“বিজয় ৫২” হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটারে প্রফেশনাল ভাবে বাংলা লেখা হয়ে থাকে। আমরা যারা বাংলা ভাষাভাষী জনগণ রয়েছি আমাদেরকে কাজের ক্ষেত্রে কম্পিউটারে বাংলা লেখার জন্যে বিজয় বায়ান্নো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু যারা নতুন কম্পিউটার ব্যবহারকারী আছেন তারা অনেকে জানে না যে কিভাবে বিজয় বায়ান্নো ডাউনলোড করতে হয়, আবার অনেকে আছে ডাউনলোড করতে পারলেও Activation Code এর জন্যে ব্যবহার করতে পারে না। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের বিজয় বায়ান্নো সফটওয়্যার এর পাশাপাশি কোডটিও ফ্রিতে দিয়ে দিব।
বিজয় ৫২ ডাউনলোড : (আপাতত লিংকটি থেকে ডাউনলোড করার অপশন বন্ধ করা আছে, খুব শীঘ্রই চালু করা হবে, আমাদের সাথেই থাকুন)
প্রথমে নিচের লিংক থেকে সরাসরি বিজয় ৫২ সফটওয়্যার এর জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। (ডাউনলোড করতে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে)
File Type: বিজয় বায়ান্নো সফটওয়্যার
0 Comments
post a comment
Emoji