ফেসবুকে গড়ে উঠা বন্ধুগুলা যেন নদীর কচুরিপানা

বিশ্বের শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম গুলার অন্যতম একটি হচ্ছে ফেসবুক যা আমরা প্রত্যেকে কম-বেশি ব্যবহার করে থাকি। আর তার মাধ্যমে গড়ে উঠে আমাদের বেশ কিছু বন্ধুবান্ধব, যাদের সাথে আমরা আমাদের সময় কাটিয়ে থাকি, গল্প করি, আড্ডা দিয়ে থাকি। কিন্তু এই বন্ধুবান্ধবগুলো বাস্তব জীবন থেকে সম্পূর্ণ আলাদা।

ফেসবুকে গড়ে উঠা বন্ধুগুলা যেন নদীর কচুরিপানা

এখানকার বন্ধুগুলা খুবই ক্ষণস্থায়ী আজ আছে তো কাল নেই। যার জন্য, আমি এই ফেসবুক বন্ধুদের নদীর কচুরিপানার সাথে তুলনা করেছি। নদীর কচুরিপানার মতোই এই বন্ধুগুলাও দূর থেকে ভাসতে ভাসতে হঠাৎ জীবনে চলে আসে তারপর কিছুটা সময় নদীর একটা জায়গায় কোনো কারণে স্থির থাকে, তারপর হঠাৎ একটা বিশাল স্রোতের ঢেউয়ে কচুরিপানার মতোই বন্ধুগুলাও জীবন থেকে হারিয়ে যায়। যার ফলে তাদের আর খোঁজে পাওয়া যায় না।

কেউ হয়তো আমাদের ম্যাসেজের যন্ত্রনাই বিরক্ত হয়ে আনফ্রেন্ড কিংবা ব্লক করে চলে যায়। কেউবা আবার ম্যাসেজ সিন করেও রিপ্লাই দেওয়ার সুযোগই পায় না। আবার কারো কারো জীবনে আমাদের চাইতেও ভালো কিছু পাওয়ার ফলে ভুলে যায় আমাদের। একটা সময় হয়তো দু'জন দু'জনকে বলবে তারা কখনো কথা না বলে থাকতে পারবে না কিন্তু নদীর ঢেউ তো আর বলে আসে না, আর সেই ঢেউয়ের ফলে বিচ্ছিন্ন হয়ে যায় নানা কথা নানা গল্প।

আর সেই কচুরিপানা ভাসতে ভাসতে চলে যায় নতুন কারো জীবনে সেখানেও কিছু দিন কিছু মাস কিছু বছর স্থির থাকে তারপর আবারও হারিয়ে যায় কোনো এক অজানা গন্তব্যে।

Post a Comment

0 Comments