ম্যাসেনজারের নতুন আপডেট নিয়ে এসেছে ভুল ম্যাসেজ ঠিক করার সুবিধা।

নতুন একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক ম্যাসেনজার। আর তা হচ্ছে ম্যাসেনজারে কাউকে ম্যাসেজ পাঠানোর পর যদি দেখেন তা ভুল তাহলে উক্ত ম্যাসেজ এডিট করে ঠিক করে নিতে পারবেন। তো আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ম্যাসেনজারের এই নতুন আপডেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

ম্যাসেজারে পাঠানো ভুল ম্যাসেজ এডিট করার উপায়।

ম্যাসেনজার ব্যবহারে একটি সমস্যার সম্মুখীন আমরা সবাই হই, আর তা হলো ম্যাসেজ পাঠানোর পর দেখি আমাদের টাইপ মিসটেক। কিন্তু সময়ের আগে তা ডিলিট না করলে আর পরবর্তী সময়ে উক্ত ম্যাসেজ ডিলিট করা যায় না। ব্যবহারকারীদের এই সমস্যার কথা চিন্তা করে সমাধান নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে ম্যাসেজ পাঠানোর পর যদি দেখেন কোন ম্যাসেজে টাইপ মিসটেক হয়েছে তাহলে তা এডিট করে সঠিক করে নিতে পারবেন।

টাইপিং মিসটেক এর কারণে আমাদের অনেকের মধ্যে ভুল বুঝাবুঝিও হয়, যা খুবই বিব্রতকর। দেখা যায় অনেক সময় একটি ম্যাসেজ লিখতে গিয়ে ভুল টাইপিং এর কারণে ম্যাসেজের সমস্ত অর্থও উল্টো হয়ে যায়। যার কারণে আমাদের মাঝে সামান্য একটি ম্যাসেজের কারণে বাকবিতন্ড হয়ে থাকে। তাই এই সমস্যার সমাধান হিসেবে ম্যাসেঞ্জার কর্তৃপক্ষ আমাদের জন্য নিয়ে এসেছে নতুন এক আপডেটে ম্যাসেজ এডিট করার অপশন। 



তবে ভুল ম্যাসেজ এডিট করে ঠিক করতে হলে আমাদের দু’টা উপায় অবলম্বন করতে হবে। তা হলো :

১) ম্যাসেঞ্জার অ্যাপটি অবশ্যই Update করে নিতে হবে।

২) ম্যাসেজ পাঠানোর পর পাঁচ মিনিটের মধ্যে’ই এডিট করতে হবে।

তো চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ম্যাসেনজারের মাধ্যমে ভুল করা ম্যাসেজ এডিট করবেন। নিচের সবগুলা ধাপ ভালোভাবে অনুসরণ করুন।

ধাপ - ১ :  প্রথমে প্লে-স্টোর থেকে ম্যাসেনজার অ্যাপটি আপডেট করুন ও তা ওপেন করুন। 




ধাপ - ২ : এখন কাউকে ম্যাসেজ করুন। আমি এখানে একজনকে পাঠিয়েছি (Toki Unlimited সম্পর্কে বিস্তারিত কথ্য দিন)


ধাপ - ৩ : পাঠানো ম্যাসেজটি ভুল হওয়ার কারণে তা এডিট করতে হবে, তাই উক্ত ম্যাসেজের উপর ক্লিক করে ধরে রাখুন। কিছুক্ষণ ধরে রাখার ফলে নিচের ছবির মতো (থ্রি ডট) আইকন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।




ধাপ - ৪ :  থ্রি ডট আইকনে ক্লিক করার পর Edit অপশন পাবেন, তাতে ক্লিক করুন।


ধাপ - ৫ : Edit অপশনে ক্লিক করার পর ম্যাসেজ এডিট করার অপশন পাবেন, পাঠানো ভুল ম্যাসেজটি যেভাবে চান সেভাবে সঠিক করে নিতে পারেন। ম্যাসেজটি ঠিক হয়ে গেলে ডান পাশে থাকা টিক চিহ্ন (সাবমিট) বাটনে ক্লিক করে দিন।




ধাপ - ৬ : তো দেখতে পাচ্ছেন ভুল হওয়া ম্যাসেজটি এডিটের মাধ্যমে ঠিক করে নিতে পেরেছি। এখন এভাবে যেকোন ভুল হওয়া ম্যাসেজ ডিলিট না করে এডিট করে ঠিক করে নিতে পারব।


আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনার পাঠানো ভুল ম্যাসেজটি এডিট করে ঠিক করে নিতে পারবেন। ফেসবুক সম্পর্কিত নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments