আজকে আমরা জানবো কিভাবে একটি ব্লগের (Description) ডেসক্রিপশন box যুক্ত করতে হয়। Blogspot ব্লগের Post Description সাধারণত বন্ধ থাকে। এটা ON করতে হয়, যদি না করেন তাহলে আপনার পোস্টের ওপরের দু’লাইন প্রারাগ্রাফ গুগলে দেখাবে। তাই নিজে Post Description লেখা ভালো।
Google এ আমরা কোন কিছু সার্চ করলে তার উত্তর হিসেবে কোন ওয়েবসাইট এর পোস্ট গুগল দেখায় আর সেই পোস্টের নিচে সেই পোস্ট বিষয়ে কয়েক লাইন লেখা থাকে এটাকেই বলে Search description। ব্লগার Search description চালু করা খুব সহজ কিন্তু অনেকে জানেন না কিভাবে post description enable করতে হয়।
Blogger search description on করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
ধাপ - ০১ : প্রথমে blogger.com সাইটে লগইন করুন।
ধাপ - ০২ : এবার Settings থেকে Meta tags খুজে বার করুন।
ধাপ - ০৩ : এর নিচে পাবেন Enable Search Description এটা On করে দিন।
0 Comments
post a comment
Emoji