বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একটি সিরিজ হচ্ছে তুর্কি সিরিজ আর্তুগ্রুল গাজী। যা মূলত তুর্কি ভাষায় তৈরী করে পরবর্তী সময়ে অন্যান্য ভাষায় ডাবিং করা হয়। ইতিমধ্যে অনেকে হিন্দি ভাষায় আর্তুগ্রুল গাজী দেখেছেন বা দেখছেন। সিরিজটি এতটা জনপ্রিয় হয়েছে যে, বাংলাদেশেও বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে। যারা আর্তুগ্রুল গাজী দেখতে ভালোবাসেন, তারা বাংলা ভাষায় ফ্রিতে সিরিজটি দেখে নিতে পারবেন।
প্রশ্ন হচ্ছে বাংলা ডাবিং কোথা থেকে দেখতে পারব। Toffee নামক একটি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আর্তুগ্রুল গাজীর বাংলা ডাবিং দেখতে পারবেন। বর্তমানে বাংলা ডাবিং সিজন ৩ চলছে, অ্যাপটিতে সিজন ১ ও ২ এর সকল পর্বও দেওয়া আছে। তো যারা আর্তুগ্রুল গাজী সিরিজটি দেখেননি তারা Toffee অ্যাপের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারেন। সিরিজটি এতটাই জনপ্রিয় ও আকর্ষণীয় যে, একবার দেখতে বসলে আর উঠতে মন চাইবে না। তাই সিরিজগুলা Toffee অ্যাপে থাকতে থাকতে দেখে নিন।
আশা করি, যারা আর্তুগ্রুল গাজীর বাংলা ডাবিং দেখতে চাচ্ছেন আপনার খুব সহজে Toffee অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন। আর্তুগ্রুল গাজীর পাশাপাশি কুরুলুস উসমান, আল্প আরসালান তুর্কি সিরিজকগুলাও বাংলা ভাষায় দেখতে পারবেন।
0 Comments
post a comment
Emoji