কম্পিউটারে ইংরেজী টাইপিং সবাই কমবেশি করতে পারে কিন্তু বাংলা টাইপিং করাটা অনেকের কাছে কষ্টসাধ্য, আর তা যদি বিজয় বায়ান্নোর মাধ্যমে হয় তাহলে তো দেখা যায় অধিকাংশ মানুষ বাংলা টাইপিং করতে ভয় পায়। কিন্তু বিশ্বাস করুন যখন বিজয় বায়ান্নোর মাধ্যমে আপনি বাংলা টাইপিং শিখে নিতে পারবেন তখন আপনার কাছে বাংলা টাইপিং করাটা ইংরেজীর মতোই সহজ হয়ে যাবে। অনেকে বলেন অভ্র শিখলে হবে না ? শিখে রাখুন সমস্যা নাই, কিন্তু প্রফেশনাল যেকোন কাজের ক্ষেত্রে বিজয় ব্যবহার করা হয়ে থাকে, তাই বিজয়কে প্রাধান্য দিন। যারা বিজয় দিয়ে নতুন টাইপিং শিখতে ইচ্ছুক কিন্তু টাইপিং শেখার কোন গাইডলাইন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি নিয়ে এসেছি “বিজয় বায়ান্নো শিখি” এই ছোট্ট বইটি। Toki Unlimited এর পক্ষ থেকে “বিজয় বায়ান্নো শিখি” বইটি নতুদের জন্য আমার দেওয়া ছোট্ট একটি উপহার।
এই বইটিতে আপনি যে সমস্ত বিষয় জানতে পারবেন :
- বিজয় বায়ান্নো কি ?
- বিজয় কি-বোর্ড থেকে বাংলা লেখার সেটআপ
- কি-বোর্ড দিয়ে লেখার কৌশল
- বিজয় কি-বোর্ড দিয়ে বাংলা টাইপ করার নিয়ম
- স্বরবর্ণ ও স্বরবর্ণের সংক্ষিপ্তরূপ লেখার নিয়ম
- ব্যাঞ্জনবর্ণ লেখার নিয়ম
- অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ
- কম্পিউটারে বাংলা ও ইংরেজী টাইপিং স্পিড প্রসঙ্গ
- কম্পিটার টাইপিং স্পিড দ্রুত করার নিয়ম
বইয়ের নাম - ‘বিজয় বায়ান্নো শিখি’
লেখা - মোঃ বিল্লাল হোসেন
সর্বশেষ সংস্করণ - আগস্ট ২০২৩
বইটি সম্পূর্ণ ফ্রি
ভার্সন - ৮.২৩ (পরবর্তী আপডেটে আরো নতুন নতুন তথ্য সংযোজন করা হবে)
বইটি ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।
File Type: বিজয় বায়ান্নো শিখি (মোঃ বিল্লাল হোসেন)
মানুষ মাত্রই ভুল, যদি বইয়ে আমার লেখায় কোন ভুল হয়ে থাকে তাহলে তা ক্ষমাদৃষ্টিতে দেখবেন। ভুল সংশোধনের ক্ষেত্রে আমাকে মেইল করুন। এরকম প্রয়োজনীয় নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji