বাংলা নতুন নতুন মজার সব ধাঁধা। অদ্ভুত কঠিন ধাঁধার আসর

ধাঁধা পড়তে ও জানতে যেমন ভালো লাগে তেমনি কেউ প্রশ্ন করলে তার সঠিক উত্তরটা দিতে পারলেও আমাদের অনেক ভালো লাগে। যারা Dhadha জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। ধাঁধা মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা Dhadha অনেক পছন্দ করে। প্রতিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলা নতুন নতুন মজার সব ধাঁধা। 

বাংলা নতুন নতুন মজার সব ধাঁধা। অদ্ভুত কঠিন ধাঁধার আসর

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।


গুগলি ধাঁধা : হাত থাকতেও তালি দিতে পারে না, কে সে ?

ধাঁধার উত্তর : ঘড়ি। 


মজার ধাঁধা : কোন চিল কখনোই উড়ে না ?

ধাঁধার উত্তর : পাঁচিল। 


গুগলি ধাঁধা : আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগ হই, জিনিসটি কি ?  

ধাঁধার উত্তর : মাথায় চুল। 


মজার ধাঁধা : সমুদ্রে জন্মে আমি থাকি লোকের ঘরে আবার একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে, আমি কে বলতো ? 

ধাঁধার উত্তর : লবন। 


গুগলি ধাঁধা : আমরা ২জনই একই মায়ের সন্তান কিন্তু যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না, কেন ?

ধাঁধার উত্তর : বোন বলে। 




মজার ধাঁধা : বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন ?

ধাঁধার উত্তর : পানি। 


গুগলি ধাঁধা : ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে ?

ধাঁধার উত্তর : ডিম। 


মজার ধাঁধা : কোন মূলের ফুল লাল হয় ?

ধাঁধার উত্তর : শিমূল ফুলের।


গুগলি ধাঁধা : ৭ এর আগে ৬ কে কেন থাকতেই হবে ?

ধাঁধার উত্তর : নাহলে সবাই সাত–পাঁচ ভাবতে পারে


মজার ধাঁধা : কোন মাসে আঠাশ দিন আছে ?

ধাঁধার উত্তর : সব মাস‘ই আছে। 


গুগলি ধাঁধা : কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে থাকে ?

ধাঁধার উত্তর : সাত–সতেরো। 


মজার ধাঁধা : কোন দিনটা খুব কাছে কিন্তু কোনো দিন এসে পৌঁছাতে পারে না ?

ধাঁধার উত্তর : আগামীকাল। 




গুগলি ধাঁধা : একবার জন্মায় আবার মরে, আবার জন্মিয়ে তারপর মরে, জিনিসটি কি ? 

ধাঁধার উত্তর : দাঁত।


মজার ধাঁধা : এক ঘরে একটি খাম, বলো তো নাম কি তার ?

ধাঁধার উত্তর : ছাতা। 


গুগলি ধাঁধা : এমন একটি গাই আছে, যা দেই তাই খায় কিন্তু পানি দিলে মরে যায়, জিনিসটি কি?

ধাঁধার উত্তর : আগুন। 


মজার ধাঁধা : আমি হাসাই আবার কাঁদাই, নই আমি প্রাণি। কে সে? 

ধাঁধার উত্তর : সিনেমা।


গুগলি ধাঁধা : আমাকে না পেলে, সবাই হায় হায় করে। ইচ্ছামতো আসি যদি, দেয় আমাকে বিদায় করে। আমি কে ?

ধাঁধার উত্তর : পানি


মজার ধাঁধা : কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউই তা তো দেখে না।

ধাঁধার উত্তর : ডুমুর ফল।


গুগলি ধাঁধা : আমি যাকে মামা বলি বাবাও বলে মামা। ছেলেও তাকে মামা বলে, মাও বলে মামা। মামা টা কে?

ধাঁধার উত্তর : চাঁদ

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

মজার ধাঁধা : কোন ডিমে একেবারেই কোনো পুষ্টি থাকে না ?

ধাঁধার উত্তর : ঘোড়ার ডিমে। 




গুগলি ধাঁধা : কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে কিন্তু মানুষ নেই ?

ধাঁধার উত্তর : মানচিত্রে, ম্যাপে। 


মজার ধাঁধা : কোন টেবিলে পা নেই। 

ধাঁধার উত্তর : টাইম টেবিল। 


গুগলি ধাঁধা : উড়তে পেখম বীর। কিন্তু ময়ূর সে নয়। মানুষ খায় গরুকে খায়, বাঘ সে নয়।

ধাঁধার উত্তর : মশা। 


মজার ধাঁধা : দুটো হাত আছে, একটা গোল মুখ আছে। সব সময় ছুটে চলে, তাও এক পা নড়ে না। জিনিসটি কি ?

ধাঁধার উত্তর : ঘড়ি, সময় ছুটে চলে।


গুগলি ধাঁধা : কোন চুড়ি খাবার হিসেবে খাওয়া যায় ?

ধাঁধার উত্তর : খিচুড়ি।


মজার ধাঁধা : লম্বা ১টা দেহ। মাথায় টিকি আছে। টিকিতে আগুন লাগালে দেহ পুরে যায়। জিনিসটি কি ?  

ধাঁধার উত্তর : মোমবাতি। 


গুগলি ধাঁধা : কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয় ?

ধাঁধার উত্তর : মোচা। 




মজার ধাঁধা : কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি মুখে নেই ? 

ধাঁধার উত্তর : আপনার নিজের নাম। 


গুগলি ধাঁধা : তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।

ধাঁধার উত্তর : বাসন।


মজার ধাঁধা : প্রাণ নাই আবার বন্ধু নয় কিন্তু চলে সাথে সাথে। আলো পেলে তবে চলে দিনে অথবা রাতে।

ধাঁধার উত্তর : ছায়া, মানুষের ছায়া। 


গুগলি ধাঁধা : কোন বিলে জল নেই ?

ধাঁধার উত্তর : টেবিলে জল নেই।


হাসির ধাঁধা : পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। কি তা ? 

ধাঁধার উত্তর : নিঃশ্বাস। 


গুগলি ধাঁধা : দশ দিন না ঘুমিয়ে কীকরে থাকা যায় ?

ধাঁধার উত্তর : রাতে ঘুমিয়ে দিনে জেগে। 


হাসির ধাঁধা : রোজ সকালে কার থেকে মাথা উঠে যায়? যে রাতে আবার ফিরে আসে ?

ধাঁধার উত্তর : বালিশ থেকে। 


গুগলি ধাঁধা : রাজুর বাবার চার ছেলে । এরা হলো রাম, শ্যাম, যদু তাহলে চতুর্থ সন্তানের নাম কি ?

ধাঁধার উত্তর : রাজু। 




হাসির ধাঁধা : নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই বানাবেন ?

ধাঁধার উত্তর : বাম পাশে বসিয়ে। 


গুগলি ধাঁধা : কোন গান গাওয়া যায় না ? 

ধাঁধার উত্তর : বাগান গাওয়া যায় না। 


হাসির ধাঁধা : কী যা শহরের ভিতর দিয়ে যায়। পাহাড়ের মধ্যে দিয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়েও যায়। কিন্তু নরা চড়া করতে পারে না ?

ধাঁধার উত্তর : রাস্তা ঘাট। 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments