আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ নির্বাচন। বর্তমান সময়ে একজন নাগরিককে ভোট দিতে ভোট কেন্দ্রে নিজের জাতীয় পরিচয়পত্র/আইডি কার্ড সাথে নিতে হয় না। প্রত্যেক ভোটারের আইডি কার্ডের নাম্বার অনুযায়ী ভোটার নাম্বার ও সিরিয়াল নাম্বার থাকে। উক্ত ভোটার সিরিয়াল নাম্বার জানা থাকলে আপনি তা দিয়ে ভোট দিতে পারবেন। এখন ডিজিটাল বাংলাদেশে আপনি ঘরে বসে একটি অ্যাপের সাহায্যে উক্ত ভোটার সিরিয়াল নাম্বার ও ভোট কেন্দ্র জানতে পারবেন।
আপনি যদি আগে থেকে আপনার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার জেনে নিতে পারেন, তাহলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটার লিস্ট না খুজেই ভোট দিতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন এমন একটি এন্ড্রয়েড অ্যাপ Smart Election Management BD নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি সহজে আপনার ভোটার নাম্বার ও ভোটার সিরিয়াল নাম্বারসহ ভোট কেন্দ্রের তথ্য জেনে নিতে পারবেন।
ভোটার সিরিয়াল বের করার নিয়ম :
ধাপ - ০১ : ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার বের করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে Smart Election Management BD এপ্লিকেশন ইন্সটল করে নিতে হবে। (লিংকে ক্লিক করেও দ্রুত ডাউনলোড করে নিতে পারবেন)
ধাপ - ০২ : অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন। তারপর ভাষা নির্বাচন করুন। (বাংলা বা ইংরেজি)
ধাপ - ০৩ : এখন এখানে আপনি ভোটার সিরিয়াল নাম্বার চেক করার অপশন পাবেন। প্রথমে ভোটার আইডি কার্ডে থাকা জন্মসালটি সঠিক ভাবে দিয়ে দিন (বছর-মাস-তারিখ)। জন্মসাল দেওয়ার পর আপনি ভোটার কার্ডের ১০ সংখ্যক নাম্বারটি দিয়ে দিন। তারপর যাচাই করুন অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : এ পর্যায়ে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার দেখতে পাবেন (ভোটার ক্রমিক নম্বর হলো আপনার ভোটার সিরিয়াল নাম্বার)। সাথে দেখতে পাবেন আপনার ভোটার কেন্দ্রে লোকেশন।
এভাবে খুব সহজে ঘরে বসে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করে নিতে পারবেন। এই সিরিয়াল নাম্বার এর সাহায্যে কেন্দ্রে গিয়ে খুব সহজে আপনি ভোট দিতে পারবেন, আপনাকে আর কেন্দ্রে গিয়ে ভোটার সিরিয়াল বের করতে হবে না ও সময় অপচয় হবে না। আশা করি বুঝতে পারছেন, তারপরও যদি কোন সমস্যা থাকে তাহলে এখনি কমেন্ট করুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji