যেকোন ঔষুধের দামসহ তা ব্যবহার করার সকল উপায় জানুন ঘরে বসে (Patient Aid)

সাধারণত আমরা যখন কোন হাসপাতাল বা ফার্মেসীর নিকট হতে ঔষুধ নিয়ে থাকি তখন তার কিন্তু সঠিক দাম জানি না। ডাক্তার বা দোকানদার যা বলে তাই দিয়ে কিন্তু আমাদের ঔষুধ কিনতে হচ্ছে। তার কারণ, ঔষুধের মধ্যে কোন মূল্য দেওয়া থাকে না। আর এই সুযোগে কিছু অসাধু লোক ২টাকার ঔষুধ ৩-৫টাকা পর্যন্ত বিক্রি করছে। দিনের পর দিন সাধারণ মানুষদের ঠকিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কি কোন ভাবে এই প্রতারনা থেকে মুক্তি পাব না। অবশ্যই পাবেন, তার জন্যে আমাদের সাহায্যে করবে, Patient Aid নামক একটি অ্যাপ। যার মাধ্যমে আমরা জেনে নিতে পারব আমাদের ক্রয় করা ঔষুদের সঠিক দাম কত। শুধু ঔষুধের দামই নয়, দামের পাশাপাশি জানতে পারবেন, উক্ত ঔষুধ ব্যবহারের সকল উপায় ঘরে বসে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ঔষুধের দামসহ তা ব্যবহার করার সকল উপায়

যেকোন ঔষুধের দামসহ তা ব্যবহার করার সকল উপায় জানার জন্যে প্রথমে আমাদেরকে প্লে-স্টোর থেকে Patient Aid নামক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অথবা নিচের দেওয়া লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিন।



অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, তা ওপেন করুন। ওপেন করার পর ঠিক নিচের ছবিটির মতো দেখতে পাবেন। যেখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, তার মধ্যে থেকে ঔষুধ সার্চ করুন এই অপশনে ক্লিক করুন। 



ঔষুধ সার্চ করুন এই অপশনে ক্লিক করার পর আপনি যে ঔষুদের মূল্য জানতে চাচ্ছেন তা সার্চ বক্সে লিখুন। এখানে আমি “CTZ” নামক একটি ঔষুধের/ট্যাবলেটের নাম লিখার সাথে সাথে কিন্তু এই ঔষুধের নামটি চলে এসেছে। এখন নামটির উপরে ক্লিক করুন। 




ঔষুধের নামের উপর ক্লিক করার পর আপনি উপরের দিকে ঔষুধের মূল্য দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন “CTZ” নামক ঔষুধটির প্রতি পিস ট্যাব মাত্র ২টাকা করে। দামের পাশাপাশি এই ঔষুধটি কোন কোম্পানির সেটাও আপনি জেনে নিতে পারবেন। দামের নিচে দেখতে পারবেন আরো অনেকগুলা অপশন যেখানে উল্লেখ করা আছে আপনি উক্ত ঔষুধটি কিভাবে ব্যবহার করবেন, কেন ঔষুধটি ব্যবহার করা প্রয়োজন ইত্যাদি। আপনার প্রয়োজনীয় যা কিছু জানা দরকার তা জেনে নিতে পারবেন।


আজকে শুধুমাত্র এই আর্টিকেলে আমরা ঔষুধের দাম ও তার ব্যবহার করার উপায় জেনেছি। অন্য কোন আর্টিকেলে এই অ্যাপের বিস্তারিত গুরুত্বপূর্ণ সকল তথ্য জানার চেষ্টা করব। নিয়মিত আমাদের সাইটের যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments