গুগলি ধাঁধা উত্তর সহ। মজার গুগলি প্রশ্ন। নতুন ধাঁধা। গুগলি প্রশ্ন

ধাঁধা এমন এক জিনিস যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। ধাঁধা শুনে মনে হবে, উত্তরটা বোধহয় জানা আছে কিন্তু মনে নেই। আপনারা যারা ধাঁধা পড়তে ও অন্যকে ধাঁধার মাধ্যমে প্যাঁচে ফেলতে ভালোবাসেন, তাদের জন্যে আজকে আবারও নিয়ে আসলাম এক ঝাঁক অদ্ভুত ধাঁধার আসর নিয়ে। মজার মজার সব ধাঁধা জানুন আজকের এই আর্টিকেলে।

গুগলি ধাঁধা উত্তর সহ

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট বড় রহস্যজনক ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক।

ধাঁধা : আমি তুমি একজন দেখিতে এক রুপ, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।

উত্তর : নিজের ছবি

ধাঁধা : কোন গুণ পুড়িয়ে খায় ?

উত্তর : বেগুন

ধাঁধা : থাকে না চোখে, রয় না আকাশে। ফুল বাগানে ফুল হয়ে মিটি মিটি হাসে।

উত্তর : নয়নতারা

ধাঁধা : এ কোন ব্যাটা শয়তান, থাকে বসে ধরে কান !

উত্তর : চশমা



ধাঁধা : এমন একটা গাই আছে যা দেই তাই খায়, পানি দিলে মরে যায়! বলেন দেহি কি সেটা ?

উত্তর : আগুন

ধাঁধা : প্রথমে পাখি পরে ফল, মধ্যখানে ‘পা’ রাখি, আমি সেবায় রত থাকি।

উত্তর : হাসপাতাল

ধাঁধা : কোন জিনিস দিলে বাড়ে?

উত্তর : বিদ্যা

ধাঁধা : গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি?

উত্তর : বাদাম

ধাঁধা : কোন চিল উরে না?

উত্তর : পাঁচিল

ধাঁধা : একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত?

উত্তর : বাকি অর্ধেকের মত

ধাঁধা : কোন রাজধানী পাট ছাড়া?

উত্তর : পাটনা

ধাঁধা : এমন কি কথা আছে, শুনলে রাগ হয়। কোথাও কেউ খুঁজে পায়নি কোনদিন, তবু শোনা যায়, বলেন দেখি কি তাহা ?

উত্তর : ঘোড়ার ডিম



ধাঁধা : কোন তাসা বাজে না?

উত্তর : বাতাসা

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla, গুগলি প্রশ্ন

ধাঁধা : দীক্ষা দেন না এমন গুরু মন্ত্র দেন কানে তবু তাকে গুরু বলেই অনেক লোকে যানে।

উত্তর : কবি গুরু

ধাঁধা : এমন কোন বস্তু আছে যে ধরায়, না চাইতেই তা সর্বলোকে পায়।

উত্তর : মৃত্যু

ধাঁধা : কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?

উত্তর : জিরাফ

ধাঁধা : শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়.... বলেন দেখি কি তাহা ?

উত্তর : দরজার খিল

ধাঁধা : কোন জিনিসটা হাতেই আছে ,অথচ হাতে ধরতে পারি না ?

উত্তর : হাতের কুনুই।

ধাঁধা : বিনা দুধে হইছে দই এমন কুমার পাব কই, কি সেটা ?

উত্তর : চুন

ধাঁধা : হাতুড়ি বাটালি বাইশটা, চোরে নিল বাইশটা.... বাকি থাকে কয়টা?

উত্তর : দু’টা



ধাঁধা : আমি যারে আনতে গেলাম, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম। বলেন দেখি কি সেটা ?

উত্তর : বৃষ্টি ও পানি

ধাঁধা : মাটির বুকে জন্ম তার পরে সাদা শাড়ি, তরকারির স্বাদ বাড়ানো তার বাহাদুরি।

উত্তর : রসুন

ধাঁধা : ফুটোর মধ্যে খুটা দিয়ে নিশ্চিন্তে ঘুমায় মানুষ, বলেন দেহি কি তাহা ?

উত্তর : দরজার খিল

ধাঁধা : এক বুড়ির আছে বারোটি ছেলে, তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।

উত্তর : বৎসর

ধাঁধা : জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী।

উত্তর : কচুরি পানা

ধাঁধা : উল্টালে ধাতু হয়, সোজাতে জননী কী শব্দ হয় তাহা বল দেখি !

উত্তর : মাতা যা উল্টালে তামা হয়ে যায়।



ধাঁধা : আকাশেতে জম্ম তার, দিবা রাত্রি থাকে। লোকে কিন্তু রাত্রিতে কেবল তাহা দেখে ?

উত্তর : তারা

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments