টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর সময়সূচি। T20 World Cup 2024 Schedule

আগামী ০২ জুন থেকে থেকে পর্দা উঠতে যাচ্ছে ২০২৪ আসরের টি২০ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে। এই বিশ্বকাপে মোট ২০টি দল ৪টি গ্রুপে অংশ নিবে। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ২০২৪ টি২০ ক্রিকেট বিশ্বকাপের সকল দলের/গ্রুপের খেলার সময়সূচি। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

টি২০ বিশ্বকাপ (২০২৪) এর সময়সূচি

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মঞ্চ হচ্ছে বিশ্বকাপ আসর। আর তা যদি হয় টি২০ তাহলে তো কোন কথায় হয় না। কেননা বর্তমান সময়ে ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফরমেট হচ্ছে এই টি২০। যতই বিভিন্ন দেশে ক্রিকেটের লিগের আয়োজন করা হোক না কেন সবার থেকে বিশ্বকাপের আমেজ এবং উত্তেজনা বেশি থাকে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মধ্যে অন্যতম টি২০ বিশ্বকাপ অনেক জনপ্রিয়। টি২০ বিশ্বকাপ ২ বছর পর পর হওয়ায় এবং বিশ্বের বড় বড় ক্রিকেট খেলুরে দেশগুলো অংশগ্রহণ করায় টি২০ বিশ্বকাপের জনপ্রিয়তা অনেক বেশি। ২০২৪ টি২০ বিশ্বকাপ শুরু হবে ০২ জুন এবং ফাইনাল খেলা হবে ২৯ জুন এবার মোট ২০টি দল অংশ নেবে এই বিশ্বকাপে। ২০টি দলের ৪টি গ্রুপ থাকবে। 


বিশ্বকাপে অংশগ্রহন করা দলগুলা :

টি২০ ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup ) স্বাগতিক দেশ হিসেবে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা এই ২টি দল অংশ নিবে। অন্যদিকে পয়েন্ট টেবিল বিবেচনায় মোট ৮টি দল অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড খেলবে। আর বাছাইপর্ব থেকে চান্স পাওয়া আরো ৮টি দল অংশগ্রহন করবে, এগুলা হচ্ছে আয়ারল্যান্ড, কানাডা, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি ও নেপাল।  মোট ২০টি দল ৪টি গ্রুপে অংশ নেবে। 

ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ তালিকা :

বিশ্বকাপ ২০২৪ আসরে মোট ২০টি দল ৪টি গ্রুপে অংশ নিবে। “এ, বি, সি ও ডি” এই চারটি গ্রুপে ২০টি দল অংশ নিবে। প্রত্যেক গ্রুপে ৫টি দল থাকবে। নিচে ৪টি গ্রুপের তালিকা দেওয়া হলো, দেখে নিন কে কোন গ্রুপে কার সাথে অংশ নিবে।

গ্রুপ - এ
ভারত পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র

গ্রুপ - বি
নিউজিল্যান্ড ওয়েষ্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপুয়া নিউগিনি


গ্রুপ - সি
ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওমান

গ্রুপ - ডি
দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল



টি২০ বিশ্বকাপ ২০২৪ এর সময়সূচি :  ২০২৪ আসরের টি২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিবে। নিচের টেবিলে ২০টি দলের খেলার সময়সূচি দেওয়া হলো।

তারিখ ম্যাচ (মূল পর্ব) সময়ভেন্যু
জুন ০২ যুক্তরাষ্ট্র Vs কানাডা ৫.০০ টা  Dallas
জুন ০২ ওয়েষ্ট ইন্ডিজ Vs পাপুয়া নিউ গিনি ৮.০০ টা Guyana
জুন ০৩ নামিবিয়া Vs ওমান ৫.০০ টাBarbados
জুন ০৩ শ্রীলঙ্কা Vs দক্ষিণ আফ্রিকা৯.০০ টা New York
জুন ০৪আফগানিস্তান vs উগান্ডা ৫.০০ টা Guyana
জুন ০৪ইংল্যান্ড Vs স্কটল্যান্ড ৮.০০ টা Barbados
জুন ০৫নেদারল্যান্ড Vs নেপাল ৫.০০ টা Dallas
জুন ০৫ভারত Vs আয়ারল্যান্ড ৮.০০ টা New York
জুন ০৫পাপুয়া নিউ গিনি Vs উগান্ডা ৮.০০ টা Guyana
জুন ০৬অস্ট্রেলিয়া Vs ওমান ৫.০০ টা Barbados
জুন ০৬যুক্তরাষ্ট্র Vs পাকিস্তান ৯.০০ টা Dallas
জুন ০৭নামিবিয়া Vs স্কটল্যান্ড ৫.০০ টা Barbados
জুন ০৭নিউজিল্যান্ড vs আফগানিস্তান ৮.০০ টা Guyana
জুন ০৭কানাডা Vs আয়ারল্যান্ড ৯.০০ টা New York
জুন ০৮বাংলাদেশ Vs শ্রীলঙ্কা ৫.০০ টা Dallas
জুন ০৮অস্ট্রেলিয়া Vs ইংল্যান্ড ৮.০০ টা Barbados
জুন ০৮ওয়েষ্ট ইন্ডিজ Vs উগান্ডা ৮.০০ টা Guyana
জুন ০৮নেদারল্যান্ড Vs দক্ষিণ আফ্রিকা ৯.০০ টা New York
জুন ০৯ভারত Vs পাকিস্তান ৮.০০ টা New York
জুন ০৯ওমান Vs স্কটল্যান্ড ৮.০০ টা Antigua
জুন ১০বাংলাদেশ Vs দক্ষিণ আফ্রিকা ৯.০০ টা New York
জুন ১১শ্রীলঙ্কা Vs নেপাল ৮.০০ টা Florida
জুন ১১পাকিস্তান Vs কানাডা ৯.০০ টা New York
জুন ১২অস্ট্রেলিয়া Vs নামিবিয়া ৫.০০ টা Antigua
জুন ১২ভারত Vs যুক্তরাষ্ট্র ৯.০০ টা New York
জুন ১৩ওয়েস্ট ইন্ডিজ Vs নিউজিল্যান্ড ৫.০০ টা Trinidad
জুন ১৩বাংলাদেশ Vs নেদারল্যান্ড ৮.০০ টা St Vincent
জুন ১৩ইংল্যান্ড Vs ওমান ৮.০০ টা Antigua
জুন ১৪আফগানিস্তান Vs পাপুয়া নিউ গিনি ৫.০০ টা Trinidad
জুন ১৪যুক্তরাষ্ট্র Vs আয়ারল্যান্ড ৮.০০ টা Florida
জুন ১৪দক্ষিণ আফ্রিকা Vs নেপাল ৮.০০ টা St Vincent
জুন ১৫নিউজিল্যান্ড Vs উগান্ডা ৫.০০ টা Trinidad
জুন ১৫ভারত Vs কানাডা ৮.০০ টা Flodrida
জুন ১৫ইংল্যান্ড Vs নামিবিয়া ৮.০০ টা Antigua
জুন ১৬অস্ট্রেলিয়া Vs স্কটল্যান্ড ৫.০০ টা St Lucia
জুন ১৬পাকিস্তান Vs আয়ারল্যান্ড ৮.০০ টা Florida
জুন ১৬বাংলাদেশ Vs নেপাল ৮.০০ টা St Vincent
জুন ১৭শ্রীলঙ্কা Vs নেদারল্যান্ড ৫.০০ টা St Lucia
জুন ১৭নিউজিল্যান্ড Vs পাপুয়া নিউ গিনি ৮.০০ টা Trinidad
জুন ১৮ওয়েস্ট ইন্ডিজ Vs আফগানিস্তান ৫.০০ টা St Lucia


সুপার ৮ এর সময়সূচি :  মূল পর্বের প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ জয় লাভ করা প্রথম ২টি দল সুপার ৮ এ অংশ নিবে। ৪টি গ্রুপ থেকে মোট ৮টি দলের মধ্যে এ পর্ব অনুষ্ঠিত হবে। নিচে সুপার ৮ সহ সেমিফাইনাল ও ফাইনাল এর সময়সূচি দেওয়া হলো।

(লোডিং....)

এই ছিল টি২০ বিশ্বকাপ ২০২৪ আসরের বিস্তারিত সকল তথ্য। ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সহ যেকোন খেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যেকোন খেলার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন টুকি আনলিমিটেড সাইটে।

Post a Comment

0 Comments