প্রাথমিক শিক্ষা সমাপনী সনদপত্রে নাম সংশোধন করার আবেদনপত্রের ওয়ার্ড docx ফাইল। Word Docx File Free Download

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদপত্রে বাবা-মায়ের নাম সংশোধন করার ক্ষেত্রে প্রথমে একটি আবেদনপত্র প্রয়োজন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে উক্ত আবেদনপত্রটির ওয়ার্ড docx ফাইল শেয়ার করবো। যা আপনি ঘরে বসে সহজে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে নিজের মতো এডিট করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। 

Docx File Free Download

এই আর্টিকেলে আমি সরাসরি আবেদনপত্রটির মাইক্রোসফট ওয়ার্ডের docx ফাইলটি দিয়ে দিচ্ছি। ফাইলটি ডাউনলোড করে যখন মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করবেন, তখন আবেদনপত্রে থাকা লাল কালির লেখাগুলা শুধুমাত্র পরিবর্তন করবেন, যেমন : লোকেশন, নিজের নাম, বাবা-মায়ের নাম, স্কুলের নাম ও রোল ইত্যাদি। 

তারিখ: ০১/০১/২০২৪

বরাবর,

উপজেলা শিক্ষা অফিসার

লোকেশন, কুমিল্লা।

 

বিষয় : আমার প্রাথমিক শিক্ষা সমাপনী সনদপত্রে আমার বাবা ও মায়ের নাম সংশোধন প্রসঙ্গে।

 

মহোদয়,

 

যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি মোঃ বিল্লাল হোসেন, পিতা- মোঃ আহসান আহমেদ, মাতা- মোসাঃ সুফিয়া আক্তার, বিদ্যালয় - সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোল নাম্বার- ২০০০, আমি ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার সনদপত্রে আমার বাবা ও মায়ের নাম ভুল হওয়ায় আবেদন করছি। আপনার সদয় বিবেচনার জন্য প্রয়োজনীয় সঠিক তথ্য পেশ করছি।



 

বিবরন

ভুল তথ্য

সঠিক তথ্য

নাম

পিতার নাম

মাতার নাম

বয়স

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন তথ্যাদির আলোক আমার সনদপত্র সংশোধনের ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি কামনা করছি।


বিনীত নিবেদক -

আবেদনকারীর নাম : মোঃ বিল্লাল হোসেন,

আবেদনকারীর স্বাক্ষর :

 

ভুলের কারণ ব্যাখাসহ প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ:________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

 



স্বাক্ষর ও সীল

 

সংযুক্তি :

১. জন্ম নিবন্ধনের অনলাইন কপি        - ১কপি

২. পিতার জাতীয় পরিচয়পত্রের কপি      - ১কপি

৩. মাতার জাতীয় পরিচয়পত্রের কপি      - ১কপি

৪. প্রাথমিক শিক্ষা সমাপনী সনদের কপি   - মূল কপি


তারপর টেবিলে থাকা বর্তমানের ভুল নামগুলা মাঝের সাড়িতে লিখুন। তারপর যে নামটি ভুল থেকে সঠিক করতে চাচ্ছেন তা ডান পাশের ঘরে লিখুন। মূলত আপনার প্রয়োজন অনুসারে যতটুকু পরিবর্তন করা দরকার তাই করবেন। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদনপত্রটির docx ফাইলটি ডাউনলোড করে নিন।


আশা করি আবেদনপত্রটি আপনার উপকারে আসবে, মাইক্রোসফট ওয়ার্ডের যেকোন docx বা পিডিএফ ফাইল ফ্রিতে পেতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments