বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলার অন্যতম একটি হলো হোয়াটসঅ্যাপ (whatsapp)। গ্রাহকদের সুবিধা দিতে নতুন নতুন আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যদি আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকার জন্য পরিবার বা পরিচিত কারো বিরক্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে আজ থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের একটি গোপন ট্রিকস এর মাধ্যমে নিজেকে লুকিয়ে রাখুন। আপনি অনলাইন থাকবেন কিন্তু কেউ আপনাকে দেখতে পাবে না, আপনি যে অনলাইনে আছেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই গোপন ট্রিকসটি।
হোয়াটঅ্যাপে অনলাইন থেকেও নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে নিচের দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করুন।
ধাপ - ০১ : প্রথমে whatsapp একাউন্ট এর ডান পাশে উপরের দিকে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করে সেটিংস অপশনটিতে চলে আসুন।
ধাপ - ০২ : সেটিংস অপশনে আসার পর এখানে আপনি প্রাইভেসি (privacy) নামক একটি অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
ধাপ - ০৩ : এখন এখান থেকে Last seen and online অপশনটিতে ক্লিক করুন।
ধাপ - ০৪ : এখানে আসার পর বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, এর মধ্যে Nobody ও Same as last seen সিলেক্ট করে দিন।
এই ছিল হোয়াটসঅ্যাপে অনলাইন থেকেও নিজেকে লুকিয়ে রাখার কৌশল। আশা করি বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়ার যেকোনো টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji