এয়ারটেল সিমের প্রয়োজনীয় সব কোড। Airtel Sim Important Code

যারা এয়ারটেল সিম ব্যবহার করেন, তারা প্রত্যেকে এই সিমের ব্যালেন্স, ডাটাপ্যাকসহ প্রয়োজনীয় সকল কিছুর বিস্তারিত তথ্য জানতে চান। এয়ারটেল অ্যাপ ব্যবহারকারী, অ্যাপের মাধ্যমে সকল কিছু জেনে নিতে পারেন। তাদের কোন কোডের প্রয়োজন হয় না। কিন্তু যারা Airtel APP ব্যবহার করেন না, তারা কোডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করে। কিন্তু আপনি যদি এয়ারটেল সিমের দরকারি কোডগুলা না জেনে থাকেন, তাহলে ভালোভাবে কোন কিছু চেক করতে পারবেন না। তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে Airtel সিমের প্রয়োজনীয় সকল কোড শেয়ার করতে যাচ্ছি, তো চলুন জেনে নেওয়া যাক।

এয়ারটেল সিমের প্রয়োজনীয় সব কোড। Airtel Sim Important Code

বর্তমান এয়ারটেল সিম কোম্পানি বা এয়ারটেল সিম সম্পর্কে জানেনা এমন সিম ইউজারকারীর সংখ্যা খুবই কম। বাংলাদেশের যতগুলো বিশ্বস্ত সিম কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম সিম কোম্পানি এই এয়ারটেল। এয়ারটেল সিম পরিচালনা করার জন্য বিভিন্ন কোড রয়েছে। এই কোডগুলো আপনি ব্যবহার করে এয়ারটেল সিমের সকল তথ্য জানতে পারবেন।


নিজের নাম্বার, ব্যালেন্স, ডাটাপ্যাক ও মিনিট এসব চেক করার জন্যে সিম অপারেটরগুলা নির্দিষ্ট কিছু কোড আমাদের দিয়ে দিয়েছে, যেগুলার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন জেনে নিতে পারি। যেমন : এয়ারটেল নিজের ব্যবহৃত সিমের নাম্বার যদি কেউ মুখস্ত করে না রাখতে পারে তাহলে সে *2# ডায়াল করে খুব সহজে নিজের নাম্বার জেনে নিতে পারবে। নিচের টেবিলে এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোডগুলা দেওয়া হলো। 

এয়ারটেল সিমের কোড, Airtel Code, Airtel Sim Code, Airtel Sim, এয়ারটেল সিমের গুরুত্বপূর্ণ কোড, গোপন কোড, ইমার্জেন্সী কোড, এয়ারটেল ইমার্জেন্সী কোড, ফ্রি এমবি কোড।

এয়ারটেল ব্যবহারকারী : কোড
নিজের নাম্বার দেখতে চাইলে *2#
ব্যালেন্স দেখতে চাইলে *778#
এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার 121
সিমের ডাটা বা ইন্টারনেট দেখতে চাইলে *778*39#, *778*4#
ইন্টারনেট সেটিংস দেখতে চাইলে *140*7#

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড, এয়ারটেল অফার চেক কোড, এয়ারটেল এমবি অফার কোড, এয়ারটেল কার্ড রিচার্জ করার নিয়ম, এয়ারটেল সিমের অফার, Airtel Code, Airtel Sim Code, Airtel Sim, এয়ারটেল সিমের টাকা দেখার কোড, এয়ারটেল মিনিট কোড, এয়ারটেল সিমের অফার, সিমের নাম্বার দেখার কোড, সিমের টাকা কেটে নেওয়ার বন্ধ করার কোড।


আশা করি বুঝতে পারছেন, উপরোক্ত কোডগুলার মাধ্যমে আপনি আপনার Airtel মোবাইল নাম্বার সহ, ব্যালেন্স, ডাটাপ্যাক ও মিনিট চেক করে নিতে পারবেন। এসব কোড ছাড়াও যদি আপনার অন্যকোন কোডের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান।

Post a Comment

0 Comments