অনলাইন সার্ভার থেকে ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ডের কপি বের করার সময়, সঠিক ফরম নম্বর হওয়া সত্ত্বেও ভুল দেখায়। যদি আপনার এমন সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। এই আর্টিকেলে ফরম নম্বর সঠিক থাকার পরও ভুল দেখানোর কারণ ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক।
যদি আপনার বা অন্যকারো ফরম নম্বর সঠিক থাকার পরও অনলাইনে নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার সময় ভুল দেখায়, তাহলে চিন্তা করার কিছু নেই। আপনার ফরম নম্বর এর আগে NIDFN শব্দটি যুক্ত করে দিন। যেমন : NIDFN123456789
এভাবে ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে সাবমিট করলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি এরপরও আপনার জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে সংগ্রহ করা না যায় তাহলে আপনার নিকস্থ ইউনিয়ন পরিষদে বা উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।
যাদের ভোটার আইডি কার্ডের নাম্বার মনে আছে, তাদের ফরম নম্বররের প্রয়োজন নেই। ফরমের নম্বরের পরিবর্তে ভোটার আইডি কার্ডের নম্বর ও জন্মতারিখ দিয়ে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ বা ডাউনলোড করতে হয় এ বিষয়ে না জানলে লিংকে ক্লিক করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়মটি জেনে নিন।
আশা করি বুঝতে পারছেন, যাদের NID ফর্ম নম্বর সঠিক হওয়ার পর ভুল দেখায়, তারা উপরোক্ত নিয়মটি অনুসরণ করলে সহজে সমাধান করে নিতে পারবেন। তো এই রকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji