প্রত্যেকটি সিম কোম্পানি বিভিন্ন উপায়ে তাদের গ্রাহকদের ফ্রিতে এমবি প্রদান করে থাকে। কিন্তু অধিকাংশ গ্রাহক সেই ফ্রি এমবি কিভাবে নিতে হয় তা না জানার কারণে তা থেকে বঞ্চিত থাকে। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার জিপি সিম অর্থাৎ গ্রামীণ সিম থেকে ফ্রিতে ১জিবি বোনাস নিয়ে নিবেন। গ্রামীণ সিমে ফ্রিতে ১জিবি বোনাস নিতে বিস্তারিত দেখুন।
গ্রামীণফোন সিমে ফ্রিতে ১জিবি ইন্টারনেট বোনাস পেতে হলে প্রথমে আপনাকে নিচের রেফার করা লিংক থেকে My Gp অ্যাপটি ডাউনলোড করে আপনার জিপি নাম্বার দ্বারা সাইন আপ করলে সাথে সাথে পেয়ে যাবেন ১জিবি ইন্টারনেট বোনাস।
তবে ইতিমধ্যে যারা মাই জিপি অ্যাপ ইন্সটল করে ব্যবহার করছেন বা আগেই রেফার বোনাস উপভোগ করে ফেলেছেন, তারা আর এই বোনাস পাবেন না। অর্থাৎ বলতে গেলে যারা নতুন করে আমাদের দেওয়া লিংক থেকে প্রথম মাই জিপি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করবে শুধুমাত্র তারাই এই ১জিবি বোনাসটি পাবে।
সাইন ইন করার উপায় : লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে, নিজের নাম্বারটি দিয়ে দিন। নাম্বার দেওয়ার পর এক্ষেত্রে প্রাপ্ত নাম্বারে sms এ একটি ওয়ান-টাইম ওটিপি কোড আসবে আর ঐ কোড বসিয়ে দিলে sign in হয়ে যাবে। সাইন ইন হওয়া মাত্র আপনি আপনার সিমে ১জিবি বোনাস পেয়ে যাবেন।
ট্যাগ : গ্রামীণ সিমে ১জিবি বোনাস, ফ্রি গ্রামীণ সিম নেট, জিপি ইন্টারনেট বোনাস, gp internet free, free grameen sim mb, free mb code, gp ফ্রি এমবি, নতুন সিমের ফ্রি এমবি।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji