অদ্ভুত সব মজার ধাঁধা। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব ধাঁধা। Bengali Dhadha

ধাঁধা যা মানুষের মাথাকে এলোমেলো করে দেয়, যখন কেউ আমাদের ধাঁধা জিজ্ঞেস করে তখন মনে হয়, উত্তর এটা হবে, আরে এটা না ওটা হবে। মানে উত্তর কোনটা হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়ে। তাই কেউ মজা করে ধাঁধা জিজ্ঞাস করে আবার কেউ আমাদের বুদ্ধিমত্তা পরীক্ষার করার জন্যে জিজ্ঞাসা করে। তো আপনি যদি কাউকে ধাঁধা জিজ্ঞাস করতে পছন্দ করেন, অথবা কেউ আপনাকে দেখা হলে ধাঁধা জিজ্ঞাস করে তাহলে আগে থেকে প্রস্তুত হয়ে নিন। আর প্রস্তুত হওয়ার জন্য আমরা নিয়ে এসেছি অবাক করার মত সব গুগলি ধাঁধা যা আপনাদের মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন দেখে নেওয়া যাক, আজকের ধাঁধার আসর।

অদ্ভুত সব মজার ধাঁধা

ধাঁধা পড়তে ও জানতে যেমন ভালো লাগে তেমনি কেউ প্রশ্ন করলে তার সঠিক উত্তরটা দিতে পারলেও আমাদের অনেক ভালো লাগে। Dhadha মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা ধাঁধা অনেক পছন্দ করে। প্রতিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজার সব অদ্ভুত ধাঁধা। 

মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব ধাঁধা

১) গুগলি প্রশ্ন : হাত নাই, পা নাই, গড় গড়াইয়া যায়, কাটলে তার মাংস নাই, সর্বলোকে খায়।

উত্তর : পানি।

২) গুগলি প্রশ্ন : অতি ছোট প্রাণীটি, লাল রক্ত খায়। বড়ে বড়ো গাছের সঙ্গে যুদ্ধ করতে যায়।

উত্তর : উঁই।

৩) গুগলি প্রশ্ন : এমন কোন জিনিস যা সবার কাছে থাকে, কারো ছোট হয়, আবার কারো বড় হয়।

উত্তর : মন।

৪) গুগলি প্রশ্ন : একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।

উত্তর : নিজের ছায়া।

৫) গুগলি প্রশ্ন : বলুন তো, কী লিখে অল্প সময়ের মধ্যে অনেক টাকা পাওয়া সম্ভব ?

উত্তর : ব্যাংকের চেক লিখে।



৬) গুগলি প্রশ্ন : কোন প্রশ্নের উত্তরে কখনও 'হ্যাঁ' বলা যায় না ?

উত্তর : আপনি কি ঘুমিয়ে আছেন ?

৭) গুগলি প্রশ্ন : মাটির হাড়ি কাঠের গাই, বছর বছর দোয়াই খাই। বলো দেখি কি তা ?

উত্তর : খেজুর গাছ।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

৮) গুগলি প্রশ্ন :  কালো কি, কৃষ্ণ জলে ভাসা, হাড় নাই মাংস ঠাসা বলো দেখি কি ?

উত্তর : জোঁক।

৯) গুগলি প্রশ্ন : হাতুড় বাটাল বাইশখানা, তিনটা চোরে নিলে বাকি থাকে কয়টা ?

উত্তর : কিছুই না।

১০) গুগলি প্রশ্ন : সাগরে যার জন্ম, নগরে তার বাস, মায়া ছুলে হয় পুত্রের সর্বনাশ, বলেন কি তা ?

উত্তর : লবন।

১১) গুগলি প্রশ্ন : ইড়িং বিড়িং তিড়িং ভাই, চোখ দুটো তার মাথা নাই। বলেন তো দেখি কি তা ?

উত্তর : কাকড়া।

১২) গুগলি প্রশ্ন : রাস্তা দিয়া দু’টি মেয়ে যাইতেছে চলিয়া একই দামের একই শাড়ী দুইজনে পরিয়া। কত দামের শাড়ী এবং সম্বন্ধে কি হয় এক কথাতে বলো দেখি দাও পরিচয়।

উত্তর : দুই সতীন।

১৩) গুগলি প্রশ্ন : আছে কল, আছে জল, মাটি, পাতা রস অনল, পবন, ধুম্র সবার পরশ। মুখে মুখে কহে কথা, এক বোল বলে না চুমিলে রহে চুপ, হাতে মুখে চলে।

উত্তর : সাজানো হুক্কা।

১৪) গুগলি প্রশ্ন : আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙল হাঁড়ি লাগল জোড়া। বলো দেখি কি ?

উত্তর : বিজলী।

১৫) গুগলি প্রশ্ন : অতি ক্ষুদ্র যায় না দেখা, যন্ত্রে কিংবা চোখে। করছে ক্ষতি, সাধ্য কার, মারে কিংবা রোখে।

উত্তর : ভাইরাস।

১৬) গুগলি প্রশ্ন : আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা, ফুল নাই, ফলও নাই পাতাতেই ভরা।

উত্তর : পান।

১৭) গুগলি প্রশ্ন : অকূল সমুদ্র মেরু জল তাতে নেই, রাশি রাশি স্থলভাগ বাড়ি ঘর কই ?

উত্তর : মানচিত্র।

১৮) গুগলি প্রশ্ন : আট পা, ষোল হাঁটু, বসে থাকে বীর বাঁটু, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল। বলেন তো দেখি কি এটা ?

উত্তর : মাকড়শা।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

১৯) গুগলি প্রশ্ন : আমি যারে আনতে গেলাম, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম।

উত্তর : বৃষ্টি ও পানি।

২০) গুগলি প্রশ্ন : আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নেই, আব্বার মধ্যে আছো তুমি, দিদির মধ্যে নেই।

উত্তর : আ।



২১) গুগলি প্রশ্ন : ডালপালা কিছু নাই, আছে শুধু পাতা, হাত-মুখ কিছু নাই, পেট ভরা কথা। বুদ্ধি তার আদৌ নাই আপনার শিরে, তবু সে যে বুদ্ধি বিলায় দেখো সকলেরে। এহন কন দেখি কি সেই জিনিস ?

উত্তর : বই।

২২) গুগলি প্রশ্ন : পাঁচ ব্যাটার ধরে, বত্রিশ ব্যাটায় করে এক ব্যাটায় ধাক্কাইয়া নেয় ঘরে। কি সে জিনিস ?

উত্তর : ভাত খাওয়া।

২৩) গুগলি প্রশ্ন : তলে মাটি উপরে মাটি মধ্যে সুন্দরি এক বেটি। বলেন দেখি কি ?

উত্তর : হলুদ।

২৪) গুগলি প্রশ্ন : গাছে নাই, পাতায় নাই, ফুলে আছে, ফলে আছে, আর ডালেও আছে। কি সে জিনিস ?

উত্তর : 'ল' অক্ষর

২৫) গুগলি প্রশ্ন : যা দেয় তা খায়, জল দিলে মরে যায়।

উত্তর : আগুন।

২৬) গুগলি প্রশ্ন : অতিশয় রাগী, দেয় ঘুম ভাংগাইয়া, কিছুতেই নাহি যেতে চায় বিছানা ছাড়িয়া, এরূপ নিষ্ঠুর দেখি নাই কখন, দংশন করিয়া করে জ্বালাতন।

উত্তর : ছারপোকা।

২৭) গুগলি প্রশ্ন : অচল দৈত্য সচল হয়, গর্জন শুনে লাগে ভয় গ্রাস করে বহু থাল, হজম হয় না কোন কাল।

উত্তর : ট্রেন বা মটর।

২৮) গুগলি প্রশ্ন : অকূল সমুদ্র মেরু জল তাতে নেই, রাশি রাশি স্থলভাগ বাড়ি ঘর কই ?

উত্তর : মানচিত্র।



২৯) গুগলি প্রশ্ন : আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে, তবুও সবাই কিন্তু ফল তারে বলে।

উত্তর : পরীক্ষার ফল।

৩০) গুগলি প্রশ্ন : রাজ্য আছে রাজা নাই, ছাদ আছে তার মেঝে নাই।

উত্তর : আকাশ।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments