বিকাশ অ্যাপ Fingerprint দিয়ে লগইন করার নিয়ম ও সুবিধা। Bkash App Fingerprint

বর্তমান সময়ে অনলাইন মোবাইল ব্যাংকিং সেক্টরগুলার মধ্যে অন্যতম একটি হলো বিকাশ। দেশের অধিকাংশ মানুষ এই বিকাশ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত সময়ে টাকা লেনদেন করে থাকে। গ্রাহকের সুবিধার্থে বিকাশ কর্তৃপক্ষ বিকাশকে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে। এর মধ্যে বিকাশ তাদের অ্যাপে নিয়ে এসেছে আরো এক নতুন চমক, আর তা হচ্ছে বিকাশ অ্যাপ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুব সহজে লগইন করে নিতে পারবে। বার বার লগইন করার ক্ষেত্রে পিনের ঝামেলা পোহাতে হবে না। নিচে বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার উপায় ও এর সুবিধা-অসুবিধামূহ আলোচনা করা হলো।

বিকাশ অ্যাপ Fingerprint দিয়ে লগইন করার নিয়ম

বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হলে, প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি এখান থেকে আপডেট করে নিন। আপডেট করার পর বিকাশ অ্যাপটি ওপেন করুন।

ধাপ - ০১ : বিকাশ অ্যাপ ওপেন করার পাসওয়ার্ডের স্থানে ডান পাশে ছোট্ট করে একটি ফিঙ্গারপ্রিন্ট অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।




ধাপ - ০২ : এখান থেকে পরবর্তী (Next) অপশনে ক্লিক করুন। 


ধাপ - ০৩ : এখন আপনি আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন।




ধাপ - ০৪ : এখন এখানে ফিঙ্গার চাইবে, তা দিয়ে নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন।


ধাপ - ০৫ : বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়ে গেছে, এখান থেকে ঠিক আছে অপশনে ক্লিক করুন।


আশা করি বুঝতে পারছেন, এখন যেকোন সময় বিকাশ অ্যাপ লগইন করতে আপনাকে বার বার পিন দিতে হবে না, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ লগইন করে নিতে পারবেন।

বিকাশ অ্যাপের এই ফিচারটির বড় সুবিধা হলো দ্রুত সময়ে অ্যাপ লগইন করে নিতে পারবেন। অনেকে মনে করেন, তাতে বিকাশ অ্যাপের গোপনীয়তা নষ্ট হতে পারে, যেকেউ টাকা উত্তোলন করে নিতে পারে। যা একেবারে অসম্ভব, কেননা বিকাশ অ্যাপ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করলেও টাকা লেনদেন করার সময় অবশ্যই পিন ব্যবহার করতে হবে। তাই যারা দুঃশ্চিন্তা করছেন, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারে ঝুঁকি রয়েছে তারা নিশ্চিন্তে থাকতে পারেন। তারপরেও যদি নিজের কাছে এটা ব্যবহার করা ঝুঁকির মনে হয়, তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Post a Comment

0 Comments