২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস। এই দিনটি কেন পালন করা হয় তা আমরা প্রত্যেকে জানি। এর ইতিহাস নিয়ে আজকে আমরা কোন আলোচনা করব না। এই আর্টিকেলে আমি ২১ শে ফেব্রুয়ারি নিয়ে বেশ কিছু স্ট্যাটাস শেয়ার করব যা আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে সেরা কিছু স্ট্যাটাস।
মাতৃভাষার প্রতি ভালোবাসা রেখে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারবেন এই স্ট্যাটাসগুলার মাধ্যমে। অনলাইন থেকে বাছাই করা সেরা সব ২১শে ফেব্রুয়ারি স্ট্যাটাস।
স্ট্যাটাস : ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার!
স্ট্যাটাস : নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি নিজের মায়ের ভাষায় এর থেকে গর্বের আর কোন কিছু থাকে না।
স্ট্যাটাস : ১৯৫২ সালের ভাষা আনদোলনের পরে আমরা পেয়েছি ২০১০ সালে থেকে জাতিসংঘ এর সিদ্ধান্ত মতে ২১ শে ফেব্রুয়ারি হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
স্ট্যাটাস : আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
স্ট্যাটাস : আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।
স্ট্যাটাস : রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা।
স্ট্যাটাস : বাংলা ভাষা যত দিন থাকবে বাংলার মানুষ কোন দিনও সেই সকল শহীদের কথা ভুলতে পারবে না।
স্ট্যাটাস : প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
স্ট্যাটাস : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
স্ট্যাটাস : ফেব্রুয়ারী আমার ভাইয়ের, ফেব্রুয়ারী আমার মায়ের, একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি!
স্ট্যাটাস : বুকের তাজা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি আর ভাষা দিবসের শুভেচ্ছা জানাবো ইংরেজিতে? এ কেমন বাঙালি আমরা!
স্ট্যাটাস : ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই কে জনাই শুভেচ্ছা।
স্ট্যাটাস : যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে সেই ভাষাকে সম্মান করি।
স্ট্যাটাস : মায়ের ভাষায় কথা বলাবার অধিকার আদায়ে, মাতৃ ভাষার মর্যাদা রক্ষায় ওঁরা জীবন দিয়েছিলো ২১ ফেবরুয়ারী ১৯৫২ তে !
স্ট্যাটাস : মায়ের কাছে ফেরা হয়নি ওঁদের! বরকত, সালাম, রফিক, জাব্বার, সালাহউদ্দীন সহ অগুনিত ছাত্র জনতা কোনদিন ফিরে যায় নি মায়ের কোলে।
স্ট্যাটাস : বাংলার মানুষ যেমন কোন দিন মহান স্বাধীনতার কথা ও শহীদদের কথা ভুলতে পারবে না ঠিক তেমনি ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিনেও ভুলতে পারবে না।
স্ট্যাটাস : এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।
স্ট্যাটাস : ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
স্ট্যাটাস : সবার হৃদয়ে বেঁচে থাকে ভাষার জন্য মৃত্যুবরণকারী সকল শহীদগণ।
স্ট্যাটাস : আমাদের বাংলা বর্ণমালা বড়ই দুঃখিনী। কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ বিশ্বদরবারে সমাদৃত, স্বীকৃত।
স্ট্যাটাস : তোমাদের জানাই লক্ষ সালাম, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে গভীর শ্রদ্ধা।
স্ট্যাটাস : ভাষা আত্মার মধ্যে দিয়ে প্রবাহিত সেই রক্ত, যার মধ্যে চিন্তাভাবনাও প্রবাহমান ও সেখান থেকেই তাঁদের জন্ম।
স্ট্যাটাস : সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা, বাংলা ভাষার গন্ডি ছড়িয়ে যাক সারা বিশ্বের সীমানায়।
স্ট্যাটাস : মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারী এর কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।
স্ট্যাটাস : বাংলার দামাল মুক্তি সেনারা অকাতরে প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছে প্রিয় স্বাধীনতা।
স্ট্যাটাস : আজ ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে তাই শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি! বাঙ্গালী জাতি তোমাদের কোনদিন ভুলবনা!!
স্ট্যাটাস : শ্রদ্ধা তাদের প্রতি যারা কেবল আনুষ্ঠানিকতা নয় বরং এই আন্তরিকতা নিয়ে সারাবছর আমাদের প্রিয় বাংলা ভাষা কে লালন করছেন জীবনে ও যাপনে।
স্ট্যাটাস : একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার। বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
স্ট্যাটাস : আসুন আমরা একত্রিত হয়ে একটি দুর্দান্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গড়ে তুলতে আমাদের মাতৃভাষার প্রতি প্রাপ্য সম্মান এবং মনোযোগ দেই।
এই ছিল আজকের মতো ২১ শে ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস। মাতৃভাষার প্রতি ভালোবাসা রেখে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করুন এই স্ট্যাটাসগুলার মাধ্যমে। এই রকম নিত্য নতুন যেকোন বিষয়ের উপর স্ট্যাটাস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji