আগামী ০২ জুন ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ West Indies ও America তে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। এই ২০টি দলের মধ্যে একটি হচ্ছে আমাদের প্রিয় দল Bangladesh। বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের এই আর্টিকেলে আমি টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি ও কারা এই বিশ্বকাপে দলের হয়ে খেলবে তাদের তালিকা শেয়ার করব।
গত ১৪ মে ২০২৪ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের একটি দল গঠন করে। যেখানে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে বাংলাদেশ খেলবে। সাথে ভাইস ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করবে তাসকিন আহমেদ। এই বিশ্বকাপে যারা দলের হয়ে খেলবে তাদের তালিকা নিচে দেওয়া হলো।
Bangldesh T20 Squad | ||
---|---|---|
Sl No. | Player's Name | Role |
1 | Najmul Hossain Santo | Captain |
2 | Taskin Ahmed | Vice-Captain |
3 | Liton Kumer Das | Player |
4 | Tanzid Hasan Tamim | Player |
5 | Soumya Sarkar | Player |
6 | Shakib al Hasan | Player |
7 | Tawhid Hridoy | Player |
8 | Mahmud Ullah Riyad | Player |
9 | Jaker Ali Anik | Player |
10 | Shak Mahedi | Player |
11 | Md Rishad Hossain | Player |
12 | Mustafizur Rahman | Player |
13 | Md Shoriful Islam | Player |
14 | Md Tanvir Islam | Player |
15 | Tanzim Hasan Sakib | Player |
এই ১৫ জন ছাড়াও ক্রিকেট বোর্ড রিজার্ভ হিসাবে আরো দুই ক্রিকেটারকে বিশ্বকাপ দলের সাথে পাঠাবে। তারা হচ্ছে ;
Traveling Reserve | ||
---|---|---|
Sl No. | Player's Name | Role |
1 | Afif Hossain Dhrubo | Player |
2 | Hasan Mahmud | Player |
এই ছিল টি২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ দলের খেলোয়ারের তালিকা। এখন আসুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি। কাদের বিপক্ষে ও কখন বাংলাদেশ মাঠে নামবে।
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
---|---|---|---|
জুন - ৮ | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ৫.০০টা | Dallas |
জুন - ১০ | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | ৯.০০টা | New York |
জুন - ১৩ | বাংলাদেশ বনাম নেদারল্যান্ড | ৮.০০টা | St Vincent |
জুন - ৮ | বাংলাদেশ বনাম নেপাল | ৮.০০টা | St Vincent |
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা আফিফ এবং হাসানও থাকবেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজের দলে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।
এই ছিল এবারের টি২০ বিশ্বকাপ ২০২৪ আসসেরর জন্য বাংলাদেশের খেলোয়ারের তালিকা ও খেলার সময়সূচি। বিশ্বকাপ দলের জন্যে অনেক অনেক শুভকাম রইলো, আশা করি ভালো কিছু অর্জন করবে। ঘরে বসে টি২০ বিশ্বকাপ ফ্রিতে লাইভ দেখতে নিচের দেওয়া লিংক থেকে -- অ্যাপটি ডাউনলোড করে নিন। আর রকম নিত্যনতুন তথ্য খেলার বিশেষ তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji