বর্তমান সময়ে ফেসবুক পেজকে কেন্দ্র করে মানুষ ঘরে বসে ইনকাম করছে। আপনার যদি একটি Facebook Page থাকে বা নতুন তৈরী করে তা থেকে Income করার চিন্তা করেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা এই আর্টিকেলে আমি বাছাই করা সেরা সব রোমান্টিক ফেসবুক পেজের নাম Share করতে যাচ্ছি। আপনার পেজটি যদি রোমান্টিক ক্যাপশন বা ভিডিওকে কেন্দ্র করে গড়ে উঠে তাহলে নিচের শেয়ার করা নামগুলা দেখতে পারেন।
Facebook Page শুধু তৈরী করলে হবে না, তার জন্যে একটি সুন্দর নাম বাছাই করতে হবে। আপনার Facebook পেজটি যদি রোমান্টিক বিষয়বস্তুর উপর গড়ে উঠে তাহলে একটি Romantic নাম ব্যবহার করতে হবে। যেন মানুষ পেজের নাম দেখে পেজটি সম্পর্কে ধারণা নিতে পারে। তো এই আর্টিকেলে আমি আপনাদের জন্য সেরা সব রোমান্টিক পেজের নাম নিয়ে হাজির হয়েছি। চলুন Romantic পেজের নামগুলা দেখে নেওয়া যাক।
রোমান্টিক ফেসবুক পেজের নাম : আপনি যদি রোমান্টিক ক্যাপশন বা ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য একটি রোমান্টিক নাম ব্যবহার করতে হবে। তাই বাছাই করা সেরা সব রোমান্টিক নামগুলা নিচে দেওয়া হলো।
রোমান্টিক ফেসবুক পেজের নাম | ||
---|---|---|
কল্পনার জগত | কাঠগোলাপ | বিবর্ণ |
ভালবাসার কথা | অনুপ্রেরণা | গোধূলি |
অব্যাক্ত | কথা | উপহাসের পৃথিবী |
লাভ ফর এভার | ভালবাসার জগত | তুমি শুধু আমার |
love is pain | ভালোবাসার গল্প | চির বিদায় |
লাভ রেডিও | অচেনা মায়া | বন্ধন |
সত্যি কারের ভালোবাসা | শুধু তোমাকে ভালোবাসি | দূর থেকে ও ভালোবাসা যায় |
প্রিয় | অনুভুতি | প্রেমের গল্প |
ভালোবাসার রংধনু | অভিমানী ভালোবাসা | বালক বালিকা |
প্রেমের বিষাদ | লাভ এফ এম | তুমি আর আমি |
প্রেমের সমাধি | 100% Love | বাবার ভালোবাসা |
মায়ের ভালোবাসা | অন্ধ ভালোবাসা | লাভ কেস |
ভালোবাসার কবিতা | ভালোবাসার ডায়েরি | রোমান্টিক লাভ স্টোরি |
স্বত্বা | অসমাপ্ত ভালোবাসা | তোমার আমার গল্প |
আশা করি শেয়ার করা ফেসবুক পেজের নামগুলা আপনাদের উপকারে আসবে। আপনার পেজের বিষয়বস্তুর উপর নির্ভর করে নাম ব্যবহার করুন। আর ফেসবুক সম্পর্কে এরকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji