আগামী ০২ জুন থেকে থেকে পর্দা উঠতে যাচ্ছে ২০২৪ আসরের টি২০ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে। এই বিশ্বকাপে মোট ২০টি দল ৪টি গ্রুপে অংশ নিবে। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ২০২৪ টি২০ ক্রিকেট বিশ্বকাপের সকল দলের/গ্রুপের খেলার সময়সূচি। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মঞ্চ হচ্ছে বিশ্বকাপ আসর। আর তা যদি হয় টি২০ তাহলে তো কোন কথায় হয় না। কেননা বর্তমান সময়ে ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফরমেট হচ্ছে এই টি২০। যতই বিভিন্ন দেশে ক্রিকেটের লিগের আয়োজন করা হোক না কেন সবার থেকে বিশ্বকাপের আমেজ এবং উত্তেজনা বেশি থাকে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মধ্যে অন্যতম টি২০ বিশ্বকাপ অনেক জনপ্রিয়। টি২০ বিশ্বকাপ ২ বছর পর পর হওয়ায় এবং বিশ্বের বড় বড় ক্রিকেট খেলুরে দেশগুলো অংশগ্রহণ করায় টি২০ বিশ্বকাপের জনপ্রিয়তা অনেক বেশি। ২০২৪ টি২০ বিশ্বকাপ শুরু হবে ০২ জুন এবং ফাইনাল খেলা হবে ২৯ জুন এবার মোট ২০টি দল অংশ নেবে এই বিশ্বকাপে। ২০টি দলের ৪টি গ্রুপ থাকবে।
বিশ্বকাপে অংশগ্রহন করা দলগুলা :
টি২০ ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup ) স্বাগতিক দেশ হিসেবে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা এই ২টি দল অংশ নিবে। অন্যদিকে পয়েন্ট টেবিল বিবেচনায় মোট ৮টি দল অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড খেলবে। আর বাছাইপর্ব থেকে চান্স পাওয়া আরো ৮টি দল অংশগ্রহন করবে, এগুলা হচ্ছে আয়ারল্যান্ড, কানাডা, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি ও নেপাল। মোট ২০টি দল ৪টি গ্রুপে অংশ নেবে।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ তালিকা :
বিশ্বকাপ ২০২৪ আসরে মোট ২০টি দল ৪টি গ্রুপে অংশ নিবে। “এ, বি, সি ও ডি” এই চারটি গ্রুপে ২০টি দল অংশ নিবে। প্রত্যেক গ্রুপে ৫টি দল থাকবে। নিচে ৪টি গ্রুপের তালিকা দেওয়া হলো, দেখে নিন কে কোন গ্রুপে কার সাথে অংশ নিবে।
গ্রুপ - এ | ||||
---|---|---|---|---|
ভারত | পাকিস্তান | আয়ারল্যান্ড | কানাডা | যুক্তরাষ্ট্র |
গ্রুপ - বি | ||||
---|---|---|---|---|
নিউজিল্যান্ড | ওয়েষ্ট ইন্ডিজ | আফগানিস্তান | উগান্ডা | পাপুয়া নিউগিনি |
গ্রুপ - সি | ||||
---|---|---|---|---|
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | নামিবিয়া | স্কটল্যান্ড | ওমান |
গ্রুপ - ডি | ||||
---|---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা | নেদারল্যান্ড | নেপাল |
টি২০ বিশ্বকাপ ২০২৪ এর সময়সূচি : ২০২৪ আসরের টি২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিবে। নিচের টেবিলে ২০টি দলের খেলার সময়সূচি দেওয়া হলো।
তারিখ | ম্যাচ (মূল পর্ব) | সময় | ভেন্যু |
---|---|---|---|
জুন ০২ | যুক্তরাষ্ট্র Vs কানাডা | ৫.০০ টা | Dallas |
জুন ০২ | ওয়েষ্ট ইন্ডিজ Vs পাপুয়া নিউ গিনি | ৮.০০ টা | Guyana |
জুন ০৩ | নামিবিয়া Vs ওমান | ৫.০০ টা | Barbados |
জুন ০৩ | শ্রীলঙ্কা Vs দক্ষিণ আফ্রিকা | ৯.০০ টা | New York |
জুন ০৪ | আফগানিস্তান vs উগান্ডা | ৫.০০ টা | Guyana |
জুন ০৪ | ইংল্যান্ড Vs স্কটল্যান্ড | ৮.০০ টা | Barbados |
জুন ০৫ | নেদারল্যান্ড Vs নেপাল | ৫.০০ টা | Dallas |
জুন ০৫ | ভারত Vs আয়ারল্যান্ড | ৮.০০ টা | New York |
জুন ০৫ | পাপুয়া নিউ গিনি Vs উগান্ডা | ৮.০০ টা | Guyana |
জুন ০৬ | অস্ট্রেলিয়া Vs ওমান | ৫.০০ টা | Barbados |
জুন ০৬ | যুক্তরাষ্ট্র Vs পাকিস্তান | ৯.০০ টা | Dallas |
জুন ০৭ | নামিবিয়া Vs স্কটল্যান্ড | ৫.০০ টা | Barbados |
জুন ০৭ | নিউজিল্যান্ড vs আফগানিস্তান | ৮.০০ টা | Guyana |
জুন ০৭ | কানাডা Vs আয়ারল্যান্ড | ৯.০০ টা | New York |
জুন ০৮ | বাংলাদেশ Vs শ্রীলঙ্কা | ৫.০০ টা | Dallas |
জুন ০৮ | অস্ট্রেলিয়া Vs ইংল্যান্ড | ৮.০০ টা | Barbados |
জুন ০৮ | ওয়েষ্ট ইন্ডিজ Vs উগান্ডা | ৮.০০ টা | Guyana |
জুন ০৮ | নেদারল্যান্ড Vs দক্ষিণ আফ্রিকা | ৯.০০ টা | New York |
জুন ০৯ | ভারত Vs পাকিস্তান | ৮.০০ টা | New York |
জুন ০৯ | ওমান Vs স্কটল্যান্ড | ৮.০০ টা | Antigua |
জুন ১০ | বাংলাদেশ Vs দক্ষিণ আফ্রিকা | ৯.০০ টা | New York |
জুন ১১ | শ্রীলঙ্কা Vs নেপাল | ৮.০০ টা | Florida |
জুন ১১ | পাকিস্তান Vs কানাডা | ৯.০০ টা | New York |
জুন ১২ | অস্ট্রেলিয়া Vs নামিবিয়া | ৫.০০ টা | Antigua |
জুন ১২ | ভারত Vs যুক্তরাষ্ট্র | ৯.০০ টা | New York |
জুন ১৩ | ওয়েস্ট ইন্ডিজ Vs নিউজিল্যান্ড | ৫.০০ টা | Trinidad |
জুন ১৩ | বাংলাদেশ Vs নেদারল্যান্ড | ৮.০০ টা | St Vincent |
জুন ১৩ | ইংল্যান্ড Vs ওমান | ৮.০০ টা | Antigua |
জুন ১৪ | আফগানিস্তান Vs পাপুয়া নিউ গিনি | ৫.০০ টা | Trinidad |
জুন ১৪ | যুক্তরাষ্ট্র Vs আয়ারল্যান্ড | ৮.০০ টা | Florida |
জুন ১৪ | দক্ষিণ আফ্রিকা Vs নেপাল | ৮.০০ টা | St Vincent |
জুন ১৫ | নিউজিল্যান্ড Vs উগান্ডা | ৫.০০ টা | Trinidad |
জুন ১৫ | ভারত Vs কানাডা | ৮.০০ টা | Flodrida |
জুন ১৫ | ইংল্যান্ড Vs নামিবিয়া | ৮.০০ টা | Antigua |
জুন ১৬ | অস্ট্রেলিয়া Vs স্কটল্যান্ড | ৫.০০ টা | St Lucia |
জুন ১৬ | পাকিস্তান Vs আয়ারল্যান্ড | ৮.০০ টা | Florida |
জুন ১৬ | বাংলাদেশ Vs নেপাল | ৮.০০ টা | St Vincent |
জুন ১৭ | শ্রীলঙ্কা Vs নেদারল্যান্ড | ৫.০০ টা | St Lucia |
জুন ১৭ | নিউজিল্যান্ড Vs পাপুয়া নিউ গিনি | ৮.০০ টা | Trinidad |
জুন ১৮ | ওয়েস্ট ইন্ডিজ Vs আফগানিস্তান | ৫.০০ টা | St Lucia |
সুপার ৮ এর সময়সূচি : মূল পর্বের প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ জয় লাভ করা প্রথম ২টি দল সুপার ৮ এ অংশ নিবে। ৪টি গ্রুপ থেকে মোট ৮টি দলের মধ্যে এ পর্ব অনুষ্ঠিত হবে। নিচে সুপার ৮ সহ সেমিফাইনাল ও ফাইনাল এর সময়সূচি দেওয়া হলো।
(লোডিং....)
এই ছিল টি২০ বিশ্বকাপ ২০২৪ আসরের বিস্তারিত সকল তথ্য। ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সহ যেকোন খেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যেকোন খেলার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন টুকি আনলিমিটেড সাইটে।
0 Comments
post a comment
Emoji