ধাঁধা পড়তে ও জানতে যেমন ভালো লাগে তেমনি কেউ প্রশ্ন করলে তার সঠিক উত্তরটা দিতে পারলেও আমাদের অনেক ভালো লাগে। যারা Dhadha জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। ধাঁধা মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা Dhadha অনেক পছন্দ করে। প্রতিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলা নতুন নতুন মজার সব ছোট ছোট ধাঁধা।
ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।
বাংলা নতুন নতুন মজার সব ধাঁধা। অদ্ভুত কঠিন ধাঁধার আসর
Gugli Dhadha : কোন মা থাকে নাকের পরে ?
উত্তর : চশমা
Gugli Dhadha : কোন ছানা খায় না?
উত্তর : বিছানা
Gugli Dhadha : কোন শহর কে খুলা মানা?
উত্তর : খুলনা
Gugli Dhadha : কোন গুণ পুড়িয়ে খায়?
উত্তর : বেগুন
Gugli Dhadha : কোন ব্যাংকে টাকা রাখে না?
উত্তর : ব্লাড ব্যাংক
Gugli Dhadha : কোন আম খায় না?
উত্তর : ব্যায়াম
Gugli Dhadha : কোন জামা গায়ে দেয় না?
উত্তর : পায়জামা
Gugli Dhadha : কোন ডিম দেখা যায় না?
উত্তর : ঘোড়ার ডিম
Gugli Dhadha : কোন লেট ভাল লাগে?
উত্তর : চকলেট
গুগলি ধাঁধা : কোন নুন গরম হয়
উত্তর : উনুন
গুগলি ধাঁধা : কোন ধান পড়তে লাগে?
উত্তর : অভিধান
গুগলি ধাঁধা : কোন বরের গায়ে গন্ধ?
উত্তর : গোবর
গুগলি ধাঁধা : কোন পান খায় না?
উত্তর : জাপান
গুগলি ধাঁধা : কোন গজ লিখতে লাগে?
উত্তর : কাগজ
গুগলি ধাঁধা : কোন কোলে বসে না?
উত্তর : নারকোল
গুগলি ধাঁধা : কোন বর কে সবাই কে চায়?
উত্তর : খবর
হাসির ধাঁধা : কোন চা খায় না?
উত্তর : খাঁচা
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
হাসির ধাঁধা : কোন চা বসতে লাগে?
উত্তর : মাচা
হাসির ধাঁধা : গানের কোনটা গাছে ধরে?
উত্তর : তাল
হাসির ধাঁধা : কোন ভাত সকালে দেখে?
উত্তর : প্রভাত
হাসির ধাঁধা : কোন রাণী পুরুষও হয়?
উত্তর : কেরানী
হাসির ধাঁধা : কোন দেশে মাটি নেই?
উত্তর : সন্দেশ
হাসির ধাঁধা : কোন টিয়া ডাকে না?
উত্তর : খাটিয়া
ধাঁধা : কোন চিল উরে না?
উত্তর : পাঁচিল
হাসির ধাঁধা : কোন মাছি উড়ে না?
উত্তর : ঘামাচি
হাসির ধাঁধা : কোন উল বোনে না?
উত্তর : বাউল
ধাঁধা প্রশ্ন : কোন গান গাওয়া যায় না?
উত্তর : বাগান
ধাঁধা প্রশ্ন : কোন টেবিলে পা নেই?
উত্তর : টাইম টেবিল
ধাঁধা প্রশ্ন : চটপট বলে ফেল, ঝাল কোন দেশ?
উত্তর : শ্রীলঙ্কা
ধাঁধা প্রশ্ন : কোন চোর চুরি করে না?
উত্তর : এঁচোড়
ধাঁধা প্রশ্ন : প্রাণী এবং কৃ্ষ্ণ-পিতার পেটের মাঝে ‘না’ পাঁচ অক্ষরে কোন সে কবি বলতে পারো তা।
উত্তর : জীবনানন্দ দাশ
ধাঁধা প্রশ্ন : বাপের দেওয়া নামে তেমন নেই কো পরিচিতি গুরুর দেওয়া নামে তাঁহার বিশ্বজোড়া খ্যাতি ভিখারি বেশ, কিন্তু পায়ে রাজারা লুটায়, তাঁর প্রসাদে বিশ্ব ভারত শ্রেষ্ঠ আসন পায়।
উত্তর : স্বামী বিবেকানন্দ
ধাঁধা প্রশ্ন : ইংরেজিতে নতুন লিখে পাশে ওজন মান বিখ্যাত এক বিজ্ঞানীকে অমনি খুজে পান।
উত্তর : নিউটন
ধাঁধা প্রশ্ন : বনের সঙ্গে গ্রাম, বল স্টেশনের নাম?
উত্তর : বনগাঁ
ধাঁধা প্রশ্ন : কোন চুড়ি খেতে ভাল?
উত্তর : খিচুড়ী
ধাঁধা প্রশ্ন : কোন জিনিস টানলে কমে?
উত্তর : সিগারেট
নতুন ধাঁধা : কোন জিনিস দিলে বাড়ে?
উত্তর : বিদ্যা
নতুন ধাঁধা : কোন বিলে জল নেই?
উত্তর : টেবিল
নতুন ধাঁধা : কোন বাসে মৌমাছি আসে?
উত্তর : সুবাসে
নতুন ধাঁধা : কোন পথে যেতে নেই?
উত্তর : বিপথে
নতুন ধাঁধা : কোন তাসা বাজে না?
উত্তর : বাতাসা
নতুন ধাঁধা : কোন হাঁস ডিম পারে না?
উত্তর : ইতিহাস
নতুন ধাঁধা : কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তর : পুকুর
নতুন ধাঁধা : কোন গ্রামে মানুষ নেই?
উত্তর : টেলিগ্রাম
নতুন ধাঁধা : কোন রাজধানী পাট ছাড়া?
উত্তর : পাটনা
নতুন ধাঁধা : চোর নয় ডাকাত নয় তবু কয়েদ ঘরে সময় মতো ঘাড় ধরে তার মুখ ঘষে খুব করে?
উত্তর : দিয়াশালাই
নতুন ধাঁধা : বোর মধ্যে লাগিয়ে ‘ক’ স্বর্ণ নিয়ে ওর কাছে চ।
উত্তর : সেকরা
নতুন ধাঁধা : দীক্ষা দেন না এমন গুরু মন্ত্র দেন কানে তবু তাকে গুরু বলেই অনেক লোকে যানে।
উত্তর : কবি গুরু
নতুন ধাঁধা : বলতে পারো কোন সে কবি বাংলা গজল গায় নলের ভিতর বউকে রেখে নামটি জানা যায়।
উত্তর : কাজী নজরুল ইসলাম
নতুন ধাঁধা : বাতের স্বামী তিনি আছেন বিভোর হয়ে কোন কবি গানের ডালায় ভক্তি আনে বয়ে?
উত্তর : রজনীকান্ত সেন
গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji