মজার মজার সব গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা। নতুন নতুন ধাঁধার প্রশ্ন ও উত্তর

মজার মজার কিছু ধাঁধা নিয়ে আসলাম আজকের এই আর্টিকেলে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা Dhadha অনেক পছন্দ করেন। ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা ও বুদ্ধি প্রকাশ পায়। যারা বড় ধাঁধার উত্তর দিতে গোলমাল লাগিয়ে ফেলেন তাদের জন্যে আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট ধাঁধার আসর।

মজার মজার সব গুগলি ধাঁধা

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক।

মজার মজার সব গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা।

১) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - দিবার সময় কষাকষি, ভিতরে গেলে মন খুশি। এটা কি ?

উত্তর : মেয়েদের হাতে চুড়ি পরানো।

২) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - আগায় খসখস গোড়ায় মধু। এটা কি ?

উত্তর : আখ গাছ।

৩) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - শিরোপতি অগ্নিকুন্ড পেট ভরা পানি, নাভি তার চুষে লোকে একি আজব কল । এটা কি ?

উত্তর : হুক্বা।

৪) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - ভাষা আছে কথা আছে সাড়া শব্দ নাই , প্রাণীর কাছে থেকেও কিন্তু নিজের প্রাণ নাই । এটা কি ?

উত্তর : বই।

৫) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - রাজার ছেলে হাটে যায় একশোটা জামা গায়। এটা কি ?

উত্তর : বাঁধাকপি।



৬) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন মাছি উড়ে না । এটা কি ?

উত্তর : পারলেন না তো, এটা হলো গিয়া - ঘামাছি।

৭) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন দেশে মানুষ নাই । এটা কি ?

উত্তর : সন্দেশে কোন মানুষ নাই।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

৮) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন হাঁস পানিতে নামে না । এটা কি ?

উত্তর : ইতিহাস।

৯) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - তিন মাথা একমুখ ক্ষুধা লাগলে চায় না , যা দাও তাই খায় পেট তবুও ভরে না । এটা কি ?

উত্তর : চুলা।

১০) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন পাতার গাছ হয় না। এটা কি ?

উত্তর : ইয়ের পাতার।

১১) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - এক গাছে এক বুড়ি চোখ তার বার কুড়ি। এটা কি ?

উত্তর : আনারস।

১২) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - দুই অক্ষরের নাম তার যেথায় সেথায় শোভা বাড়ায়। এটা কি ?

উত্তর : ফুল।

১৩) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - দুইটি ডানা আছে তার আকাশেতে উড়ে , ডানা কি নড়ে না ওড়ে খুব জোরে । এটা কি ?

উত্তর : উড়োজাহাজ।

১৪) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - আট পায়েতে বুনছে জাল দিন রাত্রি ধরে, জালে বসেই করছে শিকার জালটা সেই নড়ে। এটা কি ?

উত্তর : পারলেন না তো, এটা হলো গিয়া - মাকড়সা।

১৫) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - লালবাবু হাটে যায় , বিনা দোষে মার খায় । এটা কি ?

উত্তর : ঢোল।

১৬) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - ঘরের ভিতর ঘর তার ভেতরে কন্যে আর বর । এটা কি ?

উত্তর : মশারী।

১৭) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - আম নয়, জাম নয়, গাছে নাহি ধরে তবু সবাই তারে ফল নাম বলে । এটা কি ?

উত্তর : পরীক্ষার ফল।

১৮) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন গ্রামে মানুষ নাই। এটা কি ?

উত্তর : টেলিগ্রামে কোন মানুষ নাই।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

১৯) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন বাচ্ছা কথা বলে না। এটা কি ?

উত্তর : চৌবাচ্ছা কথা বলে না।

২০) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - এমন কি জিনিস আছে যা এ ধরায় না চাইলেও সর্বলোকে পায়। এটা কি ?

উত্তর : মৃত্যু।



২১) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কোন সাগরে পানি নাই। এটা কি ?

উত্তর : বিদ্যাসাগর।

২২) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - এমন কোন জিনিস যা লোহার মত শক্ত আর তুলার মত নরম। এটা কি ?

উত্তর : মন।

২৩) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - লোহার খঁটি কাঁচের ঘর তার মধ্যে আছে আলোর ঘর। এটা কি ?

উত্তর : হারিকেন।

২৪) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - মোয়ের গর্ভে থাকিয়া সে মায়ের মাংস খায়, মাটিতে পরিয়া সে আট পায়ে দাঁড়ায়। এটা কি ?

উত্তর : মাকড়শা।

২৫) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - সাথে সাথে থাকে কিন্তু ধরিতে না পারি, আলো পাইলে বাঁচে , অন্ধকারে মরে। এটা কি ?

উত্তর : ছায়া।

২৬) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - তিন অক্ষরের নাম তার সর্ব লোকে খায় প্রথম অক্ষর ছেড়ে দিলে মূল্য বুঝায়। এটা কি ?

উত্তর : বাদাম।

২৭) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - ছোট ছোট ছেমরী কাপড় পরে সাদা শাড়ী, নায়না খয়না তবু এতো সুন্দরী। এটা কি ?

উত্তর : রসুন।

২৮) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - হাত নাই পাও নাই তবুও সে দেশে দেশে ঘুরে বেড়ায়। এটা কি ?

উত্তর : টাকা।

২৯) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - এক কুড়ি বার ভাই এক ঘরেতে থাকে. সকর ভাইয়ের এক নাম একই নামে ডাকে। এটা কি ?

উত্তর : দাঁত। 

৩০) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - শুড় দিয়া করি কাজ নই আমি হাতি পরের উপকার করি তবুও খাই আমি লাথি। এটা কি ?

উত্তর : ঢেঁকি।



৩১) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - চলিতে চলিতে তার চলা হলো ভার, মাটি কাটিয়া দিলে চলিবে আবার। এটা কি ?

উত্তর : পেন্সিল।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

৩২) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - চার পায়ে বসে আট পায়ে চলে বাঘ নয়, কুমির নয় তবুও সে আস্ত মানুষ গিলে। এটা কি ?

উত্তর : পালকি।

৩৩) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - নিজের মুখে সে পরকে খাওয়ায় , ভুলেও কভু নিজে নাই খায়। এটা কি ?

উত্তর : চামচ।

৩৪) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - হাত আছে পা নাই মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা। এটা কি ?

উত্তর : শার্ট।

৩৫) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - আজব এক জিনিস আট পা তার দুই হাঁটু লেজ আছে তার পিটে। এটা কি ?

উত্তর : দাঁড়িপাল্লা।



৩৬) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - ইড়িং বিড়িঙ তিড়িং ভাই চোখ দুটো তার মাথা নাই। এটা কি ?

উত্তর : কাকড়া

৩৭) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - মরা দেখ হেঁটে যায়, আস্তা পাওটা নিয়ে নেয় গিলে। এটা কি ?

উত্তর : জুতা।

৩৮) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - সমুদ্রতে জন্ম আমার থাকি সবার ঘরে একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে। এটা কি ?

উত্তর : লবণ।

৩৯) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - ছোট ছোট গোলপান দুধ ভাত খায় বড় বড় গাছের সাথে যুদ্ধ করতে যায়। এটা কি ?

উত্তর : কুড়াল।

৪০) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - হাত নাই পাও নাই গড়গড়িয়া যায়, চামড়া নাইকো পিঠে সর্ব লোকে খায়। এটা কি ?

উত্তর : পানি

৪১) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - থাকি আমি সবার ঘরে সবার কাছে , ছয় মাস কাছে থাকি দুই মাস একা। এটা কি ?

উত্তর : পাখা।

৪২) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - কাটিতে গেলে কাঁদতে হয়। এটা কি ?

উত্তর : পেয়াজ

৪৩) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - পা আছে হাত নাই। এটা কি ?

উত্তর : প্যান্ট।

৪৪) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - দিন গুনি সপ্তাহ গুনি, আরো গুনি মাস - এমন করে কাটাই আমি বারটি মাস। এটা কি ?

উত্তর : ক্যালেন্ডার।



৪৫) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - বাংলার রমণির হাঁটুর উপর ভর, পেট ভরে আসলে গলা চেপে ধর। এটা কি ?

উত্তর : পানির কলসি।

৪৬) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - রাত্রিতে শুইয়া থাকে, দিনে থাকে খাড়া। এটা কি ?

উত্তর : পাটি।

৪৭) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - বার মাসের মেয়ে, তের মাসে গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগণন ছেলে। এটা কি ?

উত্তর : কলা গাছ।

৪৮) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - হাজার হাজার বাড়ি সেথা, রাণী সে একজন, এক রাণীকেই হাজার রাজা করে আলিঙ্গন। এটা কি ?

উত্তর : মৌচাক ও মৌমাছি।

৪৯) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - পানির বস্তু নয় কিন্তু পানিতে রয়, সকলে তার বুকে আসে আর যায়। এটা কি ?

উত্তর : নৌকা।

৫০) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - এই দেখি এই নাই, ডাক দিয়ে ভয় দেখায়। এটা কি ?

উত্তর : বিজলী।

৫১) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - যত কাটিতে তত বাড়িবে। এটা কি ?

উত্তর : পুকুর।

৫২) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - যতটা টানে ততটা কমে। এটা কি ?

উত্তর : বিড়ি/সিগেরেট।



৫৩) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - ঢুকায় কালো , বার করে লাল - মারমার শব্দ করে। এটা কি ?

উত্তর : কামাড়/লোহা।

৫৪) হাসির ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এটা কি ?

উত্তর : দরজার খিল।

৫৫) গুগলি ধাঁধা : আচ্ছা বলেনতো দেখি - লম্বা সাদা দেহ তার মাথায় টিকি রয় টিকিতে আগুন দিলে দেহ হবে ক্ষয়। এটা কি ?

উত্তর : মোমবাতি।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments