থাকছে না আর ৩ ও ১৫ দিন মেয়াদী ইন্টারনেট ডেটা প্যাকেজ - বিস্তারিত দেখুন

আগামী ১৫ অক্টোবর ২০২৩ থেকে মোবাইল ব্যবহারকারীরা ৩ ও ১৫ দিন মেয়াদের কোন ডেটাপ্যাক কিনতে পারবে না এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিটিআরসি কর্তৃপক্ষ। বিটিআরসি নির্দেশে এইসব ডেটাপ্যাকগুলা বন্ধ করে দিবে।

থাকছে না আর ৩ ও ১৫ দিন মেয়াদী ইন্টারনেট ডেটা প্যাকেজ

যেসকল মোবাইল ব্যবহারকারীরা ৩ ও ১৫ দিন মেয়াদী ডেটাপ্যাক ব্যহার করতে পছন্দ করেন, তাদের জন্য রয়েছে হতাশার খবর। আগামী ১৫ অক্টোবর ২০২৩ থেকে ৩ ও ১৫ দিন মেয়াদের ডেটাপ্যাকগুলা বন্ধ করে দেওয়া হবে।যার বিপরীতে শুধুমাত্র ৭ ও ৩০ দিন মেয়াদি ইন্টারনেট ডেটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন মোবইল ব্যবহারকারীরা। থাকছে অনির্দিষ্টকাল মেয়াদে ডেটা প্যাকেজ কেনার সুবিধাও


মোস্তাফা জব্বার জানান, গ্রাহকদের তিনদিন মেয়াদের জন্য মোবাইল অপারেটেরগুলা যে পরিমাণ ডেটা অফার করে একই পরিমাণ ডেটা তিনদিন মেয়াদের পরিবর্তে সাতদিনের মেয়াদে করা হবে। এর ফলে গ্রাহকরা অধিক সময়সীমার মধ্যে ডেটা খরচ করার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, একই সঙ্গে ডাটা বিভ্রান্তি কমাতে বিদ্যমান তিনদিন, সাতদিন, পনেরদিন ও ত্রিশদিনের পরিবর্তে প্যাকেজের মেয়াদ সাতদিন, ত্রিশদিন ও আনলিমিটেড করা হবে। প্যাকেজের সর্বোচ্চ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নিয়ে আসা হবে।

বিটিআরসি’র এই সিদ্ধান্তে আপনার মতামত কী ? আপনার সিদ্ধান্ত আমাদের সাথে শেয়ার করতে এখনি কমেন্ট করুন। আর এরকম নিত্যনতুন যেকোন তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments