ফেসবুক গ্রুপ বড় করার উপায়, ফেসবুক গ্রুপে মেম্বার বৃদ্ধির উপায়

বর্তমান সময়ে কমবেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকে। এদের মধ্যে অনেকে আবার ফেসবুকে বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ তৈরী করে থাকে। যারা নতুন গ্রুপ তৈরী করে তারা গ্রুপগুলাতে সদস্য বৃদ্ধি করার সঠিক উপায় না জানার জন্যে গ্রুপগুলা ঠিকমতো বড় করতে পারে না। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ফেসবুক গ্রুপ বড় করতে অর্থাৎ তাতে মেম্বার বৃদ্ধির বেশ কিছু উপায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

toki unlimited

ফেসবুক গ্রুপ হচ্ছে ফেসবুকের এমন একটি সিস্টেম যেখানে একসাথে অনেক মানুষ তাদের ফেসবুক আইডি দিয়ে যুক্ত হয়। ফেসবুক গ্রুপে মানুষ জয়েন হয়ে সেখানে পোস্ট করার মাধ্যমে সেই গ্রুপের সকলের সামনে তার পোস্ট দেখাতে পারে। যখন আপনি কোন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন তখন সেই গ্রুপে থাকা সকল মেম্বার আপনার পোস্ট দেখতে পারবে। যদি আপনার একটি ফেসবুক গ্রুপ থেকে থাকে তাহলে আপনি নিশ্চই সেই ফেসবুক গ্রুপটি বড় করতে চাইবেন। ফেসবুক গ্রুপে মেম্বার বৃদ্ধি করার মাধ্যমে সেই ফেসবুক গ্রুপ বড় করা যায়। তবে অনেকেই আছেন যারা ফেসবুক গ্রুপ বড় করার তেমন উপায় জানে না। যদি আপনি ফেসবুক গ্রুপে মেম্বার বৃদ্ধি করার নিয়ম না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। 

ফেসবুক গ্রুপ বড় করার উপায়

ফেসবুক গ্রুপ বড় করার সুবিধা অনেক। যদি আপনার ফেসবুক গ্রুপ থাকে তাহলে আপনি নিশ্চয়ই সেই ফেসবুক গ্রুপ বড় করতে চাইবেন। কারণ ফেসবুক গ্রুপ বড় করলে সেই গ্রুপে অনেক মেম্বার থাকে এবং গ্রুপটি মানুষের মাঝে জনপ্রিয় হয়ে যায়। এছাড়াও যে উদ্দেশ্যে ফেসবুকে গ্রুপ তৈরি করা হয় সেই উদ্দেশ্যে পূরণ করার জন্য ফেসবুক গ্রুপ বড় করার প্রয়োজন হয়ে থাকে। যেমন, আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার জন্য একটি ফেসবুক গ্রুপ খুলেছেন। এখন যদি আপনার ফেসবুক গ্রুপ বড় না হয় অর্থাৎ আপনার ফেসবুক গ্রুপে মেম্বার কম থাকে তাহলে আপনি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। কিন্তু যদি আপনার ফেসবুক গ্রুপ বড় হয় অর্থাৎ আপনার ফেসবুক গ্রুপে বেশি মেম্বার থাকে তাহলে আপনি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। 



ফেসবুক গ্রুপ বড় করতে আমাদের বেশ কিছু উপায় অবলম্বন করতে হবে। আর উক্ত উপায়সমূহ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক ফেসবুক গ্রুপ বড় করার উপায় সমূহ।

ফেসবুক গ্রুপের সঠিক নাম নির্বাচন করা : ফেসবুক গ্রুপ বড় করার প্রথম উপায়টি হচ্ছে গ্রুপের নাম এমন দিতে হবে, যা আমি উক্ত গ্রুপে করতে চাচ্ছি। যেমন মনে করুন, আমি ব্লগিং নিয়ে ফেসবুক গ্রুপ খুলতে চাচ্ছি তাহলে আমাকে ব্লগিং রিলেটেড নাম রাখতে হবে, তা না রেখে যদি আমি ফানি বা অন্য কোন নাম রাখি তাহলে কিন্তু উক্ত গ্রপে কোন ব্লগার যুক্ত হতে চাইবে না, বা কেউ ব্লগিং নিয়ে পোস্ট করবে না। তাই গ্রুপ বড় করতে হলে আমাদের প্রথমে কি নিয়ে গ্রুপ তৈরী করতে চাচ্ছি সে রিলেটেড নাম রাখতে হবে। 

ফেসবুক গ্রুপে ডিসক্রিপশন যুক্ত করা : আপনার ফেসবুক গ্রুপে অবশ্যই ডিসক্রিপশন যুক্ত করুন। ডিসক্রিপশন এ আপনার ফেসবুক গ্রুপ রিলেটেড সকর তথ্য লিখে রাখুন। মানুষ আপনার ফেসবুক গ্রুপের ডেসক্রিপশন পড়ে সেই ফেসবুক গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। 



ফেসবুক গ্রুপে কভার ফটো যুক্ত করা : একটি ফেসবুক গ্রুপ কি রিলেটেড তা ছবির মাধ্যমে খুব সহজে ভালো ভাবে ফুটিয়ে তোলা যায়। তাই ফেসবুক গ্রুপ বড় করতে ফেসবুক গ্রুপের কভার ফটো অনেক ভূমিকা পালন করে থাকে। এমন ভাবে ফটোটি তৈরী করুন যেন, এক দেখাতে মানুষ বুঝতে পারে গ্রুপটি কি সম্পর্কিত। 

গ্রুপের লিংক শেয়ার ও মেনশন করা : ফেসবুক গ্রুপের মেম্বার বৃদ্ধি করার জন্য ফেসবুক গ্রুপের লিংক বেশি বেশি শেয়ার করুন, বিভিন্ন পোস্ট ও কমেন্টে বন্ধুদের মেনশন করুন। 

ফেসবুক গ্রুপে সঠিক মডারেটর যুক্ত করা : অনেক সময় আপনি ব্যস্ততার কারণে আপনার ফেসবুক গ্রুপে সময় দিতে পারবেন না। যদি আপনি ব্যস্ত থাকেন এবং সেই সময় কেউ ফেসবুক গ্রুপে পোস্ট করে সমাধান না পায় তাহলে আপনার গ্রুপ সম্পর্কে তার একটি খারাপ ধারণা তৈরি হবে। এই কারণে অবশ্যই আপনার ফেসবুক গ্রুপে মডারেটর নিয়োগ দিবেন। মডারেটর আপনার ফেসবুক গ্রুপ দেখাশোনা এবং গ্রুপের মেম্বারদের সহযোগিতা করবে। এতে আপনার ফেসবুক গ্রুপের মেম্বার দ্রুত সমাধান করে আপনার ফেসবুক গ্রুপ সম্পর্কে তাদের একটি ভালো ধারণা তৈরি হবে। এভাবে ফেসবুক গ্রুপে সঠিক মডারেটর যুক্ত করার মাধ্যমে ফেসবুক গ্রুপ বড় করতে পারবেন।

ফেসবুক গ্রুপে পুরস্কারের আয়োজন করা : ফেসবুক গ্রুপে পুরস্কারের আয়োজন করে সেই ফেসবুক গ্রুপে অনেক মেম্বার বাড়ানো যায়। আপনারা চাইলে আপনাদের ফেসবুক গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে পারেন। এই কাজের জন্য আপনি আপনার ফেসবুক গ্রুপে বলে দিবেন "পরবর্তী এক মাসের মধ্যে সর্বোচ্চ লাইক, কমেন্ট, পোস্ট এবং ইনভাইট করা প্রথম পাঁচ জন ব্যক্তিকে পুরস্কার দেয়া হবে। এই ঘোষণা শোনার পর আপনার গ্রুপের মেম্বাররা পুরস্কারের জন্য লাইক, কমেন্ট, পোস্ট এবং মেম্বার ইনভাইট করা শুরু করবে। এতে আপনার ফেসবুক গ্রুপে এক মাসের মধ্যেই অনেক মেম্বার যুক্ত হবে। এভাবে ছোটখাটো পুরস্কারে আয়োজন করার মাধ্যমে ফেসবুক গ্রুপ বড় করতে পারবেন। 



ফেসবুক গ্রুপে ট্যাগ ব্যবহার করা : ফেসবুক গ্রুপে ট্যাগ ব্যবহার করার মাধ্যমে সেই ফেসবুক গ্রুপ বড় করতে পারবেন। আপনার যে বিষয়ে ফেসবুক গ্রুপ আপনি সেই বিষয়ে আপনার ফেসবুক গ্রুপে ট্যাগ ব্যবহার করুন। যেমন মনে করুন, আপনি এডুকেশন রিলেটেড ফেসবুক গ্রুপ খুলেছেন। এখন আপনি আপনার ফেসবুক গ্রুপে #Education #শিক্ষা এরকম ট্যাগ ব্যবহার করতে পারেন। এতে কেউ যদি সেই ট্যাগ লিখে সার্চ করে তাহলে আপনার গ্রুপ খুব সহজেই তার সামনে আসবে এবং খুঁজে পাবে। 

ফেসবুক গ্রুপে নিয়মিত পোস্ট করা : ফেসবুক গ্রুপে মেম্বার বৃদ্ধি করার সব থেকে কার্যকর পদ্ধতি হচ্ছে নিয়মিত পোস্ট করা। নিয়মিত ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে আপনাদের ফেসবুক গ্রুপ এক্টিভ রাখতে পারবেন। আপনার ফেসবুক গ্রুপ যত একটিভ থাকবে তত দ্রুত সেই ফেসবুক গ্রুপ বড় হবে। এছাড়াও যখন আপনার ফেসবুক গ্রুপে কোন মেম্বার পোস্ট করবে তখন সেই প্রশ্নের কমেন্টে দ্রুত সমাধান দেয়ার চেষ্টা করবেন। এতে আপনার গ্রুপের মধ্যে মানুষের আস্থা বেড়ে যাবে এবং মেম্বার বৃদ্ধি পাবে। 



এই ছিল ফেসবুক গ্রুপ বড় করার উপায়সমূহ। আপনি যদি উপরোক্ত উপায়গুলা যথাযথ ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে খুব কম সময়ে ফেসবুক গ্রুপ বড় করে নিতে পারবেন। ফেসবুক সহ যেকোন সোশ্যাল মিডিয়ার নিত্যনতুন তথ্য জানতে আমাদের সাতে থাকুন। 

Post a Comment

0 Comments