কাঁদুনি বউ। পর্ব - ০১
লেখা - মোঃ_বিল্লাল_হোসেন
----------------------------------------------------------
আমি : জানো প্রিয় তোমাকে প্রথম যখন বৃষ্টিভেজা দিনে ছাতা মাথায় দেখি, সে কি অপূর্ব দেখতে ছিলে। কখনো ভাবি নাই ওই তুমি আজ আমার জীবনসঙ্গী হবে। মনে পড়ে তোমার, ঠিক ওই সময় রাস্তার পাশে থাকা একটি কুকুর যখন ডেকে উঠল, তুমি ছাতা ফেলে সে কি দৌড়.....😬
।
শিউলি : দৌড় দিব না তো কি দাঁড়িয়ে থাকব 😒। একটু হলে তো কুকুরটা কামড় দিয়ে দিত, কামড় দিলে তো এখন আর এই অপরূপ সুন্দরীকে পেতে না।
।
আমি : কি! তুমি বুঝি অপরূপ সুন্দরী, হাঁসালে। পেত্নী একটা, পুরো একটা শাঁকচুন্নির মতো লাগে 🫢
।
শিউলি : এই কি বললা তুমি, আমি পেত্নী, শাঁকচুন্নি ! এ্যাঁ এ্যাঁ.... থাকব না আমি এই ঘরে।
।
আমি : আরে বাবা কাঁদে কা, বাসর রাতে কাঁদলে মানুষ কিনা কি মনে করবে, থাক বাবু কাঁদে না 👏।
।
শিউলি : এ্যাঁ এ্যাঁ, কাঁদব, হাজার বার কাঁদব, সবাইকে শুনিয়ে কাঁদব, এ্যাঁ এ্যাঁ.....
।
আমি : আরে বাবা, চুপ চুপ, এই কান ধরলাম, তুমি মোটেও পেত্নী, শাকচুন্নি কিছুই না। তুমি তো আমার প্রিয় রাজরাণী।
।
শিউলি : সত্যি, উম্মাহ বাবু। আচ্ছা বাবু....(কিছু বলার আগে)
।
মা : কিরে শাকিল, বউমা কাঁদে কা ?
।
আমি : এই হইছে, কই মা, কাঁদে নাই তো। তেলাপোকা হঠাৎ কোথা থেকে যে ওর সামনে চলে আসলো, সেটা দেখে ভয় পাইছে।
।
মা : ও, আচ্ছা।
।
আমি : বলছিলাম না, না কাঁদতে, ইশরে সবাই যে কি না কি মনে করে বসে আছে। কালকে সকালে কিভাবে যে সবাইকে মুখ দেখাব 🙊। সব তোমার জন্য হইছে।
।
শিউলি : হে, এখন তো সব আমার'ই দোষ, বিয়ের প্রথম রাতে আমাকে দোষ দিয়ে বেড়াচ্ছো, বাকিটা সময় যে কি করবা, আল্লাহ'ই ভালো জানে, এ্যাঁ এ্যাঁ.....।
।
আমি : আরে বাবা আবার কেন কাঁদো। এমনি বলছি, সিরিয়াস তো বলি নাই। তোমার নাম শিউলি না রেখে কাঁদুনি রাখা উচিত ছিল, কথায় কথায় শুধু এ্যাঁ এ্যাঁ... করে।
।
শিউলি : কি আমি শুধু এ্যাঁ এ্যাঁ করি, না আর থাকব না, এ্যাঁ, ও... মা কোথায় আপনি ?
।
আমি : এবার তো গেলাম, আরে বাবা চুপ চুপ। বউ না ভালো চিল্লাচিল্লি করে না। আর কিছু উল্টাপাল্টা বলব না। এই কান ধরলাম।
।
শিউলি : কান তো সবসময় ধরো, আজ না হয়, উঠ বস করে আমার রাগ ভাঙ্গাও 😳
।
আমি : এই কাকে বিয়ে করলাম খোদা, বাসর রাতে নাকি কান ধরে উঠবস করতে হবে, জীবনটা আমার শেষ 😴
।
শিউলি : এই তুমি কি বললা, আমার জন্য তোমার জীবন শেষ, এ্যাঁ এ্যাঁ। আর থাকব না এই ঘরে, এ্যাঁ এ্যাঁ।
-----------------------------
কাঁদুনি বউ। পর্ব - ০২
লেখা - মোঃ_বিল্লাল_হোসেন
----------------------------------------------------------
আমি : আরে বাবা একে তো কিছুই বলা যায় না, বললে এ্যাঁ এ্যাঁ করে। বিয়ের প্রথম রাত, রোমান্স করব, গল্প করব তা না শুধু ঝগড়া করে আর কিছু বললে কাঁদে। এই কান ধরে উঠ বস করলাম, এবার তো থামো। আর কখনো কিছু বলব না, এই চুপ হয়ে গেলাম 😐
।
শিউলি : হুম, তুমি চুপ থাক। আমি বরং কথা বলি আর তুমি তাই শুনতে থাকো, আচ্ছা কি কথা বলবো গো ?
।
আমি : একদম চুপ হয়ে আছি, জানি কিছু বললে সমস্যা।
।
শিউলি : এই তুমি বলছো না যে, কি বলব ?
।
আমি : মুখ খোলা যাবে না, চুপ করে বসে আছি।
।
শিউলি : ও.... মাগো, আপনার পোলারে বোবায় ধরছে গো, তাড়াতাড়ি আসেন।
।
আমি : এই গেলো, আরে কি বোবায় ধরছে, তুমি না বললা চুপ থাকতে, কথা না বলতে। তাই তো আমি চুপ হয়ে আছি।
।
শিউলি : তুমি শুনো নাই, আমি যে তোমাকে কিছু জিজ্ঞেস করছি তার উত্তর দাও।
।
আমি : তোমার যা খুশি তাই বলো, আমি আর কি বলব, কথা বললে তো যত সমস্যা।
।
শিউলি : কি বললা, তুমি কথা বললে আমি সমস্যা করি, বিয়ের আগে তো কত কথা বলতাম সব মধুর মত লাগত এখন বিষের মত লাগে, থাকব না আমি, এ্যাঁ এ্যাঁ... আমাকে বাসায় দিয়ে আসো।
।
মা : এই শাকিল দরজা খুল ;;;
।
আমি : এই গেলাম, মা চলে আইছে, কিছু বলার আগে শিউলি গিয়ে দরজা খুলে মাকে ভেতরে নিয়ে আসে।
।
শিউলি : আম্মা আমি আপনার পোলার সাথে থাকব না, ওকে নাকি আমি জ্বালাইয়া মারি, আমার কথা নাকি বিষের মত লাগে, আমাকে আপনার রুমে নিয়ে যান, এ্যাঁ এ্যাঁ....
।
মা : থাক মা, কাঁদে না। ও..তো দুষ্টামি করে তোমার সাথে। এই শাকিল ওর সাথে আর এমন করিস না। যাও মা।
।
শিউলি লক্ষ্মী মেয়ের মত পাশে এসে চুপচাপ বসে আছে। মা যেই গেছে, ওমনি....
।
শিউলি : আর বকা দিলে তোমার কিন্তু খবর আছে, এই বললাম।
।
আমি : আচ্ছা বকা দিব না। হইছে মহারাণী, তোমার হাতটা দেখি তো।
।
শিউলি : এই নাও,
।
আমি : চোখগুলা বন্ধ করো
।
শিউলি : না করব না
।
আমি : আরে করো না
।
শিউলি : না, না করব না।
।
আমি : আরে বাবা সারপ্রাইজ তো, বাবু না ভালো, করো না চোখ দু'টা বন্ধ।
।
শিউলি : আচ্ছা এই করলাম, কিন্তু...😒
।
আমি : কিন্তু কি..
।
শিউলি : না কিছু না 🫢
।
আমি : এই নাও, এবার চোখ খুলে দেখো।
।
শিউলি : এই তোমার কাছে না, কোন টাকা নেই, এটা কিভাবে কিনলে, চুরি ডাকাতি করছো নাকি।
।
আমি : আরে বাবা এটার জন্য, আমি অনেক বছর আগ থেকে টাকা জমিয়ে রাখতাম, যেন আমার প্রিয় বউটাকে অন্তত এই আংটিটা সারপ্রাইজ দিতে পারি। এবার বলো আংটিটা কেমন হলো ?
।
শিউলি : কান্না মাখা কন্ঠে, হে অনেক সুন্দর। তোমার দেওয়া প্রতিটা উপহার'ই আমার কাছে অমূল্য 🥰
।
আমি : আরে পাগলী, কাঁদে না। কাঁদার জন্য কি তোমাকে আমি বিয়ে করেছি। আর কাঁদবে না। লক্ষ্মী বউ আমার, উম্মাহ 🫢
।
শিউলি : এই কি করলা এটা, ফাজিল একটা.....
-----------------------------
(চলবে)
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji