno

কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যারটি হচ্ছে বিজয় বায়ান্নো। যারা বিজয় বায়ান্নোর মাধ্যমে বাংলা শিখতে চাচ্ছেন তাদের জন্যে আজকের এই আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলে আমি বিজয় বায়ান্নোর মাধ্যমে বাংলা স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ ও সংশোধক বর্ণ লেখার উপায় তুলে ধরার চেষ্টা করব। আশা আপনাদের কাজে লাগবে। তো চলুন জেনে নেওয়া যাক।


বিদ্রঃ মোবাইলের মাধ্যমে দেখতে হলে গুগল ক্রোম থেকে প্রথমে ডেক্সটপ মোডটি চালু করে নিন। তাহলে টেবিলের সকল লেখাগুলা ভালো ভাবে দেখতে পারবেন।

স্বরবর্ণ লেখার নিয়ম :


বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে। বিজয় বায়ান্নোর মাধ্যমে স্বরবর্ণ লেখার উপায় নিচে তুলে ধরা হলো, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বরবর্ণগুলা লেখার সময় শুধুমাত্র ‘অ,ও’ বাদে বাকি ০৯টি বর্ণ লেখার সময় শুরুতে G বাটন চাপতে হবে।

স্বরবর্ণ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

 

স্বরবর্ণ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

Shift+F

অনেক

G+A

ঋতু

G+F

আলাপ

G+C

একতা

G+D

ইলিশ

G+(Shift+C)

ঐক্য

G+(Shift+D)

ঈগল

X

ওজন

G+S

উট

G+(Shift+X)

ঔষুধ

G+(Shift+S)

ঊষা

 


 

 



স্বরবর্ণের সংক্ষিপ্তরূপ লেখার নিয়ম :

বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ থাকলেও তার সংক্ষিপ্তরূপ রয়েছে ১০টি। বিজয় বায়ান্নোর মাধ্যমে স্বরবর্ণের সংক্ষিপ্তরূপ লেখার উপায় নিচে তুলে ধরা হলো। “” বাদে বাকি সবগুলা স্বরবর্ণের সংক্ষিপ্তরূপ রয়েছে।

স্বরবর্ণ

সংক্ষিপ্ত

রূপ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

 

স্বরবর্ণ

সংক্ষিপ্ত

রূপ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

F

কা

A

কৃ

ি

D

কি

C

কে

Shift+D

কী

Shift+C

কৈ

S

কু

C+Shift+F

কো

Shift+S

কূ

C+Shift+X

কৌ

                                                                                         

ব্যাঞ্জনবর্ণ লেখার নিয়ম :


বাংলা ভাষায় মোট ৩৯টি ব্যাঞ্জনবর্ণ রয়েছে। ৩৯ টি ব্যাঞ্জনবর্ণের মধ্যে ৪টি সংশোধক বর্ণও রয়েছে, তা হলো : ৎ, ং, ঃ, ঁ। বিজয় বায়ান্নোর মাধ্যমে ব্যাঞ্জনবর্ণ লেখার উপায় নিচে তুলে ধরা হলো।

ব্যাঞ্জনবর্ণ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

 

ব্যাঞ্জনবর্ণ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

J

কলম

R

পাতা

Shift+J

খন্ড

Shift+R

ফুল

O

গরু

H

বই

Shift+O

ঘর

Shift+H

ভ্লগ

Q

ব্যাঙ

M

ময়না

Y

চশমা

W

যব

Shift+Y

ছাতা

V

রৌদ্দ

U

জবা

Shift+V

লেবু

Shift+U

ঝর্ণা

Shift+M

শশা

Shift+I

মিঞা

Shift+N

ষাঁড়

T

টাকা

N

সঠিক

Shift+T

ঠেলাগাড়ি

I

হাত

E

ডিম

P

গাড়ি

Shift+E

ঢাকা

Shift+P

আষাঢ়

Shift+B

হরিণ

Shift+W

পায়রা

K

তাল

\ (খন্ড ত)

মৎস্য

Shift+K

থানা

Shift+Q (অনুঃস্বর)

উপসংহার

L

দাঁত

Shift+\ (বিসর্গ)

দুঃখ

Shift+L

ধান

Shift+7 (চন্দ্রবিন্দু)

চাঁদ

B

নতুন

 

 

 

 



অন্যান্য সংশোধক বর্ণ :

স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ ছাড়াও আরো বেশ কয়েকটি বর্ণ রয়েছে যা আমাদের অদৃশ্যভাবে সহযোগিতা করে থাকে, তার লিস্ট দেওয়া হলো।

বর্ণ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

 

বর্ণ

বোতামে বর্ণের অবস্থান

উদাহরণ

রেফ (র্)

Shift+A

বর্ণ

র-ফলা (্র)

Z

সহস্র

হসন্ত (্)

G

ক্লান্ত

য-ফলা (্য)

Shift+Z

ব্যাঞ্জন

দাড়ি (।)

Shift+G

আমার।

 

 

 

 


আশা করি আজকের পর থেকে বিজয় বায়ান্নো দিয়ে স্বরবর্ণ, ব্যাঞ্জবর্ণ ও সংশোধক বর্ণ লিখতে গেলে কোন সমস্যা সম্মুখীন হবেন না। বিজয় বায়ান্নো নিয়ে যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন। বিজয় বায়ান্নো সম্পর্কে ঘরে বসে অফলাইনে বিস্তারিত জানতে আমার লেখাবিজয় বায়ান্নো শিখি বইটি পেতে এখনি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

Post a Comment

0 Comments