আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা মানুষকে হাসাতে ভালোবাসেন। অর্থাৎ মানুষকে বিনোদন দেওয়ার জন্য তারা অনেক কিছু করে থাকেন। বন্ধু বান্ধবদের সাথে মজা করার পাশাপাশি ফেসবুকে তারা বিভিন্ন ধরনের ফানি স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাদের জন্য আজকের এই আর্টিকেলে আমি সেরা কিছু চরম হাসির স্ট্যাটাস শেয়ার করবো। যে স্ট্যাটাসগুলো আপনারা বন্ধু-বান্ধবদের সাথে ব্যবহার করে সময়কে আরো উপভোগ্য করে তুলতে পারেন।
হাসতে সকলেই ভালোবাসেন, আর মানুষকে হাসাতে কিন্তু সকলেই পারেনা। যার ভেতরে এই দক্ষতা রয়েছে তাকে অন্যদের তুলনায় আলাদা ধরা হয়ে থাকে। তবে এমন কিছু হাসির স্ট্যাটাস রয়েছে যেগুলো বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করার মাধ্যমে তাদেরকে হাসির আনন্দ দেওয়া যাবে। নিচে এমনি সেরা ৫০+ ফানি স্ট্যাটাসের প্রথম পর্ব দেওয়া হলো।
ক্যাপশন : আমি কি কখনো রিলেশন করেছি? কাউকে ঠকিয়েছি? তাও একদল লোক বলবে আমি প্রেম করি।
ক্যাপশন : ভিটামিন C (সি) এর অভাবে মরে যাবো তবুও কাউকে প্রোপ্রজ করবো না।
ক্যাপশন : মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে ভয় লাগছে কোন দিন না আমি কিডন্যাপ হয়ে যাই।
ক্যাপশন : পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট।
ক্যাপশন : চার সন্তান এর মাও ফেসবুকের আইডি নাম দিছে অস্পর্শি বালিকা।
ক্যাপশন : ব্রেকাপ হয়েছে আবার প্রেম করো, কারণ কবি বলেছে একবার না পাড়িলে দেখো শতবার।
ক্যাপশন : ২০টাকার ঝালমুড়ি কিনলে ৫ টাকার করে ৪ বার কিনবেন বিশ্বাস করেন বেশি পাইবেন।
ক্যাপশন : মাঝে মাঝেই ভাবি যে ভালো হয়ে যাবো তারপরেই মনে হয় আমি খারাপ ছিলাম কবে।
ক্যাপশন : মাঝে মাঝে ইচ্ছে করে চলে যাই মটু পাতলুর ফুড়ফুড়ি নগরে শুধু হিন্দি কথা কইবার পারিনা বলে আজও যাইবার পারিনা।
ক্যাপশন : Bf Gf হারালে Bf Gf পাওয়া যায় ,কিন্তু Hmm লিখলে আর Reply পাওয়া যায় না
ক্যাপশন : দোতলা বাসে উঠছিলাম উপরে উইঠা দেখি ড্রাইভার নাই, পরে ভয়ে দৌড়াইয়া নাইমা গেসি।
ক্যাপশন : বিয়ের পর মোটা হবে এই স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো চিকন ছেলে।
ক্যাপশন : হাজারও বাবু, সোনা, রূপা, তামা, লোহার ভিড়ে আমি এক অসহায় প্লাষ্টিক।
ক্যাপশন : আচ্ছা Ex এর বাসার সামনে গিয়ে যদি বিন বাজাই কাল নাগিনটা কি বাহির হয়ে আসবে।
ক্যাপশন : দুই একটা স্যাড পোষ্ট দেয়া লাগে–নয়তো হ্যাপি লাইফে নজর লাইগা যায়।
ক্যাপশন : আমি বিট্রিশ শাসন দেখেনি, তবে ৭ম শ্রেণীর মেয়েকে অনার্সের ছেলেকে শাসন করতে দেখেছি।
ক্যাপশন : এতো পোস্ট করে কি হবে? যদি পোষ্টগুলো পড়ে কেউ প্রেমেই না পড়ে।
ক্যাপশন : চিকিৎসা পদ্ধতির উন্নতি হয়ে লাভ কি যদি ভাল্লাগেনা রোগের Medicine ই না থাকে।
ক্যাপশন : সবার মনের মতো হওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ আমি মানুষ, বিরিয়ানি না।
ক্যাপশন : বউ বউ ডাক পাড়ি বউ তুমি কার বাড়ি আয়রে বউ ঘরে আয় শীতে আমার পরান যায়।
ক্যাপশন : ঘনঘন পোস্ট দিচ্ছি। কারন আম্মু বলেছে, যত লিখবি হাতের লেখা ততো সুন্দর হবে!!
ক্যাপশন : মেয়েরা বর্তমানে যেই প্লাজু পড়ে তা একসময় আলিফ লায়লার জ্বীনেরা পড়তো।
ক্যাপশন : ২০২৪ সালে যদি কারো সাাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে দোষ আপনারি ছিল এসে ক্ষমা চেয়ে যাবেন।
ক্যাপশন : অহংকার করে বলছি না! প্রতিদিন ৫ থেকে ১০ টা অফার পাই? ধন্যবাদ রবি অফিস!
ক্যাপশন : Fb তে কতো id দেখি but আমার বউ যে হবে তার id টা খুজে পাইনা।
ক্যাপশন : জীবনে চলার পথে হঠাৎ গাড়ি না পেলে ফোন থেকে জিপি সিমটা খুলে পায়ের নিচে দিয়ে বলবেন চলো বহুদূর।
ক্যাপশন : ওরা কারা, যারা এখনো সিঙ্গেল কিন্তু কেউ বিশ্বাস করে না।
ক্যাপশন : পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জুটি আমি আর আমরা মোবাইল ব্রেক-আপ তো দূরের কথা ঝগড়াও হয়নি।
ক্যাপশন : চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাসি দুটোই বিপদজনক।
ক্যাপশন : প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও আসছিলো! কিন্তু আমি সেদিন বাড়ি ছিলাম না!
ক্যাপশন : সোনা তো দুরের কথা কেউ সিটিগোল্ড বলে ও ডাকে না আজ সিংগেল বলে।
ক্যাপশন : আম্মু ১ ঘন্টা বকার পর বলে–আমি কিছু বলমু না, তুই যা খুশি কর।
ক্যাপশন : ছোটবেলায় শিক্ষক বলেছিলো এমন কিছু করবি যেন মানুষ তোর পিছনে দৌড়ায় তাঁর কথা রক্ষা করতে গিয়ে, সেই ছেলেটি আজ চোর।
ক্যাপশন : দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি,-সব বাড়ি দেখা শেষ! এখনশ্বশুর বাড়িটা দেখা বাকি আছে।
ক্যাপশন : কবি বলেছেন – যাদের নাম S দিয়ে শুরু আর A দিয়ে শেষ হয় তাদের বিয়ে হবে না।
ক্যাপশন : Dear চুল জীবনে কেউ থাকতাছে না at least তুই তো থাক প্লিজ। থাক না টাক হয়া গেলাম।
Tag : ফেসবুক ফানি স্ট্যাটাস, Bangla Funny Status, মজার ফেসবুক স্ট্যাটাস, বাংলা স্ট্যাটাস, Bengali Status, New Status, সেরা ফানি স্ট্যাটাস, মজার মজার স্ট্যাটাস, নতুন বাংলা স্ট্যাটাস।
ক্যাপশন : বিয়ের পর মোটা হবে এই স্বপ্ন নিয়ে বেঁচে আছে লাখো চিকন তরুনী।
ক্যাপশন : Dear শশুর আব্বা– Give me your ছেরি–I will give you ডর্জন খানিক নাতিপুতি।
ক্যাপশন : বাঙালির ফোন নম্বর বলার স্টাইল ! জিরু ওয়ান নাইন সেভেন থিরি টু বিরাশি আটচল্লিশ বাহান্ন।
ক্যাপশন : ছোটবেলায় ভাবতাম বিয়ের পর বাচ্চা কিনে আনতে হয় এখন বুঝি অন্য কিছু তোমরাও কি এমন ভাবছো।
ক্যাপশন : চিকন মাইয়া গুলারে দেখলে মনে হয়একটা ভিটামিনের বোতল কিনে দেই।
ক্যাপশন : আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে, অনুগ্রহ করে সন্দেহ করুন।
ক্যাপশন : নিষ্পাপ ভদ্র মানুষ খুঁজে পাচ্ছেন না ? পাবেন কি করে আমি তো ঘর থেকে বেশি বেরই হই না।
ক্যাপশন : যদি কখনো আনফেন্ড হয়ে যাও! ভেবে নিও তুমি এখনো রিয়েক্ট দিতে শিখো নি।
ক্যাপশন : চিকন একটা মেয়ে Phone Number চাইছিলো কলিকাতা হারবালের Number দিয়ে দিছি। যা এবার মোটা হ।
ক্যাপশন : চুইংগাম চিবানোর সময় পাকস্থলিও কনফিউজড হয়ে যায়। ৩ ঘণ্টা ধরে কী চিবুচ্ছে? এখনো নিচে আসে না কেন..???
ক্যাপশন : চিকন মানুষ গুলো সবসময় ভদ্র,সহজ, সর এবং সুন্দর মনেরমানুষ হয়ে থাকে! যেমন : আমি।
ক্যাপশন : মানুষ ধনি হলে ভুলে যায় সেও গরিব ছিল, তেমনি Teacher ভুলে যায় সেও Student ছিল।
ক্যাপশন : বাসে কিছু মহিলা অনর্গল চাইনিজ ভাষায় কথা বলছিলেন অনেকক্ষণ পরে বুঝলাম এরা চিটাগাং এর মানুষ!
ক্যাপশন : ডিয়ার হবু বউ, বিরিয়ানিতে যেভাবে মাংসের টুকরা খুঁজি, ঐভাবে খুঁজতেছি তোমায়! তুমি কোথায়?
ক্যাপশন : মানসিক শান্তির জন্য একজনের প্রেমে পরছিলাম! পাগল হয়ে গেছিরে ভাই।
আশা করি, উপরোক্ত শেয়ার করা ফেসবুকের ফানি স্ট্যাটাসগুলা আপনার ভালো লাগবে। যদি স্ট্যাটাসগুলা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এরকম নিত্যনতুন বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস পেতে আমাদের সাথে থাকুন।
Tag : ফেসবুক ফানি স্ট্যাটাস, Bangla Funny Status, মজার ফেসবুক স্ট্যাটাস, বাংলা স্ট্যাটাস, Bengali Status, New Status, সেরা ফানি স্ট্যাটাস, মজার মজার স্ট্যাটাস, নতুন বাংলা স্ট্যাটাস।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji