অদ্ভুত গুগলি ধাঁধা। ধাঁধা নিয়ে দাদাগিরি। সেরা ধাঁধার আসর।

ধাঁধা এমন এক জিনিস যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। Dhadha শুনে মনে হবে, উত্তরটা বোধহয় জানা আছে কিন্তু মনে নেই। আপনারা যারা Dhadha পড়তে ও অন্যকে ধাঁধার মাধ্যমে প্যাঁচে ফেলতে ভালোবাসেন, তাদের জন্যে আজকে আবারও নিয়ে আসলাম কঠিন সব ধাঁধা। মজার মজার সব কঠিন গুগলি ধাঁধা জানুন আজকের এই আর্টিকেলে।

অদ্ভুত গুগলি ধাঁধা

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট বড় ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

অদ্ভুত গুগলি ধাঁধা। ধাঁধা নিয়ে দাদাগিরি।

১) অদ্ভুত ধাঁধা : কোন জিনিসটা হাতে’ই আছে ,অথচ হাতে ধরতে পারি না ?

উত্তর : হাতের কুনুই।

২) অদ্ভুত ধাঁধা : হীরার বাবার ছোট ছেলের নাম আবুল, সেজো ছেলের নাম নোবেল, মেজো ছেলের নাম আলম, বড়ো ছেলের নাম কি ?

উত্তর : হীরা।

৩) অদ্ভুত ধাঁধা : তুমি চাকরির জন্য ইন্টারভিউ সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে গেলে। সেখানে তোমাকে বারবার একই প্রশ্ন করা হলো, অথচ তার উত্তর একই রকম হলো না, সেটা কি করে সম্ভব ?

উত্তর : প্রশ্নটা ছিল "আপনার ঘড়িতে কটা বাজে"।

৪) অদ্ভুত ধাঁধা : ফুল ছাড়া ও সুতো ছাড়া তুমি কোন মালা গাঁথিতে পারবে ?

উত্তর : বর্ণমালা 

৫) অদ্ভুত ধাঁধা : এমনই ঘর যেখানে কোনও দরজা-জানালা নেই, এমনকি আলো-বাতাস ঢোকে না। অথচ মানুষ সেখানে থাকে। কোথায় ?

উত্তর : কবর-স্থান 



৬) অদ্ভুত ধাঁধা : পৃথিবীর কোন দেশে তুমি গেলে তোমাকে খুঁজে পাবে না ?

উত্তর : নিরুদ্দেশে 

৭) অদ্ভুত ধাঁধা : "সোমবার থেকে রবিবার "সপ্তাহের এই সাতদিন এর মধ্যে কোনও দিনের নাম উল্লেখ না করে, তুমি কিভাবে পর পর তিন দিনের নাম উল্লেখ করবে ?

উত্তর : গতকাল ,আজ এবং আগামীকাল

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

৮) গুগলি ধাঁধা : কোন সে জিনিস সেটা থাকলে ভালো, কিন্তু পেতে ভালো লাগে না ?

উত্তর : লজ্জা

৯) গুগলি ধাঁধা : একটি পায়রা বাসায় ১টি ডিম পারলো, সেই দেখে একটি বিড়ালও ১টি ডিম পারলো। সেটা কি করে সম্ভব ?

উত্তর : পায়রার বাসা থেকে বিড়াল ডিমটিকে পারলো 

১০) গুগলি ধাঁধা : তিন অক্ষরের নাম আমার, গাছ বাইতে রাজা, শেষ অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা। 

উত্তর : বানর

১১) গুগলি ধাঁধা : তিন অক্ষরের নাম তার সবার ঘরে ঘরে রয় ,মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয়। 

উত্তর : বিছানা (বিনা একটা বাদ্যযন্ত্র আর ছানা একটি খাবার জিনিস)

১২) গুগলি ধাঁধা : দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে। 

উত্তর : চাদঁ

১৩) গুগলি ধাঁধা : বলুন তো, কি শুধু নিচে নামে ওপরে উঠে না ?

উত্তর : বৃষ্টির জল

১৪) গুগলি ধাঁধা : বাজার থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে, কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তর : পেঁয়াজ 

১৫) গুগলি ধাঁধা : স্পর্শ না করে আপনাকে আমি তুলবো কি করে ?

উত্তর : ক্যামেরার সাহায্যে আপনার ফটো তুলবো !

১৬) গুগলি ধাঁধা : একজন সৎ লোক গাড়ি পার্ক করে ২০ লাখ টাকা নিয়ে ব্যাংকে গেলেন। টাকাগুলোর কোনটাই জাল নোট ছিল না। তা সত্ত্বেও ২০ মিনিট পরে তিনি যখন ব্যাংক থেকে বেরিয়ে এলেন, সেই সময় পুলিশ তাকে ধরল। কেন ?

উত্তর : সৎ লোকটি No Parking Zone-এ গাড়িটি পার্ক করেছিলেন, সেই কারণে পুলিশ তাকে ধরেছিল।

১৭) অদ্ভুত ধাঁধা : একজন লোক একটি ঘোড়া নিয়ে বেড়োলেন। মঙ্গলবার দিন তিনি রওনা হলেন। দু-দিন পরে তিনি ফিরে এলেন সেই মঙ্গলে। কি করে সম্ভব ?

উত্তর : জায়গার নাম মঙ্গল।

১৮) অদ্ভুত ধাঁধা : তুমি নদীর পাড় দিয়ে হাটঁছিলে, হঠাৎ তুমি দেখতে পেলে, একটি যাত্রী বোঝাই নৌকা নদীর সেই পাড়ের দিকে এগিয়ে আসছে। অথচ সেই নৌকোয় কোনও Single Person ছিল না। কারণটা কি ?

উত্তর : যাত্রীবোঝাই সেই নৌকোতে সবাই Couple অথবা Married ছিল। যার ফলে সেই নৌকোয় কেউ Single ছিল না, সকলে জোড়ায় জোড়ায় ছিল।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

১৯) গুগলি ধাঁধা : একটি আইসক্রিমের দোকানের বোর্ডে লেখা আছে Cup-Ice-cream ৯ টাকা আর Cone-Ice-cream ১০ টাকা, এক ভদ্রমহিলা সেই আইসক্রিমের দোকানে গিয়ে দোকানদারকে ১০ টাকা দিয়ে বললেন-দাদা, একটা আইসক্রিম দিন, দোকানদার ওনাকে কিছু জিজ্ঞেস না করে ১০ টাকার Cone-Ice-cream দিয়ে দিলেন কেন ? 

উত্তর : কারণ ভদ্রমহিলা প্রথমে ৯ টাকা বের করে দোকানদারকে দিলেন ; তারপর আরও ১ টাকার Coin দোকানদারকে দিলেন, তখনই দোকানদারের বুঝতে অসুবিধা হলো না যে, ভদ্রমহিলা ১০ টাকার Cone-Ice-cream-ই নিতে চান।

২০) গুগলি ধাঁধা : কে বললেন যে এক একটি চেয়ারে দু'জন করে বসলে তবে সবাই বসতে পারবে, অবশেষে তাই হওয়াতে দেখা গেল একটি চেয়ার পরে রইল। তা হলে সভায় অংশগ্রহণকারীর সংখ্যা কতজন এবং কতগুলি চেয়ার ছিল ? 

উত্তর : সভায় অংশগ্রহণকারীর সংখ্যা ৪ এবং আসনের সংখ্যা ৩।



২১) গুগলি ধাঁধা : এক ব্যবসায়ী ব্যবসার জন্যে তার তিন ছেলেকে ডেকে বড় ছেলেকে ৬০ কেজি., মেজ ছেলেকে ৪০ কেজি এবং ছোট ছেলেকে ২০ কেজি ডাল দিলেন। বলা হলো তারা যেন প্রত্যেকে একই পরিমান টাকা বিক্রয় করে। এখন প্রশ্ন হলো কে কত করে বিক্রয় করলে তিন জনের টাকা একরকম হবে ?

উত্তর : বড় ছেলে ২ টাকা, মেজ ছেলে ৩ টাকা এবং ছোট ছেলে ৬ টাকা কেজি হিসেবে বিক্রি করলে

২২) অদ্ভুত ধাঁধা : এক ভদ্রলোক বাসে যাচ্ছে তখন তাকে বাসে থাকা অন্য আর এক ভদ্রলোক জিজ্ঞাসা করছেন ক'টা বাজে ? সেই সাথে কন্ডাক্টারও জিজ্ঞাসা করলেন কত টিকিট করব ? ভদ্রলোক এক কথায় টিকিট এবং ক’টা বাজে জানালো। কিভাবে ?

উত্তর : ২ টা ২০

২৩) গুগলি ধাঁধা : দু-দল বরযাত্রী মুখোমুখি হলে একদল অপর দলকে জিজ্ঞাসা করল তোমরা দলে কতজন ? অপরদল উত্তরে জানাল, তোমাদের একজন এলে আমাদের দল তোমাদের দ্বিগুন হবে। প্রত্যুত্তরে অপরদল জানাল তোমাদের একজন এলে আমরা উভয় দল সমান হবে। বরযাত্রী দু দলের সংখ্যা কি কি 

উত্তর : একদলের ৫ জন অপর দলের ৭ জন।

২৪) গুগলি ধাঁধা : হাসপাতালের নার্স একজন বোবা রোগীকে প্রশ্ন করে কাল রাত্রে তুমি কতবার অসুস্থ বোধ করেছো। উত্তরে বোবা রোগীটি লিখে জানায় ১১২৯। এখন বলুন রোগীটি কেমন আছে ?

উত্তর : ১১২৯ (এক বারো নয়, অর্থাৎ রোগীটি সুস্থ আছে )।

২৫) গুগলি ধাঁধা : রিয়াদ তার কর্মীকে বছরের শেষে ১১০০ টাকা ও একখানি আলোয়ান দেবে ঠিক করল। কিন্তু কর্মীটি ৯ মাস কাজ করার পর কাজ ছেড়ে দিল। ফলে সে পেল আলোয়ান এবং ৮০০ টাকা। আলোয়ানটির দাম কত ?

উত্তর : ১০০ টাকা



২৬) অদ্ভুত ধাঁধা : একজন এক রাখালকে জিজ্ঞাসা করল, তোমার ক'টা গরু আছে ? রাখাল বললো, আমি গরিব মানুষ। বেশি গরু আমার নেই। তবে যা আছে, তাকে দুটো আলাদা ভাগে ভাগ করো, এই দুটো ভাগের বিয়োগফল যা দুটো ভাগের বর্গের বিয়োগফল ও তার সমান। রাখালের ক'টা গরু ছিল ?

উত্তর : 

২৭) গুগলি ধাঁধা : এক চাষির কিছু হাঁস ছিল, হাঁসগুলি সামনের একটি পুকুরে সকালে নামে এবং বিকালে ডাকলে তারা জল থেকে উঠে আসে। সেদিন দুপুরে হঠাৎ বৃষ্টি এলে চাষি তার ছেলেকে হাঁসগুলি দেখতে পাঠালে - ছেলেটি বললো তীরে নব্বই, নীড়ে নব্বই, এতে চাষি কি বুঝল, চাষির হাঁস কটি ?

উত্তর : ১৮০ টি।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments