প্রকৃতি নিয়ে ফেসবুক উক্তি ও স্ট্যাটাস। বাংলা প্রকৃতি নিয়ে বাণী

প্রকৃতির রূপ আমাদের নানা ভাবে বিমোহিত করে। প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া সত্যি কষ্টকর। প্রকৃতির শীতল ছায়ায় আমরা বেড়ে উঠি তাই তাকে ভালো না বাসার কোন কারণ নেই। আমরা প্রতিনিয়ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, প্রকৃতির উপাদানগুলা উপভোগ করতে চাই। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে প্রকৃতিকে নিয়ে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস শেয়ার করবো। যা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রকৃতির সেরা সব স্ট্যাটাসগুলা।

প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

প্রকৃতি নিয়ে গুণিজনরা নানা উক্তি/মন্তব্য করে গেছেন। কবিরা তাদের কবিতায় প্রকৃতির নানা বৈচিত্র‌্যতা ফুটিয়ে তুলেছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্থানে আমার আপনার মতো সাধারণ মানুষরাও প্রকৃতিকে নিয়ে আপন মনে নানা কথা তুলে ধরেন। আর তাদের এই উক্তি, মন্তব্য ও কথাগুলা আজকের এই আর্টিকেলে আমি স্ট্যাটাস রূপে তুলে ধরার চেষ্টা করলাম।

প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

স্ট্যাটাস : আপনি যতই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াবেন ততই নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন ।

স্ট্যাটাস : যদি সত্যিই আপনি প্রকৃতিকে ভালবাসেন।‌ তাহলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোতে আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে খুঁজে পাবেন।

স্ট্যাটাস : প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মানুষকে যেভাবে রঙিন করে তুলেছিল। মানুষ সেই সৌন্দর্যকে নগরায়নের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে।

স্ট্যাটাস : আমি যে সম্পদ অর্জন করি তা প্রকৃতি থেকে আসে, যা আমার অনুপ্রেরণার উৎস।

স্ট্যাটাস : আমি মনে করি প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক বেশি, সে কখনই আমাদের শিথিল হতে দেয় না।



স্ট্যাটাস : প্রকৃতি দর্শনের কোনো জায়গা নয় বরং প্রকৃতি হলো আমাদের আসল বাড়ি।

স্ট্যাটাস : প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনই ব্যর্থ হবেন না।

স্ট্যাটাস : আমি বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে থাকি। ভোরের স্নিগ্ধ বাতাসে আর সবুজের সমারোহে আমার হৃদয় ভর্তি করে নিয়েছি।

স্ট্যাটাস : প্রাকৃতিক সৌন্দর্যের সন্তুষ্ট হওয়া মানুষটা আসলেই সুখী হয়। কারণ এই ধরনের মানুষেরা পার্থিব কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ রাখে না।

স্ট্যাটাস : বনের প্রকৃতিতে আপনি হয়তো ওয়াইফাই পাবেন না তবে সেখানে আরো ভালো সংযোগ রয়েছে।

স্ট্যাটাস : প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির মাঝে মিশে যেতে হবে ।

স্ট্যাটাস : আপনি যদি প্রকৃতিকে সত্যই ভালোবাসেন তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন ।

স্ট্যাটাস : আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি, সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি ।



স্ট্যাটাস : প্রকৃতি একটা সুশৃঙ্খল নিয়মে চলে, যে নিয়মে আমরা সবাই বাধা ।

স্ট্যাটাস : প্রকৃতি কোনো কিছুই তাড়াহুড়ো করে না তবে সবই ঠিক সময় মতো করে।

স্ট্যাটাস : মাঝে মাঝে প্রকৃতি দেখতে বেরিয়ে পড়ুন। এই প্রাকৃতিক সৌন্দর্যে আপনাকে এক শান্তিময় পৃথিবীর সন্ধান দেবে।

স্ট্যাটাস : প্রকৃতিতে আলো রং সৃষ্টি করে এবং ছবিতে রঙ আলো সৃষ্টি করে।

স্ট্যাটাস : প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক স্থান।

স্ট্যাটাস : ঘর থেকে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান নিজেকে আর বন্দী করে রাখবেন না ।

স্ট্যাটাস : মানুষ তর্ক করে আর প্রকৃতি কাজ করে।



স্ট্যাটাস : প্রকৃতিতে গভীরভাবে তাকাও এবং তুমি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে।

স্ট্যাটাস : আপনি যদি আপনার বাড়ির উঠোনে নরম দূর্বা ঘাস ও মনোযোগ দিয়ে দেখেন। তাহলে সেখানেও আপনি এক অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন।

স্ট্যাটাস : জীবনের সেরা শিক্ষা গুলো আমরা প্রকৃতির কাছ থেকেই শিখে থাকি।

স্ট্যাটাস : প্রকৃতির সব কিছুতেই দুর্দান্ত কিছু রয়েছে।

স্ট্যাটাস : যদি আপনি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তবে সবকিছুকেই আপনার ভালো লাগবে।

স্ট্যাটাস : প্রকৃতি তাড়াহুড়া করে না, তবুও তার সবকিছুই সম্পন্ন হয়।

স্ট্যাটাস : আমার সারা জীবনের প্রকৃতির নতুন দর্শনগুলি, আমাকে বাচ্চাদের মতো আনন্দিত করে তুলেছিল।

স্ট্যাটাস : প্রকৃতির মাঝে মন ভালো করার এক অদ্ভুত ঔষধ রয়েছে।

স্ট্যাটাস : রঙ প্রকৃতির হাসি।

স্ট্যাটাস : প্রকৃতি সব কিছুকেই পুনরায় তৈরি করে দেয় যখন তা ধ্বংস হয়ে যায়।



স্ট্যাটাস : প্রকৃতিতে যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আপনি একে বুঝতে পারবেন।

স্ট্যাটাস : আপনার অস্থির মন শান্ত করতে হলে প্রকৃতির মাঝে চলতে শুরু করুন।

স্ট্যাটাস : প্রকৃতির চেয়ে ভালো ডিজাইন আপনি কোথাও খুজে পাবেন না।

স্ট্যাটাস : প্রকৃতির এক অভ্যন্তরীণ সৌন্দর্য আছে যা সবার চোখে ধরা দেয় না ।

স্ট্যাটাস : প্রকৃতি সত্যিই সেরা শিল্প ।

স্ট্যাটাস : পৃথিবীর কবিতা কখনও শেষ হয় না ।

স্ট্যাটাস : প্রকৃতি হলো স্রষ্টার শিল্প।

স্ট্যাটাস : প্রকৃতিতে হাটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু।

স্ট্যাটাস : রঙগুলো হলো প্রকৃতির হাসি যা তাকে রাঙিয়ে তোলে ।



স্ট্যাটাস : প্রকৃতি সর্বদা চেতনার রঙ ধারন করে ।

স্ট্যাটাস : যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের মন প্রকৃতির মতই সুন্দর হয় ।

আশা করি প্রকৃতিকে নিয়ে যে স্ট্যাটাসগুলা দেওয়া হয়েছে, তা ভালো লাগবে। যদি কোন স্ট্যাটাস ভালো লাগে তাহলে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। বন্ধুদের জানিয়ে দিন এরকম স্ট্যাটাস পেতে Toki Unlimited সাইটে চলে আসতে। ধন্যবাদ।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments