কঠিন গুগলি ধাঁধা ও উত্তর। বাংলা কঠিন মজার ধাঁধা। হাসির ধাঁধা

ধাঁধা এমন এক জিনিস যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। Dhadha শুনে মনে হবে, উত্তরটা বোধহয় জানা আছে কিন্তু মনে নেই। আপনারা যারা Dhadha পড়তে ও অন্যকে ধাঁধার মাধ্যমে প্যাঁচে ফেলতে ভালোবাসেন, তাদের জন্যে আজকে আবারও নিয়ে আসলাম কঠিন সব ধাঁধা। মজার মজার সব কঠিন গুগলি ধাঁধা জানুন আজকের এই আর্টিকেলে।

কঠিন গুগলি ধাঁধা ও উত্তর। বাংলা কঠিন মজার ধাঁধা। হাসির ধাঁধা

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

গুগলি ধাঁধা : চার পায়ে বসি আমরা আট পায়ে চলি, বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি। 

উত্তর : পালকি, পাল্কির মধ্যে মানুষ নেওয়াকে বুঝিয়েছে। 


কঠিন ধাঁধা : আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে ?

উত্তর : শূন্য থাকে।


গুগলি ধাঁধা : অনেক বড় আঙিনা। ঝাড় দিয়েও শেষ করা যায় না আবার কতো ফুল ফুটে আছে সেখানে, যার নাই কোনো তুলনা। জিনিসটি কি ?   

উত্তর : আকাশ ও আকাশ ভরা তারা। 


কঠিন ধাঁধা : কোন জামা কেউ কখনো গাঁয়ে দেয় না ?

উত্তর : পায়জামা কেউ গায়ে দেয় না। 


গুগলি ধাঁধা : হাঁড়ির ভিতর বালি, তার ভিতর হাজার ছেলে নাচে। একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার ধাপে। জিনিসটি কি ?  

উত্তর : মুড়ি ভাজার প্রক্রিয়া। 


কঠিন ধাঁধা : আন্ধার ঘরে থাকে নড়াচড়া করে একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। জিনিসটি কি? 

উত্তর : জিহ্বা, মুখের মধ্যে থাকে। 




গুগলি ধাঁধা : কোন জিনিস কাটলে বড় হয় ?

উত্তর : পুকুর কাটলে বড় হয়।


কঠিন ধাঁধা : এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো। কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো ?

উত্তর : লজ্জা, লজ্জা নিজের কাছে থাকাই ভালো।


গুগলি ধাঁধা : বসে না, দাঁড়ায় না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না ঠেকায় তাকে কে। জিনিসটি কি ?

উত্তর : সময়।


কঠিন ধাঁধা : বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায় কিন্তু তার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায় ?

উত্তর : খিচুড়ি, বৃষ্টি হলে খিচুরি খাওয়া হয়। খিচুরির খি বাদ দিলে চুড়ি হয়ে যায়। 


গুগলি ধাঁধা : পাখা ছাড়াই উড়ে চলে, মুখ নাই তবুও সে ডাকে। বুক ছিড়ে আলো ছুটে চিনো তুমি কি তারে ?

উত্তর : উড়োজাহাজ। 


কঠিন ধাঁধা : এমন কোন স্থান আছে যেখানে মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা খুবই সোজা। একটু ভাবলে পেয়ে যাবে দিয়ে মাথা হাত ?

উত্তর : অভিনয় মঞ্চ, এখানে অভিনয়ের খাতিরে যেকাউকে যা কিছু বলা হয়।


গুগলি ধাঁধা : হাত দিলে বন্ধ করে দেয়, খোলে সূর্য দয়ে। ঘোমটা দেওয়া স্বভাব তার মুখটি নাহি তোলে ? 

উত্তর : লজ্জাবতী ফুলগাছ বা লতা।


কঠিন ধাঁধা : খেলে ভরে না পেট তবু খায় সবাই। তার প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় ? 

উত্তর : বাতাস, বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিলে তাস হয়। 




গুগলি ধাঁধা : নয়নে নয়নে থাকে দেখতে হয় সুন্দর,  নয়নকে সুন্দর রাখে নয়নের কেউই নয়। কে সে ? 

উত্তর : কাজল।  


কঠিন ধাঁধা : ফস করে রেগে যায়, ধপ করে জ্বলে। বাক্স এ সারি সারি ঘুমে থাকে পড়ে ? 

উত্তর : দেশলাই।


গুগলি ধাঁধা : দশটি মাথা একটি হাত চলমান তাঁবু। রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু। কে সে ? 

উত্তর : ছাতা। 


কঠিন ধাঁধা : মাথা ৩ টি, মুখ ১ টি। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না। কে সে ?  

উত্তর : মাটির চুলা। আগুন জ্বালিয়ে দিলে জ্বলতেই থাকে। 


গুগলি ধাঁধা : এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার করার। জিনিসটি কি ? 

উত্তর : ঝিনুক, ভেঙ্গে আবাড় গড়ার সাধ্য কারোর নাই। 


কঠিন ধাঁধা : চারি দিকে কাঁটা দিয়ে ঘেরা, আছে মাথায় আবার মুকুট। সে কোন খান সাহেব ? 

উত্তর : আনারস ফল।


গুগলি ধাঁধা : আমার মা যখন যায় তোমার মার পাশে হয়। তখন ২ মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে। কি হয় ?

উত্তর : মামা হয়।


কঠিন ধাঁধা : অক্ষরের এমন একটি দেশ পেট কাটলে আমরা খাই যে বেশ।

উত্তর : আসাম, মাঝের অক্ষর বাদ দিলে আম হয়।


গুগলি ধাঁধা : জলে থাকে তবু মাছ না, তবু মাছ বলে বাজারে বিক্রি হয়।

উত্তর : চিংড়িমাছ, (চিংড়ি পোকা)। 




কঠিন ধাঁধা : গাছ নেই। আছে শুধু পাতা। মুখ নেই, কত কথা জীবন সঙ্গীড় সাথে কয়। জিনিসটি কি ?

উত্তর : বই।


গুগলি ধাঁধা : শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে সে পায় শুধু সম্মান।

উত্তর : হাত পাখা।


কঠিন ধাঁধা : হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।

উত্তর : টাকা।


গুগলি ধাঁধা : তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। আর শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।

উত্তর : আলতা।


কঠিন ধাঁধা : দুই অক্ষরের নাম যার সব যায়গায় রয়। প্রথম অক্ষর বাদ দিলে খাবার হয়। শেষের অক্ষর বাদ দিলে খুব আপনজন হয়।

উত্তর : মাটি – টি, মা।


গুগলি ধাঁধা : যে দেয় সে জানে। যে নেয় সে জানে না। যে জানে সে আবার নেয় না। জিনিসটি কি ?  

উত্তর : মেধা, জ্ঞান। 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

কঠিন ধাঁধা : একজন সাঁতারু সব ভাবে সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। কী ভাবে সম্ভব ?

উত্তর : তার মাথায় একটি চুলও ছিল না। 


গুগলি ধাঁধা : ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী ?

উত্তর : দুটোই সমান, কারণ দুটোই ১ কেজি। 


কঠিন ধাঁধা : এ হে হে তোমার গা ছুঁয়ে গেল কি ?

উত্তর : বাতাস গা দিয়ে বয়ে যায়।




গুগলি ধাঁধা : আমি কাদাঁই, আমি হাসাই, আমি প্রাণি না, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার সব বানী। আমি কে? 

উত্তর : সিনেমা বা নাটক বা কোন ঘটনার দ্বারা তৈরি ভিডিও। 


কঠিন ধাঁধা : কান নাই মাথা নাই, আবার পেট ভরে খায়। কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়। কে আমি ? 

উত্তর : বালিশ। 


গুগলি ধাঁধা : কোন ফলের বীজ নাই বল দেখি ভায়া

উত্তর : নারকেল।


কঠিন ধাঁধা : কোন গাছে মাত্র দুইটি পাতা থাকে ?

উত্তর : চারাগাছে। 


গুগলি ধাঁধা : কোন জিনিসের নাম মুখে নিলেই জিনিসটি ভেঙ্গে যায় ?

উত্তর : নীরবতা। 


কঠিন ধাঁধা : কোন তাল কোনো গাছে ধরে না ?

উত্তর : হরতাল গাছে ধরে না। 


গুগলি ধাঁধা : কোন জিনিস একবার খেলে আর কখনো খেতে চাবেন না যা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়। 

উত্তর : ধোকা খেতে চাবেন না। 


কঠিন ধাঁধা : কোন জিনিস অবিবাহিতদের ৫ টি থাকে এবং বিবাহিতদের ৪ টি থাকে ?

উত্তর : অক্ষর (অবিবাহিত শব্দে ৫ টি এবং বিবাহিত শব্দে ৪টি অক্ষর থাকে)। 


গুগলি ধাঁধা : কার মাথা থাকতেও কোনো বুদ্ধি নেই ?

উত্তর : ছাতা।




কঠিন ধাঁধা : শুধু ওপরে যায় কিন্তু কখনোই নিচে নামে না ?

উত্তর : মানুষের বয়স। 


গুগলি ধাঁধা : দুটি সংখ্যা এক সাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়। সংখ্যা দুটি কি ?

উত্তর : নয়,ছয়। 


কঠিন ধাঁধা : কি শুধু নামতে পারে তবে কখনোই উঠতে পারে না ?

উত্তর : বৃষ্টি, বৃষ্টির পানি। 


গুগলি ধাঁধা : কোন উল গান গাইতে জানে ?

উত্তর : বাউল। 


কঠিন ধাঁধা : কোন টিয়া কখনোই ডাকে না ?

উত্তর : খাটিয়া। 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments