উপায় অ্যাপে প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার নিয়ম। Bpdb Prepaid Meter Recharge Upay App

বর্তমান সময়ে প্রতিটি বাড়িতে পুরাতন পোস্টপেইড মিটারের পরিবর্তে প্রিপেইড ডিজিটাল মিটার লাগানো হচ্ছে। এই মিটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মিটারে টাকা যতক্ষণ আছে, বাসায় ততক্ষণ বিদ্যুৎ থাকবে। টাকা শেষ তো ঘরে বিদ্যুৎ থাকবে না। আপনি যদি একজন নতুন প্রিপেইড মিটার ব্যবহারকারী হয়ে থাকেন বা কিছুদিনের মধ্যে প্রিপেইড ডিজিটাল মিটার লাগাবেন ভাবছেন, তাহলে অবশ্যই আপনাকে এই মিটারে টাকা রিচার্জ করার নিয়ম জানতে হবে। মিটারে রিচার্জ করার জন্য যেকোন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন। আজকের এই আর্টিকেলে আমি মোবাইল ব্যাংকিং সেবা উপায় অ্যাপের মাধ্যমে রিচার্জ করার নিয়ম দেখিয়ে দিব। আপনার যদি উপায় একাউন্ট থাকে তাহলে খুব সহজে উপায় থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করে নিতে পারবেন। তো চলূন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার নিয়ম

উপায় অ্যাপ থেকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি প্রথমে জেনে নিতে পারবেন, আপনার মিটারে কিসের জন্যে কত টাকা কেটে নিচ্ছে যা অন্যান্য ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান থেকে পাবেন না। নিচের ছবিটি লক্ষ করুন, এখানে ৫০০ টাকা রিচার্জে কত টাকা কেটে নিয়ে যাবে আর কত টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারব তা কিন্তু উল্লেখ করে দিছে। 

প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার নিয়ম


উপায় অ্যাপ থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করার নিয়ম :

ধাপ - ০১ : Upay App থেকে প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার জন্য প্রথমে আমাদের Upay অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর উপায় অ্যাপের ড্যাশবোর্ড থেকে পে বিল অপশনে ক্লিক করুন। 

প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার নিয়ম

ধাপ - ০২ : পে বিল অপশনে ক্লিক করা পর, বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করুন। বিদ্যুৎ অপশন সিলেক্ট করার পর বিপিডিবি প্রিপেইড মিটার যে অপশনটি আছে তাতে ক্লিক করুন।

প্রিপেইড ডিজিটাল মিটারে রিচার্জ করার নিয়ম



ধাপ - ০৩ : বিপিডিবি প্রিপেইড মিটার এ ক্লিক করার পর, ঠিক নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনি আপনার মিটার নাম্বারটি দিয়ে দিন। মিটার নাম্বার দেওয়ার পর সক্রিয় একটি মোবাইল নাম্বার দিন। মনে রাখবে, যে মোবাইল নাম্বারটি দিবেন তাতে ২০ সংখ্যার কোড আসবে, যা পরবর্তী সময়ে মিটারে ডায়াল করে রিচার্জ করতে হবে। সর্বশেষ আপনি মিটারে কত টাকা রিচার্জ করতে চান, তার পরিমাণ দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিন।

Prepaid Meter Recharge

ধাপ - ০৪ : মিটার ও মোবাইল নাম্বার দেওয়ার পর এই ধাপে মিটারটি যার নামে রেজিষ্ট্রেশন করা তার নামসহ মিটারে কত টাকা কিসের জন্য খরচ হবে তার বিবরণ দেখতে পারবেন। সব ঠিকঠাক থাকলে এখন পরিশোধ করুন অপশনে ক্লিক করুন।

Prepaid Meter Recharge



ধাপ - ০৫ : ক্লিক করা সাথে সাথে আপনার নাম্বারে একটি ম্যাসেজ আসবে, যেখনে ২০ ডিজিটের কোডটি দেখতে পাবেন। এখন ২০ সংখ্যার নাম্বারটি আপনার প্রিপেইড মিটারে ডায়াল করুন। ডায়াল করার পর অ্যারো () বাটনে ক্লিক করার সাথে সাথে মিটারে রিচার্জ হয়ে যাবে। রিচার্জ করার করা প্রিপেইড ডিজিটাল মিটারে কত টাকা আছে তা ৮০১ নাম্বার ডায়াল করে চেক করে নিতে পারবেন। 

Prepaid Meter Recharge

আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার প্রিপেইড ডিজিটাল মিটারে উপায় অ্যাপ থেকে রিচার্জ করে নিতে পারবেন। প্রিপেইড ডিজিটাল মিটার সম্পর্কে যেকোন খুঁটিনাঁটি তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। 

Post a Comment

0 Comments