অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের বইয়ের তালিকা। Honors First Year English Department Books List

জাতীয় বিশ্বাবিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে যারা ইংরেজি বিভাগে নতুন ভর্তি হয়েছো, কিন্তু এখনো তোমরা তোমাদের বইয়ের নামের তালিকা জানতে পারো নি, তাদের জন্যে আজকের এই আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনার্স ইংরেজি বিভাগের সকল বইয়ের নামগুলা। তো চলুন জেনে নেওয়া যাক।

Honors First Year English Department Books List

আপনি যদি অনার্স ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। ইংরেজি বিভাগের বইয়ের তালিকা। Honors First Year English Department Books List, নিচে ইংরেজি বিভাগের সকল বইয়ের তালিকাসহ বিষয় কোড দেওয়া হলো।

Honors First Year English Department Books ListSub Code
English Reading Skills211101
English Writing Skills211103
Introduction to Poetry211105
Introduction to Prose: Fiction and Non-Fiction211107
Introducing Sociology or Introduction to Social Work or Introduction to Political Theory212009 or 212111 or 211909
History of the Emergence of Independent Bangladesh211001



ইংরেজিতে বইয়ের নামগুলা বুঝতে সমস্যা হলে নিচের টেবিল থেকে বাংলা ভাষার বইয়ের তালিকা দেখতে পারেন। Honors First Year English Department Books List

অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের বইয়ের তালিকাবিষয় কোড
ইংরেজি রিডিং স্কিল২১১১০১
ইংরেজি রাইটিং স্কিল২১১১০৩
ইন্ট্রোডাকশন টু পয়েট্রি২১১১০৫
ইন্ট্রোডাকশন টু প্রোজ২১১১০৭
সমাজবিজ্ঞান বা সমাজকর্ম বা রাষ্ট্রবিজ্ঞান২১১০০৯ বা ২১২১১১ বা ২১১৯০৯
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস২১১০০১



আশা করি এই ছোট্ট আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে আসবে। নিজে জানার পাশাপাশি বন্ধুদেরও জানাতে এখনি আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকুন। যেকোন তথ্য সবার আগে জানতে টুকিআনলিমিটেড অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments